আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি জানান, ‘আগামী নির্বাচনে ভোটের প্রচারে এআই-এর অপব্যবহার রোধ করতে চায় ইসি।’
মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডা হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশে সচেনতামূলক প্রচারণা শুরু করবে ইসি।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে ওই দলটির সঙ্গে প্রায় দেড় ঘণ্টার মতো বৈঠক শেষে সিইসি বলেন, ‘এ পযন্ত আমাদের বিভিন্ন সেক্টরে যে প্রস্তুতি নিয়েছি, আগামী নির্বাচনে আমরা ঠিকমত ডেলিভার করতে পারব কি না-সে বিষয়গুলো জানতে চেয়েছেন তারা। আমাদের প্রস্তুতির বিষয়টা বিস্তারিত জানিয়েছি, বিশেষ করে দেশজুড়ে ভোটার সচেতনতামূলক (ভোটার এডুকেশন) কাযক্রম শুরু করব।’
ভোটার সচেনতা ক্যাম্পেনেইনের পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, পযবেক্ষকদের প্রশিক্ষণ, অ্যাজেন্টদের প্রশিক্ষণসহ সার্বিক কাজে কানাডা পাশে থাকার কথা জানিয়েছে।
সিইসি বলেন, ‘মিসইউজ অব এআই আমাদের জন্যও হুমকি। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডা। কারণ, কানাডার গত বছরের নির্বাচনেও এটা মোকাবেলা করতে হয়েছে। তাদের অভিজ্ঞতা থেকে তাদের পরামর্শ আমরা চেয়েছি। এ বিষয়ে আমরাও বেশ গুরুত্ব দিয়ে কাজ করছি। আশা করি, বিভিন্ন দেশের মতো কানাডার পূর্ণ সহায়তা পাব। আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কনফিডেন্ট।’
ইসির প্রতিশ্রুতি জেনে কানাডার হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
নির্বাচন কবে বা ভোটের সম্ভাব্য সময়সীমার বিষয়ে কানাডা হাইকমিশনার জানতে চেয়েছেন কি না এমন প্রশ্নে সিইসি নাসির উদ্দিন বলেন, “তিনি জানতে চেয়েছেন ভোটের স্পেসিফিক ডেট হয়েছে কি না, আমি বলেছি ‘নো’। সময়সীমা নিয়ে কোনো আলাপ হয় নি। সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন, আমিও তাই জানি। যেদিন ভোট হবে, তার দুমাস আগে আমি জানিয়ে দেব (তফসিল)।’
বিদেশি পযবেক্ষকদের ভোটে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে অবজারভার হিসেবে কাজ করার জন্য জিজ্ঞেস করেছি। নীতিমালাও প্রায় চূড়ান্ত করে ফেলেছি। ইইউকে বলা হয়েছে, আগেই যেন জানিয়ে রাখা হয়। তাদের ২৮টি দেশের অবজারভারকে সমন্বয় করে পাঠাতে হবে, এ জন্য আগেই স্বাগত জানিয়েছি।’
তবে পক্ষাপতদুষ্ট বিদেশি পযবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না বলে জানান সিইসি।
নাসির উদ্দিন বলেন, ‘গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদেরকে (অনুমোদন) দেব কেন। আমরা দেখে শুনেই নেব। যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল এবং বিভিন্ন দেশে নির্বাচন অবজারভ করেছে তাদের নেব। তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকে দিয়েছে তাদের কোনো মতেই না।’
এলিস/পপি/