ঢাকা ২৪ আশ্বিন ১৪৩১, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা কতদূর?

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ এএম
জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা কতদূর?
ডা. মুশতাক হোসেন

বাংলাদেশে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি প্রতিরোধ, শনাক্তকরণ ও মোকাবিলা করার জন্য কতটুকু সক্ষমতা অর্জন করতে পেরেছে, তার একটা আন্তর্জাতিক পর্যায়ের মূল্যায়ন হয়ে গেল গত ৭ থেকে ১১ জুলাই ২০২৪। আন্তর্জাতিক স্বাস্থ্যবিধিতে (আইএইচআর) বর্ণিত ১৯টি কারিগরি বিষয়ে এ মূল্যায়ন করা হয়। 

আন্তর্জাতিক স্বাস্থ্যবিধিটা কী? এর পুরো নাম হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি ২০০৫। এ বিধি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯৬টি সদস্যরাষ্ট্রের জন্য আইনত বাধ্যতামূলক; যা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি শনাক্ত ও রিপোর্ট করা, প্রস্তুতি, মোকাবিলা প্রভৃতি ক্ষেত্রে দেশগুলোর অধিকার ও দায়িত্বগুলো সংজ্ঞায়িত করে। ১৯৬৯ সালে এ বিধি প্রথম চালু হয়েছিল। তখন শুধু ছয়টি রোগকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দেশগুলোকে রিপোর্ট করতে হতো। ২০০৩-০৪ সালে সার্স মহামারির অভিজ্ঞতায় আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি ২০০৫ সালে ব্যাপক সংশোধন করা হয়েছে। 

তাই এটার নাম হয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি (আইএইচআর) ২০০৫। এ সংশোধনীর পর শুধু ছয়টি রোগ নয়, জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের যেকোনো ঘটনা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে রিপোর্ট করার জন্য সদস্যদেশগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দেশগুলো নিজেরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা পত্রিকার প্রতিবেদন, অনানুষ্ঠানিক সূত্র থেকে প্রাপ্ত যেকোনো খবর, যা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, তা সক্রিয়ভাবে আমলে নেবে ও যাচাই করবে। তবে মহামারি কিংবা মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সদস্যদেশগুলো আন্তর্জাতিক ভ্রমণ ও বাণিজ্য যতটা সম্ভব উন্মুক্ত রেখে তা নির্ধারণ করবে। কোভিড-১৯ মহামারির অভিজ্ঞতায় এবারও বিধিটির উল্লেখযোগ্য সংযোজন ও হালনাগাদ হয়েছে।

জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি আমরা কাকে বলব? দুর্যোগ, সংক্রামক রোগের আকস্মিক ও উল্লেখযোগ্য প্রাদুর্ভাব, জৈব সন্ত্রাস বা অন্যান্য উল্লেখযোগ্য বা বিপর্যয়কর ঘটনার মোকাবিলা করতে স্বাস্থ্যসেবা পরিষেবাগুলোকে জরুরি ব্যবস্থা নিতে হয়, সে পরিস্থিতিই জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি। এক দেশ থেকে তা আরেক দেশে ছড়িয়ে পড়লে বা পড়ার হুমকি সৃষ্টি করলে এবং সেটা কোনো এক দেশের পক্ষে এককভাবে মোকাবিলা করতে না পারলে সেটা জনস্বাস্থ্যের আন্তর্জাতিক জরুরি পরিস্থিতি সৃষ্টি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে বিশেষজ্ঞ দল এ দেশে আসার আগে এ দেশের সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা নিজেরা এই ১৯টি বিষয়ে পর্যালোচনা করেছেন। পর্যালোচনায় অংশ নিয়েছেন মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, পরিবেশস্বাস্থ্য, কৃষি, শিল্প, পরমাণু সংস্থা, স্বরাষ্ট্র, প্রতিরক্ষাসহ জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। 

দেশের মূল্যায়ন দলের প্রতিবেদন আগেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তারা সেগুলো পর্যযালোচনা করে ৭ থেকে ১১ জুলাই দেশীয় প্রতিনিধিদলের সঙ্গে একত্রে বসে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেন। শেষ দিন ১১ জুলাই এ প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করা হয়। 

দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং কর্মকর্তা সমন্বয়ে যৌথ মূলায়নের জন্য এটির নামকরণ হয়েছে যৌথ বহির্মূল্যায়ন (জয়েন্ট এক্সটার্নাল এভালুয়েশন)। তারা প্রাথমিকভাবে যে সামগ্রিক মূল্যায়ন করেছেন সেটা দেখা যেতে পারে।

তিনটি বিষয়ে আমাদের সীমিত সক্ষমতা রয়েছে। সেগুলো হলো- (১) সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, (২) খাদ্য নিরাপদতা ও (৩) অর্থ সংস্থান। আটটি বিষয়ে আমাদের সক্ষমতা আছে বলা যেতে পারে- (১) আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি বাস্তবায়ন-সম্পর্কিত সমন্বয়, এ বিষয়ে জাতীয়ভাবে দায়িত্বপ্রাপ্তদের কাজ এবং এর পক্ষে প্রচার, (২) জৈব নিরাপদতা ও জৈব নিরাপত্তা, (৩) জনস্বাস্থ্যের সঙ্গে নিরাপত্তা কর্তৃপক্ষকে যুক্ত করা, (৪) স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থা, (৫) রাসায়নিক দুর্ঘটনা, (৬) প্রাণিবাহিত রোগ, (৭) আইনি উপকরণ ও (৮) স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা। 

যৌথ বহির্মূল্যায়নেরর সারাংশ, মন্তব্য ও সুপারিশগুলোও আমরা দেখে নিতে পারি। তারা যেটা পেশ করেছেন তা নিম্নরূপ: 
বাংলাদেশে বিস্তৃত আইনি উপকরণ রয়েছে, যা কোভিড-১৯ মহামারি মোকাবিলায় কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে। মহামারির অভিজ্ঞতায় প্রয়োজনীয় আইন পর্যালোচনা ও সংশোধন বা প্রণয়নের উদ্যোগও নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য দরকার এ বিষয়ে বিদ্যমান আইনসমূহ শনাক্ত করা, বিশ্লেষণ এবং পর্যালোচনা করে প্রয়োজনীয় আইন প্রণয়নে সহায়তা করা। 

