ঢাকা ২৪ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
English
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

আমাকে গুলি চালান, আমার পক্ষে দাঁড়ানোর জন্য কারো বুকে ছুরি চালাবেন না: ইশরাক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৪৭ পিএম
আমাকে গুলি চালান, আমার পক্ষে দাঁড়ানোর জন্য কারো বুকে ছুরি চালাবেন না: ইশরাক
ইশরাক হোসেন

ইশরাক হোসেন প্রয়োজনে তাকে ধরে নিয়ে তার বুকে গুলি চালাতে বলেছেন। কিন্তু তার পক্ষে আন্দোলন করা ঢাকাবাসীর কারো বুকে যেন আর ছুরি চালানো না হয়। 

মঙ্গলবার (২৪ জুন) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা লেখেন।

ইশরাক হোসেন লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও আসিফ ভুঁইয়াকে বলবো, প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালিয়ে দেন। কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্যে আর একজনের বুকে ছুড়ি চালাবেন না।’

মঙ্গলবার দুপুরে নগর ভবনে আন্দোলন করার সময় তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে। হামলা বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনের অবস্থা গুরুত্বর।

বিকেলে তাদের দেখতে যান ইশরাক হোসেন। এসময় তিনি জানান, হামলাকারীরা ফ্যাসিবাদের দোসর। তারা স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ট। তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ঢাকাবাসী যে আন্দোলন করছে, সেই আন্দোলন বানচাল করার জন্য এবং নগর ভবনে সেবা ব্যহত করার জন্য পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

আরিফ সাওন/মাহফুজ

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
মো. জাহাঙ্গীর কবির

ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরে পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৮ আগস্ট ২০২৪ তাকে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগে ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন ২০১৩ সালে। তিনি কারা সদর দপ্তরে এআইজি উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ডিসেম্বরে তাকে কারা উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। সেখান থেকে ২০২৩ সালের জানুয়ারিতে তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়।

জাহাঙ্গীর কবির ২৪ ডিসেম্বর ১৯৭৬ সালে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীর কবির পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয়। তার স্ত্রী নাজনীন নাহার। ছেলে রাদ শারার ও রাদ শাহামাত।

জাহাঙ্গীর কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স), এমএসএস (১ম শ্রেণি) সম্পন্ন করেন।

 

৯১, ৯৬ ও ২০০১ এর মতো নিরপেক্ষ নির্বাচন করতে চাই: সিইসি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম
৯১, ৯৬ ও ২০০১ এর মতো নিরপেক্ষ নির্বাচন করতে চাই: সিইসি
ছবি: খবরের কাগজ

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, তার কমিশন ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ এর মতো নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের নজির স্থাপন করতে চায়। আর সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সৎভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া তিনি জানান, এখনো সংসদ নির্বাচনের তারিখ তার জানা নেই, তবে ভোটের ২ মাস আগে এ ভোটের তফশিল জানানো হবে। 

সোমবার (৭ জুলাই) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসি (আরএফডি) আয়োজিত ফল উৎসব ও সাংবাদিক এক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অন্য তিন নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, 'আমরা বারবার প্রমাণ করেছি, ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে সুষ্ঠু নির্বাচন দিতে পেরেছিলাম। এবারও পারব ইনশাআল্লাহ। আমাদের প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলব মানুষের শ্রদ্ধা পুনরুদ্ধারের এটাই সময়। ভাবমূর্তি রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এখন এসেছে। ২০১৮ সালের মতো অভিযোগ আর যেন না ওঠে। প্রশাসন, পুলিশ, প্রিসাইডিং অফিসার, সব কর্মকর্তাদের বলব এটা ভাবমূর্তি পুনরুদ্ধারের সময়। প্রমাণ করুন আমরা পারি। বিগত ১৫ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই হয়েছে, এবার সময় এসেছে দায়িত্ব পালনের। এখন আমাদের বার্তা হবে-ভোট দিন, নাগরিক দায়িত্ব পালন করুন। এ দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' 

