
খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস অন্তত ১০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে গেছে।
মঙ্গলবার (২৪ জুন) ভোর ৬টার দিকে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- খাগড়াছড়ি সদর উপজেলার জাহেদা আক্তার (৩৮), হাজেরা আক্তার (২৮) ও রেদোয়ার (৭), মুন্সীগঞ্জ জেলার নজরুল ইসলাম (৪২), খোরশেদ আলম (৫২), তানিয়া আক্তার (২২), বাসের সুপারভাইজার আজাদ হোসেন (৩৬) ও হেলপার রমজান আলী (৪৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে রাত ১১টা ৪০ মিনিটে বাসটি খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসে। বাসটিতে চালকসহ মোট ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। সকালে মাহবুবনগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে গুইমারায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাসের এক যাত্রী জানান, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পথে মুন্সীগঞ্জে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর কুমিল্লায় চালককে সতর্ক করলে তিনি উল্টো যাত্রীদের পেছনের সিটে গিয়ে বসতে বলেন। তার অভিযোগ, চালকের বেপরোয়া আচরণই এই দুর্ঘটনার জন্য দায়ী।
রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, ঘটনাস্থলে চালককে পাওয়া যায়নি। শান্তি পরিবহনের স্টাফরা জানায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় গাড়িটি উদ্ধারের প্রস্তুতি চলছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনউদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিদারুল আলম/অমিয়/