আরও দরকার বিদ্যমান আইনগুলোর জন্য বিধি তৈরির কাজের খোঁজ রাখা; ইতোপূর্বে তৈরি করা কর্মকৌশল, নীতি ও নির্দেশিকা অনুমোদন করানো। এ ছাড়া যেসব নীতি, কর্মকৌশল ও নির্দেশাবলি প্রণয়ন করা হয়েছে, সেগুলো কার্যকর করার জন্য পরিবীক্ষণ এবং জবাবদিহি কাঠামো প্রতিষ্ঠা। এক স্বাস্থ্য (ওয়ান হেলথ) পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা।

কোভিড-১৯ মহামারির পূর্ববর্তী দশকে ৬.৬ শতাংশের গড় বার্ষিক প্রবৃদ্ধির (জিডিপি) নজরকাড়া হারের ফলে যে গতি তৈরি হয়েছিল– মহামারি যা প্রকৃত জিডিপি প্রবৃদ্ধিকে তুলনামূলকভাবে হ্রাস করেছে, তবু তা বাংলাদেশকে ২০২৬ সালের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে রেখেছে। 

বিশ্বব্যাংক ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের মর্যাদা অর্জনের লক্ষ্য অর্জনে সক্ষম করে তুলতে উন্নয়নের জন্য আরও অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে রাজস্ব সংস্কারের পক্ষে পরামর্শ দিচ্ছে। 

স্বাস্থ্যসহ বাংলাদেশের সামগ্রিক ও খাতভিত্তিক উন্নয়ন কর্মসূচি দারিদ্র্যবিমোচন, মানব উন্নয়ন এবং গড় আয়ু বাড়িয়েছে। এটা সম্ভব হয়েছে স্বাস্থ্যব্যবস্থা এবং পরিষেবা সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি এবং উদ্ভাবনী শক্তির কারণে। পরিবেশগত এবং রোগতাত্ত্বিক ঝুঁকির দ্রুত এবং জটিল পরিবর্তনগুলো পূরণ করার জন্য, মানব, প্রাণী এবং পরিবেশগত স্বাস্থ্যসেবাগুলোর প্রাপ্যতা সহজতর, গুণমান নিশ্চিত করা এবং এসবের আওতা বাড়ানো প্রয়োজন।

এ জন্য বিদ্যমান এক স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার জন্য রেফারেল ব্যবস্থার একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা অপরিহার্য। তাহলে স্বাস্থ্যব্যবস্থার প্রতিরক্ষা এবং ঘাত-প্রতিঘাত সহ্য করার সক্ষমতা নিশ্চিত হতে পারে।

আন্তর্জাতিক প্রবেশ পথসমূহে ওয়ান হেলথ রোগতাত্ত্বিক ও ল্যাবরেটরিভিত্তিক রোগ নজরদারি, রোগতাত্ত্বিক ও ল্যাবরেটরি সক্ষমতা বেড়েছে। এসব স্থানে ঝুঁকিভিত্তিক জনস্বাস্থ্য এবং সামাজিক ব্যবস্থা (যেমন- কোয়ারেন্টাইন, আইসোলেশন) নিশ্চিত করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। 

গত ২০১৬ সালের যৌথ মূল্যায়নের তুলনায় এবারে এ উন্নতি লক্ষণীয়। এই নজরকাড়া অর্জনকে শক্তিশালী ও টেকসই করার জন্য পরবর্তী প্রজন্মের সহযোগিতামূলক মাল্টি-সোর্স ওয়ান হেলথ সার্ভিলেন্স সিস্টেমের দিকে অগ্রসর হওয়া অপরিহার্য। এটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ঝুঁকিভিত্তিক মোকাবিলার জন্য দরকার। এটা ডিজিটাল উদ্ভাবন এবং অংশীজনদের মধ্যে নিরবচ্ছিন্ন তথ্য বিনিময়কে উৎসাহিত করে।

জেলা পর্যায়ে প্রতিষ্ঠিত রোগতত্ত্বসংক্রান্ত ইউনিটগুলো আরও শক্তিশালী এবং প্রসারিত করে রোগতাত্ত্বিক সক্ষমতা আরও গভীর করা প্রয়োজন। অবকাঠামো, মানবসম্পদ ও সক্ষমতা জোরদার করা এবং আইএইচআর মনোনীত এবং অমনোনীত উভয় প্রকার আন্তর্জাতিক প্রবেশগুলোর ক্ষেত্রেই তা প্রযোজ্য। বিশেষত, জাতীয় নজরদারি এবং স্বাস্থ্য জরুরি অবস্থা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে স্থল সীমান্ত বন্দরগুলোকে নির্বিঘ্নে সংযুক্ত করা দরকার।

আমরা আশা করি, আগামী দুই বছর পর আবার যখন যৌথ বহির্মূল্যায়ন অনুষ্ঠিত হবে, আমরা আরও সক্ষমতা অর্জন করতে পারব। বাংলাদেশে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় অন্য দেশের কাছে উদাহরণ সৃষ্টি করতে পারব, যেমনটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা পৃথিবীতে সামনের সারিতে রয়েছি।

লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)
[email protected]

দেশপ্রেমের বন্যা বইবে এমনটা আশা করা যাবে না

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:৫৩ এএম
দেশপ্রেমের বন্যা বইবে এমনটা আশা করা যাবে না
সিরাজুল ইসলাম চৌধুরী

এটা সবাই বলতে চাইবে যে একাত্তরে পাকিস্তানি হানাদাররা হেরে গিয়েছিল ঠিকই; কিন্তু তারপর আমরা নিজেরা কেবলই হেরে যাচ্ছি। অভিজ্ঞতা থেকেই বলা। বক্তব্যটা ভেতর থেকে উঠে আসে, বড় দুঃখে। কিন্তু কার কাছে হারলাম? কেই-বা হারল?
না, পাকিস্তানিদের কাছে নয়। ওই গৌরব তাদের একেবারেই প্রাপ্য নয়। হার হয়েছে সেই শক্তির কাছে, যার অধীনে পাকিস্তানিরা নিজেরাও ছিল এবং রয়েছে এখনো। এই প্রভুটির নাম পুঁজিবাদ। পরাজয় ঘটেছে তার কাছেই।

আশা ছিল পাকিস্তানি হানাদারদের পতনের সঙ্গে সঙ্গে তাদের ওই প্রভুরও পতন ঘটবে। ঘোড়া পড়ে গেলে ঘোড়সওয়ারও পড়ে যাবে। কিন্তু তা কি হয়? এই সওয়ারটি অনেক বেশি শক্তি রাখে। তার ক্ষমতা বিশ্বব্যাপী ন্যস্ত; সে কেন পড়ে যাবে খামোখা? একটা ঘোড়া গেছে অন্য ঘোড়া সহজেই পেয়ে যাবে। বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রটি এই পুঁজিবাদের নতুন ঘোড়া বটে। সওয়ারটি দাবড়ে বেড়াচ্ছে। আর ওই যে আমাদের আশা তার ভিত্তিটাইবা কী ছিল?

