সড়কপথে বাধার মুখে পড়তে পারেন- এ আশঙ্কায় গাড়ি বা ট্রেন বাদ দিয়ে সিলেট থেকে বিমানে ঢাকায় এসেছেন বিএনপির এক দল নেতা-কর্মী। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।
বিমানে চড়ার আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতারা সারিবদ্ধভাবে ছবি তোলেন। ছবিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মিফতা সিদ্দিকীসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা রয়েছেন।
ঢাকা পৌঁছার পর রাতে মোবাইল ফোনে যোগাযোগ করলে মিফতা সিদ্দিকী খবরের কাগজকে বলেন, ‘কেবল বিমানে নয়। যে যেভাবে পারছেন, নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। দলের নির্দেশ যেকোনোভাবে ঢাকা পৌঁছাতে হবে।’ তিনি জানান, গতকাল সিলেট থেকে বিমানের সব কটি ফ্লাইটেই বিএনপি নেতারা এসেছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের বিকেলের ফ্লাইটে একসঙ্গে তারা ১০০ জন ঢাকায় পৌঁছান। ঢাকায় গিয়ে বিভিন্ন পথে জড়ো হওয়া নেতাদের নিয়ে তারা আজ শনিবার মহাসমাবেশে অংশ নেবেন। সড়কপথে কোনো বাধা পেয়েছেন কি না, জানতে চাইলে মিফতা সিদ্দিকী বলেন, ‘নানা বাধার সম্মুখীন হচ্ছি আমরা।’
এদিকে যেকোনো বাহনে ঢাকা পৌঁছানোর নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। সন্ধ্যার পর দলটির জেলা সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়। সাধারণ সম্পাদক খবরের কাগজকে এ বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য সব পর্যায়ের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তাই সমাবেশে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, জেলার অন্তর্গত সব উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনসহ উল্লিখিত সব ইউনিটের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে হবে।’
সালমান/