এ সময় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে সিইসি নাসির উদ্দিন বলেন, 'ক্যাপশন যেন বার্তার প্রতিবন্ধক না হয়। দয়া করে আপনারা সংবাদ পরিবেশনের সময় একটু সচেতন থাকবেন। দেখেছি অনেক সময় ভেতরে পজিটিভ রিপোর্ট থাকলেও হেডলাইন বা স্ক্রলে নেগেটিভ বার্তা থাকে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, মন খারাপ হয়। দয়া করে ক্যাপশন এমন দিন, যাতে মানুষ পজিটিভ বার্তা বুঝতে পারে। সাংবাদিকদের দাবি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সাংবাদিকদের সরাসরি অংশগ্রহণে বিভিন্ন ‘ওয়্যারনেস রেইজিং ক্যাম্পেইন’ চালু করবে। আর এ কাজে আমরা সাংবাদিকদের পার্টনার করে কাজ করতে চাই। সচেতনতামূলক প্রচারণায় তাদের যুক্ত করব।'

ভোটের তারিখ প্রসঙ্গে সিইসি বলেন, 'ভোটের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে কমপক্ষে ৩ মাস আগেই সবকিছু জানিয়ে দেওয়া হবে, কোন দিন ভোট, কোন দিন মনোনয়ন, সমস্ত ডিটেইলসহ।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন (জেবেল)। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।  

এলিস/মেহেদী/

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা
ছবি: খবরের কাগজ

মালয়েশিয়া জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৫ প্রবাসীর বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলাটি উপস্থাপন করা হলে বিচারক এজাহার গ্রহণ করে আগামী ১১ আগস্ট প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।

গত ৫ জুলাই পুলিশের বিশেষ শাখা এন্টি টেররিজম ইনটেলিজেন্স ইউনিটের (এটিইউ) পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- মো. নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ, পারভেজ মাহমুদ পাবেল, শরীফ উদ্দিন, রহমান মোহাম্মদ হাবিবুর, সালেহ আহমেদ, মো. আব্দুস সহিদ মিয়া, মো. মতিন, ফয়সাল আলম, রায়হান আহমেদ, মো. রাজ, মো. মনসুরুল হক, ইমন মহিদুজ্জামান, আকরাম মো. ওয়াসিম, শেখ সালাম, মোহাম্মদ রাজ মাহমুদ মন্ডল, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাহফুজ, রবিউল হাসান, মোহাম্মদ সোহেল রানা, মো. আফসার ভূইয়া, হোসাইন সাহেদ, মো. আশিকুর বিশ্বাস, মো. শাওন শেখ, ইয়াসিন আলী, মোহাম্মদ পারভেজ মোশারফ, মহিউদ্দিন, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মো. রফিকুল ইসলাম, মো. শাকিল মিয়া, আসাদুজ্জামান হোসাইন এবং মো. সোহাগ রানা।

গত ৪ জুলাই ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই তিনজন হলেন- নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং জাহেদ আহমেদ।

অমিয়/

পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হবে না: সিইসি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৪৬ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:০২ পিএম
পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: খবরের কাগজ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি জানান, ‘আগামী নির্বাচনে ভোটের প্রচারে এআই-এর অপব্যবহার রোধ করতে চায় ইসি।’

মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডা হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। 

সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশে সচেনতামূলক প্রচারণা শুরু করবে ইসি। 

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে ওই দলটির সঙ্গে প্রায় দেড় ঘণ্টার মতো বৈঠক শেষে সিইসি বলেন, ‘এ পযন্ত আমাদের বিভিন্ন সেক্টরে যে প্রস্তুতি নিয়েছি, আগামী নির্বাচনে আমরা ঠিকমত ডেলিভার করতে পারব কি না-সে বিষয়গুলো জানতে চেয়েছেন তারা। আমাদের প্রস্তুতির বিষয়টা বিস্তারিত জানিয়েছি, বিশেষ করে দেশজুড়ে ভোটার সচেতনতামূলক (ভোটার এডুকেশন) কাযক্রম শুরু করব।’