ভিত্তি ছিল জনগণের আত্মত্যাগ। তারা এমনভাবে লড়েছে, এত অধিক মূল্য দিয়েছে এবং এতটা ঐক্যবদ্ধ ছিল যে, ভরসা ছিল যে পুঁজিবাদের পতন ঘটবে এবং বাংলাদেশের মানুষ কেবল স্বাধীন নয়, প্রকৃত প্রস্তাবেই মুক্ত হবে; কিন্তু কেবল আত্মত্যাগ তো ওই রকমের পরাক্রমশীল শক্তির, নাম যার পুঁজিবাদ, তার পতন ঘটে না। সাময়িকভাবে পিছু হটলে অনতিবিলম্বে সে ফিরে আসে। আমরা তো বুঝতেই পারছি যে আমাদের ক্ষেত্রেও ঠিক ওই ঘটনাই ঘটেছে। পুঁজিবাদ ফিরে এসেছে। কেবল ফেরত আসেনি, আগের চেয়ে বেশি নৃশংস হয়ে এসেছে, যেন তাকে বিরক্ত করার দরুন ক্ষিপ্ত সে, শাস্তি দেবে। 

বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র বটে। কিন্তু কতটা নতুন? নামে নতুন, ভূখণ্ডে নতুন; কিন্তু স্বভাব-চরিত্রে? না, স্বভাব-চরিত্রে সে এতটুকু বদলায়নি। পুরাতন রাষ্ট্রের মতোই রয়ে গেছে, আমলাতান্ত্রিক ও পুঁজিবাদী। হ্যাঁ, শাসক বদলেছে। পুরাতন শাসকদের জায়গায় নতুন শাসক এসেছে; কিন্তু তারা রাষ্ট্রকে বদলাবে, এই রাষ্ট্রকে গণতান্ত্রিক করবে, ভেঙে দেবে এর আমলাতান্ত্রিক কাঠামো, ঘটাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রতিষ্ঠা করবে মানুষে মানুষে অধিকার ও সুযোগের সাম্য- এসব কেন আশা করব আমরা? আশা অবশ্য করেছিলাম ওই আত্মত্যাগের কারণেই। কিন্তু জনগণের আত্মত্যাগের কী মূল্য আছে এই নিপীড়নকারী শাসক শ্রেণি এবং তাদের স্বার্থ সংরক্ষণকারী আমাদের এই নতুন রাষ্ট্রের কাছে? 

কে হারল এই প্রশ্নের জবাবও এই বাস্তবতার ভেতরই পাওয়া যাবে। হেরে গেছে জনগণ। হেরেছে এই জন্য যে তাদের রাজনৈতিক সংগঠন নেই, নেতৃত্বের রয়েছে অভাব, অভাব ঘটেছে রাজনৈতিক শক্তির। একাত্তরের পর থেকে যে নেতৃত্বকে আমরা পেয়েছি তারা হারেনি, তারা আত্মসমর্পণ করেছে। হারতে হলে লড়তে হয়। রাষ্ট্রীয় নেতৃত্বে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা তো পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করেনি। প্রশ্নই ওঠে না লড়াইয়ের। তারা উদগ্রীব ছিল আত্মসমর্পণে। সেটাই তারা করেছে। আত্মসমর্পণের পর এখন চলছে তোয়াজ করার পালা। এখানে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। জনতার জয় পদপৃষ্ট হচ্ছে বিজয় উদ্ধৃত পুঁজিবাদ ও পুঁজিবাদীদের দাপটের নিচে। এই বিজয়টা যেমন স্থানীয়, তেমনি আন্তর্জাতিক; পুঁজিবাদ একটি বিশ্বব্যাপী ব্যবস্থা বটে। একাত্তরে এ দেশের মানুষের জীবনে যে দুর্ভোগ নেমে এসেছিল সেটা ছিল অপরিমেয়; কিন্তু যুদ্ধের ভেতর দিয়ে যে গৌরব তারা অর্জন করেছিল তাও ছিল অতুলনীয়। ষোলই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে গৌরবের অতি উজ্জ্বল মুহূর্ত। কিন্তু তার পরে?

তার পরের ইতিহাস উত্থানের থাকেনি, পরিণত হয়েছে পতনের। আমরা নামছি। কেবলই নামছি। এই নিম্নধাবমানতা নানা ক্ষেত্রে ঘটছে। সবচেয়ে ক্ষতিকরভাবে ঘটেছে মূল্যবোধের ক্ষেত্রে। খুব জরুরি যে মূল্যবোধ সেটি হচ্ছে দেশপ্রেম। এই দেশপ্রেমেরই চূড়ান্ত প্রকাশ আমরা দেখেছি একাত্তরে; আজ তার অভাব দেখছি পদে পদে। দেশপ্রেমের একটা বড় প্রকাশ ঘটেছিল, ১৯০৫ সালে, বঙ্গভঙ্গ রদ করার সংগ্রামে। কিন্তু সেটা ঘটেছিল সীমিত আকারে; সীমাবদ্ধ ছিল মধ্যবিত্তর মধ্যে, যে মধ্যবিত্ত সেদিন ছিল মূলত হিন্দু সম্প্রদায়ের দ্বারা গঠিত। 

বঙ্গভঙ্গকে প্রতিরোধ করার আন্দোলনে প্রবল দেশপ্রেমের জোয়ার এসেছিল। প্লাবন দেখা দিয়েছিল জাতীয়তাবাদের। মানুষ কারাভোগ করেছে, প্রাণও দিয়েছে। কিন্তু নেতৃত্বের মারাত্মক রকমের ভ্রান্ত পদক্ষেপের দরুন ওই জাতীয়তাবাদ চলে গেল ধর্মীয় পুনর্জাগরণের অন্ধ পথে। 

হিসাব করলে সেদিন দেখা যেত বাঙালিদের মধ্যে মুসলমানের সংখ্যা মোটেই অল্প ছিল না। আসলে তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ। হিন্দু জাতীয়তাবাদের জোয়ার মুসলমানদের সঙ্গে নিতে পারল না। বরং দেখা দিল সাম্প্রদায়িক বিভাজন। পরিণতিতে দাঙ্গা বাধল এবং সাতচল্লিশে দেশ গেল ভাগ হয়ে। সবটাই ঘটল নেতৃত্বের ব্যর্থতার কারণে। 

একাত্তরে দাঙ্গা হয়নি, যুদ্ধ হয়েছে। বাঙালি বিভক্ত হয়নি, ঐক্যবদ্ধ ছিল। এ যেন সাতচল্লিশের সেই ভুলের সংশোধন। এবারে দেশভাগের প্রশ্ন নেই, এবারের প্রশ্নটা রাষ্ট্রকে ভাঙার। রাষ্ট্র ভাঙল। এল স্বাধীনতা। কিন্তু তারপরে? তারপরে দেশপ্রেমের পতন ঘটেছে। কিন্তু কেন? এবারও দায়িত্ব নেতৃত্বেরই। না, যত দোষ নন্দ ঘোষের নয়, পতনের জন্য নেতারাই দায়ী। দোষ তাদেরই। তারা লড়াইয়ে যেতে চায়নি। যুদ্ধ নয়, তারা চেয়েছিল স্বায়ত্তশাসন, যার অর্থ তাদের জন্য অবাধ স্বাধীনতা; অন্যকিছুর নয়, লুণ্ঠনের। তাদের আন্তরিক দীক্ষা ছিল পুঁজিবাদে। সেই দীক্ষাটাকে যুদ্ধের সময়ে প্রকাশ না করলেও বিজয়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত করেছে। উন্মোচনেরও দরকার হয়নি, আপনাআপনি বের হয়ে পড়েছে। দেশপ্রেম ছিন্নভিন্ন হয়ে গেছে পুঁজিবাদের দাপটে। যুদ্ধপরবর্তী পুঁজিবাদীরা লড়াই করেছে নিজেদের মধ্যে, ক্ষমতার (অর্থাৎ লুণ্ঠনের অধিকারের) ভাগাভাগি নিয়ে। পাকিস্তানিদের সঙ্গেও তাদের লড়াইটা ছিল ওই ভাগাভাগি নিয়েই। আলাপ-আলোচনার মধ্য দিয়েই সাঙ্গ করা যাবে বলে ভরসা করেছিল।
 
জনগণের লক্ষ্যটা ছিল ভিন্ন। তারা ক্ষমতার ভাগ পাবে এটা আশা করেনি; ওই লোভে যে উত্তেজিত হয়েছে তাও নয়। তাদের আশাটা ছিল মুক্তির। স্বায়ত্তশাসনের নয়, ক্ষমতার হস্তান্তরেরও নয়, তাদের জন্য স্বপ্নটা ছিল অর্থনৈতিক ও সামাজিক মুক্তির। তারা আশা করেছে এমন একটি সমাজ ও রাষ্ট্র পাবে, যেখানে মানুষে মানুষে সম্পদ, ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদি নিয়ে বৈষম্য থাকবে না; কেউ কারও শত্রু হবে না, সবাই হবে সবার মিত্র। বলাবাহুল্য, জনগণ এই মুক্তি পায়নি।
 
পুঁজিপন্থিরা কিন্তু স্বাধীনতা পেয়ে গেল। তারা আরও ধনী হলো। তাদের ধন-সম্পদ বৃদ্ধি পেল অবিশ্বাস্য গতিতে। তাদের সংখ্যাও যে খুব সীমিত রইল তা নয়, বেশ বেড়ে গেল। কিন্তু জনগণের সংখ্যার তুলনায় তারা অবশ্যই অল্প। তবে তাদের দাপট অসম্ভব প্রবল। বাংলাদেশ এখন সেই দাপটে থরথর করে কাঁপে। 

জনগণ দেখল নতুন রাষ্ট্রের চেহারা আগের রাষ্ট্রের চেয়ে ভয়ংকর। এ রাষ্ট্র শাসকশ্রেণির অধীনস্থ তো বটেই, কিন্তু রীতিমতো সন্ত্রাসীও বৈকি। সাতচল্লিশের পরে বহু মানুষ উদ্বাস্তু হয়েছিল, এবারও হলো; নিজের দেশের মধ্যেই তারা গৃহহীন, আশ্রয়হীন। তাদের দেশ নেই, দেশ চলে গেছে অন্যদের হাতে, যাদের হৃদয় ও মস্তিষ্কে দেশের জন্য কোনো স্থান অবশিষ্ট নেই। বাংলাদেশে এখন দেশপ্রেমিক বলতে শ্রমজীবী মানুষকেই বোঝায়। এই মানুষেরাই উৎপাদন করে। দেশকে এরাই টিকিয়ে রেখেছে এবং দেশের বাইরে এদের জন্য কোথাও কোনো স্থান নেই। যতই গৃহহারা হোক, এই মানুষেরাই গৃহী এবং দেশপ্রেমিক। 

আর উদ্বাস্তু হচ্ছে তারা, যাদের ধন-সম্পত্তি অনেক। বস্তুত যার বিত্তবেসাত যত অধিক, সে-ই তত বড় উদ্বাস্তু, আমাদের এই বাংলাদেশে। এদের আদর্শ এ দেশ নয়, আদর্শ হচ্ছে পুঁজিবাদী বিশ্ব। মানুষের জন্য সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হচ্ছে সন্তান-সন্ততি; সেই বিনিয়োগ এরা দেশে করে না, করে বিদেশে। সন্তানেরা বিদেশে যায় পড়ালেখার অজুহাতে, গিয়ে আর আসে না, এলেও আগমনটা বিদেশির মতোই, অবস্থানও সেই প্রকারেরই। ধনীদের জন্য বাংলাদেশ এখন এক প্রকারের জমিদারি। জমিদারদের তবু সরকারি তহবিলে খাজনা দিতে হতো, এরা সেটাও দেয় না। 

পুঁজিবাদের দাসানুদাস এই শাসকশ্রেণিই দেশপ্রেমের অবনতির জন্য দায়ী। তারাই হচ্ছে দৃষ্টান্ত। তারা তাদের আদর্শকে জনগণের ভেতর ছড়িয়ে দিয়েছে। মানুষকে যতভাবে পারা যায় উদ্বুদ্ধ করছে আত্মস্বার্থ-সর্বস্ব ও ভোগবাদী হতে। উসকানি দিচ্ছে সবকিছু ভুলে কেবল নিজের কথা ভাবতে। মানুষকে নিয়ে এসেছে বাজারে। সর্বোপরি সর্বক্ষণ ব্যস্ত রাখছে জীবিকার সন্ধানে। যাতে অন্য কিছু ভাবার সময় না হয়, বিশেষ করে শাসকশ্রেণির অত্যাচার যেন চোখের বাইরে থাকে। 