ভোটার সচেনতা ক্যাম্পেনেইনের পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, পযবেক্ষকদের প্রশিক্ষণ, অ্যাজেন্টদের প্রশিক্ষণসহ সার্বিক কাজে কানাডা পাশে থাকার কথা জানিয়েছে।

সিইসি বলেন, ‘মিসইউজ অব এআই আমাদের জন্যও হুমকি। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডা। কারণ, কানাডার গত বছরের নির্বাচনেও এটা মোকাবেলা করতে হয়েছে। তাদের অভিজ্ঞতা থেকে তাদের পরামর্শ আমরা চেয়েছি। এ বিষয়ে আমরাও বেশ গুরুত্ব দিয়ে কাজ করছি। আশা করি, বিভিন্ন দেশের মতো কানাডার পূর্ণ সহায়তা পাব। আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কনফিডেন্ট।’

ইসির প্রতিশ্রুতি জেনে কানাডার হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

নির্বাচন কবে বা ভোটের সম্ভাব্য সময়সীমার বিষয়ে কানাডা হাইকমিশনার জানতে চেয়েছেন কি না এমন প্রশ্নে সিইসি নাসির উদ্দিন বলেন, “তিনি জানতে চেয়েছেন ভোটের স্পেসিফিক ডেট হয়েছে কি না, আমি বলেছি ‘নো’। সময়সীমা নিয়ে কোনো আলাপ হয় নি। সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন, আমিও তাই জানি। যেদিন ভোট হবে, তার দুমাস আগে আমি জানিয়ে দেব (তফসিল)।’

বিদেশি পযবেক্ষকদের ভোটে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে অবজারভার হিসেবে কাজ করার জন্য জিজ্ঞেস করেছি। নীতিমালাও প্রায় চূড়ান্ত করে ফেলেছি। ইইউকে বলা হয়েছে, আগেই যেন জানিয়ে রাখা হয়। তাদের ২৮টি দেশের অবজারভারকে সমন্বয় করে পাঠাতে হবে, এ জন্য আগেই স্বাগত জানিয়েছি।’

তবে পক্ষাপতদুষ্ট বিদেশি পযবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না বলে জানান সিইসি।

নাসির উদ্দিন বলেন, ‘গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদেরকে (অনুমোদন) দেব কেন। আমরা দেখে শুনেই নেব। যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল এবং বিভিন্ন দেশে নির্বাচন অবজারভ করেছে তাদের নেব। তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকে দিয়েছে তাদের কোনো মতেই না।’

এলিস/পপি/

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক কমতে পারে: অর্থ উপদেষ্টা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০১:৫০ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক কমতে পারে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তা বাংলাদেশের প্রতিনিধিদের আলোচনায় কমতে পারে বলে আশা করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

আগামীকালের মধ্যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি। তাদের ট্যারিফ অনেক কমানো হয়েছে। সে তুলনায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কম হলেও শুল্ক বেশি নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ের ওপর আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে আছেন। বাণিজ্য সচিব আজ যাচ্ছেন। আমরা আশা করছি, আগামীকালের বৈঠকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে আলোচনা হবে। মিটিংয়ের পর বুঝতে পারব। আশা করি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। ৬ তারিখ মিটিং হয়েছে সেটা মোটামুটি ভালো হয়েছে। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের জন্যই ইউএসটিআরের সঙ্গে কথা বলা হচ্ছে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মূল্যস্ফীতি আগের চেয়ে ২ ভাগ কমেছে। এটা ভালো খবর। মূল্যস্ফীতি ক্রমাগতভাবে কমবে। নন–ফুড আইটেমে কমতে দেরি হবে।’

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প মোট ১৪টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করে চিঠি দিয়েছেন। ১ আগস্ট থেকে তা কার্যকর হবে।

অমিয়/