বাংলাদেশের শাসকশ্রেণি দুটি কাজ খুব দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে, একটি বেকার সৃষ্টি, অন্যটি মাদ্রাসা শিক্ষার বিস্তার। দুটোই দেশপ্রেমের বিকাশের পথে মস্ত বড় অন্তরায়। এ দেশের ধনীরাই হচ্ছে শাসক এবং তারা বিনিয়োগ করে না, লুণ্ঠন করে। তাদের লুণ্ঠন তৎপরতায় বিনিয়োগ নিরুৎসাহিত হয়। জনগণের আয় এরা ব্যাংকের মাধ্যমে কিছুটা, কিছুটা নানাবিধ প্রতারণার ভেতর দিয়ে আত্মসাৎ করে ফেলে। ফলে কর্মসংস্থান বাড়ে না। লোক বাড়ছে, কাজ বাড়ছে না; অথচ করার মতো কাজের কোনো অবধি থাকার কথা নয়, আমাদের মতো অনগ্রসর দেশের। সরকার আসে-যায়, কিন্তু কোনো সরকারকেই দেখা যায় না কাজ সৃষ্টির ব্যাপারে উদ্বিগ্ন হতে। পুঁজিবাদ এমনিতেই শ্রমিকবিরোধী, শ্রমঘন উৎপাদনকে যে ঘৃণা করে, তার পক্ষপাত প্রযুক্তিঘন উৎপাদনের প্রতি। বাংলাদেশি পুঁজিবাদ উৎপাদনে বিশ্বাসই করে না, তার নির্ভরতা লুণ্ঠন ও ব্যবসায়। বলাবাহুল্য, ব্যবসা জিনিসটাও লুণ্ঠন ভিন্ন অন্য কিছু নয়। 

যে মানুষটি বেকার তার তো কোনো দেশপ্রেম থাকার কথা নয়। দেশ তো তাকে কিছুই দিচ্ছে না, বিড়ম্বনা ভিন্ন। তার সার্বক্ষণিক চিন্তা নিজেকে নিয়ে। বেকার মানুষের মতো আত্মপ্রেমিক সংসারে সত্যি বিরল। বেকারে যখন দেশ ছেয়ে যাচ্ছে, দেশে তখন দেশপ্রেমের বন্যা বইবে- এমনটা আশা করা মোটেই যুক্তিসম্মত নয়। 

লেখক: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

গাজা যুদ্ধের এক বছরে মধ্যপ্রাচ্যে চারটি পর্যবেক্ষণ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:৪৭ এএম
গাজা যুদ্ধের এক বছরে মধ্যপ্রাচ্যে চারটি পর্যবেক্ষণ

৭ অক্টোবর এক বছর পূর্ণ হলো। এটা নিশ্চিত যে, মধ্যপ্রাচ্য আগের মতো আর ফিরে আসবে না। পরিবর্তনশীল অঞ্চলের কণ্ঠস্বর হিসেবে আমরা এই দিনে এই ভয়ংকর বছরটিকে চিহ্নিত করে এই যুগান্তকারী ঘটনাগুলোর অর্থ কী তা নথিভুক্ত করা এবং বিশ্লেষণ করার চেষ্টা করি।

প্রথম পর্যবেক্ষণ হলো- মধ্যপ্রাচ্যে হামাস, হিজবুল্লাহ এবং ইরানের অন্য প্রক্সিগুলোর বাস্তবের চেয়ে অনেক বেশি দুর্ভোগ হতে পারে। কারণ বিখ্যাত রাজনৈতিক ভাষ্যকার এবং সিএনএন উপস্থাপক ফরিদ জাকারিয়া আমাদের টকশোয় এক সাক্ষাৎকারে আরব নিউজকে বলেন: ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং।’ এটি সত্যিই অসাধারণ। প্রথমত, ইসরায়েলি গোয়েন্দারা হিজবুল্লাহকে কতটা পরাস্ত্র করতে সক্ষম হয়েছিল তা লক্ষ্য করলেই সব কিছু বোঝা যায়। জাকারিয়া বলেন, ইসরালের সৈন্যরা বিস্ফোরিত পেজার বোম, অস্ত্র ও গোলাবারুদের অবস্থান এবং হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর অবস্থান সম্পর্কে স্পস্ট ধারণা পেয়েছিল। আমি মনে করি, হিজবুল্লাহ এবং ইরানকে যেভাবে দেখছি তাতে আমরা তাদের ১০ ফুট লম্বা হিসেবে চিত্রিত করেছি। প্রকৃতপক্ষে তারা ছিল ৫ ফুট লম্বা। 

সিএনএন নিউজে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এক সাক্ষাৎকারে জাকারিয়া উল্লেখ করেছেন, ইরানের ‘সামর্থ্য ছিল না’ ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িত হওয়ার। শুধু হিজবুল্লাহর ওপর নির্ভর করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাওয়াটা নির্বুদ্ধিতা হতো। তিনি বলেন, ইসরায়েল যা করছে তার নিন্দা জানাতে আমাদের ইসলামিক দেশগুলোর একটি বৈঠক ডাকা উচিত। এটি বিশেষ কোনো প্রাণঘাতী প্রতিক্রিয়া নয়, যা আপনি কল্পনা করতে পারবেন না। সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে একমত হয়ে আগিয়ে যেতে হবে। বলা হচ্ছে, হামাস এবং হিজবুল্লাহ নিজেরাই এটি উপলব্ধি করতে পারেনি যে, এমন হামলা হতে পারে। ইসরায়েল এমন হামলা চালিয়েছে, যাতে লেবানন এবং ফিলিস্তিনজুড়ে ব্যাপক ধ্বংস এবং অসংখ্য মানুষের মৃত্যু ঘটে।

দ্বিতীয় পর্যবেক্ষণ হলো- জাতিসংঘের ব্যর্থতা। আমরা যেমন আমাদের গল্পে উল্লেখ করেছি, অনেক পশ্চিমা দেশের নিঃশর্ত সামরিক ও কূটনৈতিক সমর্থন নিরাপত্তা পরিষদের অভ্যন্তরীণ বিভাজনকে আরও বাড়িয়ে দিয়েছে এবং এর কাজ করার ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

এমনকি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস; যাকে ইসরায়েল একজন ব্যক্তিত্বহীন মানুষ বলে ঘোষণা করেছে। সাধারণ পরিষদের এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে, ‘আমাদের (জাতিসংঘের) কোনো প্রকৃত ক্ষমতা নেই। জাতিসংঘের যে সংস্থাটি কিছু ক্ষমতার অধিকারী তা হলো নিরাপত্তা পরিষদ এবং সেই সংস্থাটিও পঙ্গু হয়ে গেছে।’

এটা অকল্পনীয় যে, ২০২৪ সালে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের এমন দায়মুক্তি থাকতে পারে, যেখানে ৪৩ হাজারের বেশি লোককে হত্যা, প্রায় ২ লাখ লোককে আহত করেছে। লেবানন ও ফিলিস্তিনজুড়ে প্রায় ৩ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধবিরতিতে ভেটো দেওয়া হয়েছে। কিছু পশ্চিমা মিত্র যারা দীর্ঘদিন ধরে মানবাধিকার সম্পর্কে আমাদের কাছে প্রচার করেছে, অথচ তারাই আবার ইসরায়েলকে সশস্ত্র করছে। 
তৃতীয় পর্যবেক্ষণ- যা আরও স্পষ্ট হয়ে উঠেছে, তা হলো আপনি একটি বদ্ধমুষ্টির চেয়ে একটি খোলা তালু দিয়ে অনেক বেশি জিততে পারেন।

সৌদি আরব তার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ফিলিস্তিনের জন্য স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। সৌদি আরবের প্রচেষ্টার নেতৃত্ব দিয়ে উল্লেখযোগ্যভাবে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪০টিরও বেশি রাষ্ট্রের ফিলিস্তিনের জন্য স্বীকৃতি অর্জন করেছে। 
চতুর্থত, এটি বারবার পুনরাবৃত্তি করা হয়েছে। যুদ্ধ যত বেশি সময় ধরে চলতে থাকে, ততই বেশি বিস্তৃত হয়। যেমনটি লেবাননের সংগ্রামের কথা বলা হয়েছে। বিশ্ব তার শ্বাস ধরে রেখেছে। ইরানের ওপর বিশ্ব তাকিয়ে আছে কখন ইসরায়েলের প্রতিশোধ নেবে। উপসংহারে বলতে হয়, সহিংসতা সহিংসতার জন্ম দেয় এবং দোষারোপের খেলা বিশ্বে কখনই শেষ হবে না।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাম্প্রতিক ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-এর কলামে লিখেছেন, ইসরায়েলের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান। যাই হোক, ইসরায়েলের ভেতরে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে কে প্রেসিডেন্ট নির্বাচিত হবে তার ওপর তাদের অনেক কিছুই নির্ভর করছে। যৌক্তিকতার বিষয়টি কোনোভাবেই পরিষ্কার হচ্ছে না। একীভূত করা ও সমৃদ্ধ এবং আরও শান্তিপূর্ণ অঞ্চল তৈরির জন্য সৌদি আরবের ভালো দৃষ্টিভঙ্গি রয়েছে। অন্যদিকে চরমপন্থিদের অনুমতি দেওয়া মোটেই ঠিক নয়। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বা জঙ্গিগোষ্ঠী বিশ্বে এই ধরনের কাজ করতে পারে না। বিশ্ব ভিন্ন ফল আশা করে যা শান্তিপূর্ণ।

লেখক: এডিটর-ইন-চিফ, আরব নিউজ 
আরব নিউজ থেকে সংক্ষেপিত অনুবাদ: সানজিদ সকাল

আওয়ামী লীগ এখন সাধু সাজছে: ড. মাহবুব উল্লাহ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:৪৩ এএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:১৯ পিএম
আওয়ামী লীগ এখন সাধু সাজছে: ড. মাহবুব উল্লাহ
ড. মাহবুব উল্লাহ

আওয়ামী লীগের এখনকার বিপজ্জনক পরিস্থিতি এড়ানোর সুযোগ ২০০৯ সালে ছিল। কিন্তু তারা যে রাজনৈতিক বয়ান তৈরি করেছে, সেটি রিকনসিলিয়েশনের বয়ান নয়। সেই বয়ান জাতিকে চরমভাবে দ্বিধা-বিভক্ত করে একটি অংশকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া। এটি ছিল তাদের লাইন। যে কারণে তারা বক্তৃতা দিত যে এই দেশে শুধু মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা রাজনীতি করবে; আর কেউ করতে পারবে না এবং মুক্তিযুদ্ধের পক্ষের কারা সেই বিচারের ভারও তাদের ওপরে; অর্থাৎ তারা যাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মনে করবে শুধু তারাই রাজনীতি করবে।

এ জন্য তারা প্রায় ১৬ বছর ধরে ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন করেছে। মানুষকে গুম-খুন করেছে। আয়নাঘরে পাঠিয়েছে। সবই করেছে। এগুলো বলে শেষ করা যাবে না। এখন জনগণ তাদের উচ্ছেদ করেছে। উচ্ছেদ করার পর এখন তারা সাধু সাজার চেষ্টা করছে; যে আমরা ভালো মানুষ হয়ে গেছি। এমন পরিস্থিতিতে তাদের কথায় সবকিছু হবে না।

ফলে রিকনসিলিয়েশন বা রাজনৈতিক মীমাংসা দরকার, তবে আওয়ামী লীগ যে অন্যায় অপকর্ম করেছে, অত্যাচার-নির্যাতন, খুন-খারাপি করেছে, মানুষ মেরেছে এগুলোর সম্পূর্ণ বিচার ও শাস্তির পর রিকনসিলিয়েশনের কথা আসতে পারে। 

আওয়ামী লীগ নিজেরাই নিজেদের নিশ্চিহ্ন করেছে। পুলিশ, র‌্যাব ও বিজিবিকে তারা ব্যবহার করেছে। সেনাবাহিনীকেও তারা ব্যবহার করতে চেয়েছিল। তারা কী করেনি। জিয়াউর রহমানকে তারা পাকিস্তানের দালাল বলেছে। আইএসআইয়ের এজেন্ট বলেছে। এগুলো কি রিকনসিলিয়েশনের কথা নাকি?

সুপ্রিম কোর্টের অধীনে আনতে হবে

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:৪৫ এএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:২০ পিএম
সুপ্রিম কোর্টের অধীনে আনতে হবে
বিচারপতি এম এ মতিন

বিচার বিভাগ পৃথকীকরণের জন্য আমাদের সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে। মাসদার হোসেনের মামলায় যে জাজমেন্ট হয়েছে সেটা কোনো সরকার পুরোপুরি বাস্তবায়ন করেনি। এটা অবশ্যই করতে হবে।

দ্বিতীয়ত হচ্ছে, আমাদের সংবিধানের অনুচ্ছেদ ১১৬ক, এটাকে পরিবর্তন করতে হবে। আগের, অর্থাৎ ১৯৭২ সালের সংবিধানে যেভাবে ছিল সেভাবেই নিতে হবে। অর্থাৎ জুডিশিয়ারি মাস্ট বি আন্ডার দি ফুল কন্ট্রোল অব দি সুপ্রিম কোর্ট। এটা কোনোভাবেই নির্বাহী বিভাগের হাতে রাখা যাবে না।

এ ছাড়া বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা আইন করা দরকার। আমাদের সংবিধানে আইন করার প্রভিশন আছে। সংবিধানে আইন করার কথা বলা হলেও আইন করা হয়নি। এটা কেউই করেননি। আইন না হওয়ার কারণে আমাদের একটা জাজমেন্ট দিতে হয়েছে। সেই জাজমেন্টে আমাদের একটা গাইডলাইন দিতে হয়েছে। সেই গাইডলাইনও মানা হয়নি। এ জন্য অবশ্যই আইন করতে হবে।

বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ইভ্যালুয়েশন কী হবে, না হবে, সে জন্য আইনটা খুবই জরুরি। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে পৃথক সচিবালয় থাকতে হবে। 

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি

ভ্যান্স ও ওয়ালজ বিতর্ক: মার্কিন  পররাষ্ট্রনীতিতে নতুন বার্তা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:২৭ পিএম
ভ্যান্স ও ওয়ালজ বিতর্ক: মার্কিন 
পররাষ্ট্রনীতিতে নতুন বার্তা
ড. আমাল মুদাল্লালি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচ সপ্তাহ আগে আমেরিকান ভোটাররা দেশের ভবিষ্যৎ সম্পর্কে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখতে পারছেন। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান জেডি ভ্যান্স এবং ডেমোক্র্যাট টিম ওয়ালজের কাছ থেকে নতুন নাগরিকদের জন্য ‘মধ্য-পশ্চিমা’ ধারণার কথা শুনেছেন। কিন্তু তাদের ৯০ মিনিটের বিতর্কে যা অনুপস্থিত ছিল সেটাই ছিল পররাষ্ট্রনীতির বিষয়ে তাদের মূল দৃষ্টিভঙ্গি। 

বিতর্কটি ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে একটি প্রশ্ন নিয়ে শুরু হয়েছিল, যা নিউইয়র্ক সিটিতে দুই ব্যক্তি মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে ঘটেছিল। দুই প্রার্থী যে বিষয়গুলো নিয়ে কোনো উত্তর দেননি, তা-ই ছিল পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘাত ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আফগানিস্তান এবং মিত্র বা ন্যাটো সম্পর্কেও কোনো প্রশ্ন নেই। ‘আঞ্চলিক রাজনীতি’- এই কথাটি তাদের বিতর্কের সঙ্গে পুরোপুরি মিলে যায়। কারণ প্রার্থীরা অভিবাসন থেকে শুরু করে অর্থনীতি, স্বাস্থ্যসেবা, প্রজনন অধিকার, জলবায়ু, অস্ত্র সহিংসতা এবং আমেরিকার গণতন্ত্রের মতো বিষয়গুলো নিয়ে বিরোধিতা করেছিলেন।

সিবিএস নিউজের মডারেটর বিতর্কের সূত্র ধরে এই প্রশ্নটি করেন যে, তারা কি ইরানের ওপর ইসরায়েলের ‘অগ্রিম হামলা’ সমর্থন করেন? যদিও তারা কেউই এ ব্যাপারে কোনো উত্তর দেননি। অথচ তাদের আন্তর্জাতিক নীতিতে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা গেছে। ডেমোক্র্যাটদের ‘স্থির পরিস্থিতি’ বনাম রিপাবলিকাদের ‘শক্তির মাধ্যমে শান্তি’র বিষয়টি পরিলক্ষিত হয়েছে। 
ওয়ালজ ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের কথা মনে করিয়ে দিয়ে শুরু করেছিলেন এবং বলেছিলেন, ইসরায়েলের আত্মরক্ষা করার ক্ষমতা তাদের জন্য মৌলিক ছিল। তাদের জিম্মিদের ফিরিয়ে আনা মৌলিক দায়িত্ব এবং গাজায় মানবিক সংকটের অবসান ঘটানো দরকার।
 
ইসরায়েল ও ইরানের প্রক্সির সম্প্রসারণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘স্থির নেতৃত্ব’কে মৌলিক হিসেবে দেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অংশীদার হিসেবে যেভাবে কাজ করেছে তা একটা বড় উদাহরণ। তিনি বলেছিলেন, কমলা হ্যারিস স্থির নেতৃত্বের প্রস্তাব দেবেন। যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটগুলোকে ‘মানসম্পন্ন কূটনীতি’ হিসেবে ব্যবহার করেন, তখন কমলা হ্যারিস ট্রাম্পকে জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে ‘পরিবর্তনশীল’ বলে অভিযুক্ত করেছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমরা আমাদের বাহিনী এবং আমাদের মিত্রবাহিনীকে রক্ষা করব।’

ভ্যান্স সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে বলেন, ইসরায়েলের ওপর নির্ভর করে, তারা তাদের দেশকে সুরক্ষিত রাখতে কী করা দরকার। মিত্রদেরকে আমাদের সমর্থন করা উচিত তাদের শত্রুদের মোকাবিলার জন্য। তিনি আরও যুক্তি দিয়েছেন যে, ট্রাম্প বিশ্বকে আরও সুরক্ষিত করেছেন এবং বিশ্বে স্থিতিশীলতা এনেছেন। তিনি কার্যকর প্রতিরোধ প্রতিষ্ঠার মাধ্যমে এটি করেছেন। সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মানুষ খুব ভয় পাচ্ছে। ইরান, যারা এই হামলা চালিয়েছে নিশ্চয়ই তারা পুরস্কত হয়েছেন। ভ্যান্স আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকে ভয় পায়। শক্তির মাধ্যমে শান্তি স্থাপন করা প্রয়োজন। 

রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স ট্রাম্পের নীতির প্রতিরক্ষা করেছিলেন, যেমনটি তিনি গত মাসে করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে। তিনি দ্য নিউইয়র্ক ম্যাগাজিনকে বলেছিলেন, ট্রাম্প ‘সত্যিই জানেন না কীভাবে যুদ্ধ বন্ধ করতে হয়’ এবং ভ্যান্স তাকে খুব ‘গোড়া’ বলে অভিহিত করেছেন। রাজনৈতিক পটপরিবর্তন খুব দরকার। নভেম্বরের নির্বাচনে জয়ী হলে ইউক্রেনে অব্যাহত মার্কিন সহায়তা প্রদানের জন্য ট্রাম্পের প্রয়োজন হবে।

এটি ছদ্মবেশে একটি আশীর্বাদ হতে পারে যে, বিতর্কের সময় ইউক্রেনের বিষয়ে কোনো প্রশ্ন ছিল না। কারণ জেলেনস্কি ডেমোক্র্যাটিক গভর্নর জোশ শাপিরোর সঙ্গে পেনসিলভানিয়ায় একটি গোলাবারুদ কারখানা পরিদর্শন করেন। ভ্যান্স বলেন, আরেকটি গুরুতর রাজনৈতিক ভুল হয়েছে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট হাজির হয়েছিলেন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করা এবং পক্ষ বেছে নিতে।

ভ্যান্সের প্রতিক্রিয়া পেনসিলভানিয়ায় একটি বক্তৃতায় উঠে এসেছিল। পেনসিলভানিয়া এমন একটি সমালোচনামূলক সুইং স্টেট, যেখানে প্রতিটি দল জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে একটু উচ্চ স্বরে বলেছেন, ‘তিনি এই দেশের গণতান্ত্রিক নেতৃত্বের প্রচার করতে এসেছেন। আমরা ইউক্রেনে ২০০ বিলিয়ন ডলার খরচ করেছি। আপনি কি জানেন- জেলেনস্কি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন তখন তিনি কী করেছেন? তিনি শুধু পেনসিলভানিয়ার মানুষ এবং অন্য সবাইকে ধন্যবাদ দিয়ে যান।’ 
বিতর্কটি এমন এক সময়ে এসেছিল যখন মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ দিন দিন বাড়ছে।

 ইউক্রেনের বিষয়টি আন্তর্জাতিক নজর বা মিডিয়া থেকে দূরে সরে যাচ্ছে। ওয়ালজ দাবি করেছেন যে, জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের প্রত্যাহারের কারণে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তিনি বলেছিলেন, ট্রাম্প এই অবস্থা টেনে নিয়ে এসেছেন। ডোনাল্ড ট্রাম্পের গোঁড়ামি নেতৃত্বের কারণে ইরান আগের তুলনায় পারমাণবিক অস্ত্র হামলার দিকে যাচ্ছে। 

তবে বিতর্কের সবচেয়ে মর্মান্তিক পয়েন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের অবস্থা নিয়ে আলোচনা করার সময়ে এসেছিল। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ভেবেছিলেন, ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হেরেছেন কিনা। ভ্যান্স আগে জোর দিয়েছিলেন যে, তিনি ২০২০ সালের নির্বাচনের ফল গ্রহণ করবেন না। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন তাতে অনেক সমস্যা রয়েছে। তিনি আরও বলেন, পাবলিক স্কোয়ারে শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করা উচিত। আমি যা বলেছি, ডোনাল্ড ট্রাম্পও তাই বলেছেন। তিনি মানুষকে মনে করিয়ে দিয়েছিলেন যে, যখন জো বাইডেন প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে দিয়েছিলেন। 

ওয়ালজ তার প্রতিপক্ষের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন- ‘তিনি (ট্রাম্প) কি ২০২০ সালের নির্বাচনে হেরেছেন?’ প্রশ্নটির উত্তর সুন্দরভাবে এড়িয়ে গিয়ে ভ্যান্স বলেছিলেন, ‘টিম ওয়ালজ, আমি ভবিষ্যতের দিকে মনোনিবেশ করছি’। ওয়ালজ জবাব দিলেন- ‘এটি একটি জঘন্য উত্তর।’ তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আমেরিকান ভোটারদের উদ্দেশে বলেছিলেন- ‘আমি মনে করি আপনি সত্যিই পছন্দের জায়গায় সেরা… কে সেই গণতন্ত্রকে সম্মান করবে এবং কে ডোনাল্ড ট্রাম্পকে সম্মান করবে।’

ভাইস প্রেসিডেন্টরা সাধারণত মার্কিন নির্বাচনি দৌড়ের গতিপথ পরিবর্তন করেন না। তারা দেশীয় বা আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে সব সময় এক থাকেন। এই বিতর্কটিতে বিতর্কিত কোনো বিষয় নিয়ে এক সুচ পরিমাণও নড়েনি। দর্শকদের কাছ থেকে সিএনএন জরিপে দেখা গেছে, মাত্র ১ শতাংশ বলেছেন যে, বিতর্কের ফলে তারা তাদের মন পরিবর্তন করেছেন। তবে বিতর্কটি এখনো ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের ভোটারের দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন আনতে পারে। ভ্যান্স খুব কম সুবিধা নিয়ে বিতর্কে আসেন। বিতর্কের সময় তিনি নিজের একটি নতুন এবং সরল সংস্করণের প্রস্তাব করেছিলেন। বিতর্কটি ছিল সুশীল সমাজ ও মূল বিষয়বস্তুর ওপর। উভয়েই একে অপরকে আক্রমণ করার চেয়ে প্রেসিডেন্ট প্রার্থীদের বেশি আক্রমণ করেছিলেন।

নিউইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ডের সদস্য বিনইয়ামিন অ্যাপেলবামের মতে, ওয়ালজ ভ্যান্সকে ‘অদ্ভুত’ বলে অভিহিত করেননি, যেমনটি তিনি প্রচারণার সময় করেছিলেন। অন্যদিকে ভ্যান্স ‘ট্রাম্পবাদকে নম্র, শান্ত এবং সুসঙ্গত করে তুলেছিলেন’। এটি সিএনএন প্রতিফলিত হয়েছিল যে, ভ্যান্সের অনুকূলতা বেড়েছে। বিতর্কের আগে ৩০ শতাংশ ছিল এবং পরে ৪১ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। তবে তার প্রতিকূলতা এখনো ৪৪ শতাংশের বেশি। অন্যদিকে, ওয়ালজ তার অনুকূলতা ৪৬ শতাংশ থেকে ৫৯ শতাংশে উন্নীত করেছেন। কিন্তু যারা জরিপ করেছেন তাদের বেশির ভাগই বলেছেন, বিতর্কের সময় ভ্যান্স ভালো করেছেন।
 
যদিও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীরা প্রচারের সময় পররাষ্ট্রনীতিতে তেমন কোনো পরিবর্তন করেন না। তবে তারা তাদের প্রার্থীদের একে অপরের বদনাম করতে পারেন। এই বিতর্কে উভয় প্রার্থীই একটি বড় দুর্ঘটনা এড়িয়ে গেছেন, বিশেষ করে পররাষ্ট্রনীতিতে। তারা বিশ্বকে একটি নিরপেক্ষ বার্তাও দিয়েছেন।

লেখক: জাতিসংঘে লেবাননের সাবেক রাষ্ট্রদূত
আরব নিউজ থেকে সংক্ষেপিত অনুবাদ: সানজিদ সকাল