শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় নির্বাচনের ট্রেনে উঠল না বিএনপি। তাদের রেখে যাত্রা শুরু করল নির্বাচনী ট্রেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশনে নিবন্ধিত বেশির ভাগ দলই মনোনয়নপত্র জমা দিয়েছে। নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ৩০টি দল অংশ নিচ্ছে। ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল ১২টি দল। সে তুলনায় এবার অনেকটা বেশিসংখ্যক দল নির্বাচনে অংশ নিচ্ছে।
গতকাল ছিল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়।
বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যেও দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ২ হাজার ৭৪১ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন ২১ জন। ঢাকা ছাড়া ৬৩ জেলায় ২ হাজার ৪৫৮ জন প্রার্থী হন। ঢাকার ২০ আসনে মোট ২৬২ জন মনোনয়নপত্র দাখিল করেন। গড়ে প্রতি আসনে প্রার্থীর সংখ্যা ৯ জন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে খানিকটা নাটকীয়তা দেখা যায়। বিএনপির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি গত বুধবার কারাগার থেকে মুক্তি পান। এরপর গতকাল অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে যুক্ত থাকা শাহজাহান ওমর বিএনপি আমলে প্রতিমন্ত্রীও ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনের প্রসঙ্গে শাহজাহান ওমর বলেন, ‘জিয়াউর রহমানের রাজনীতির চেয়ে বঙ্গবন্ধুর রাজনীতি আরও উন্নত, আরও বেটার। সে জন্য আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করব।’
শাহজাহান ওমরের আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য বি এইচ হারুন। আসনটিতে আওয়ামী লীগের দুজন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র জানায়, আগামী ১৭ ডিসেম্বরের আগে আওয়ামী লীগ সভাপতি নির্বাচন কমিশনে প্রতীক বরাদ্দের চিঠি দেবেন। যার নামে এ চিঠি দেওয়া হবে তিনিই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেওয়ার পরই গতকাল তাকে বহিষ্কার করে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সাবেক নেতা ও সংসদ সদস্যদের নিয়ে গড়া দল বিএনএম ৮২ আসনে প্রার্থী দিয়েছে। প্রার্থীদের মধ্যে ৬ জন সাবেক সংসদ সদস্যও রয়েছেন। বিএনপির সাবেক একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে গড়া দল তৃণমূল বিএনপি ২৩০ আসনে প্রার্থী দিয়েছে। তৃণমূল বিএনপি থেকেও কয়েকজন সাবেক সংসদ সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন লক্ষ্মীপুর-১ আসনে এম এ আউয়াল, সাতক্ষীরা-৪ আসনে এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ-২ আসনে নুরুদ্দিন আহমেদ, মেহেরপুর-২ আসনে আবদুল গণি।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল ৩০ নভেম্বর। আজ শুক্রবার থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি চলবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বিগত একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশ নেয়। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে সে নির্বাচনে ১ হাজার ৮৬১ জন জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের ১ হাজার ৭৩৩ জন প্রার্থী ছিলেন। বাকিরা ছিলেন স্বতন্ত্র প্রার্থী। গড়ে প্রতি আসনে প্রার্থী ছিলেন ৬ জনের বেশি।
একাদশ নির্বাচনের চেয়ে এবার প্রার্থী সংখ্যা কম হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ ৩০০ আসনে এবার ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গড়ে প্রতি আসনে ৯ জনের বেশি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ হয়েছে। তখন কিছু প্রার্থী কমে যাবে।
২০১৪ সালের দশম জাতীয় নির্বাচন বর্জন করেছিল বিএনপি ও সমমনা দলগুলো। সে নির্বাচনে মাত্র ১২টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়। সে তুলনায় এবারে নির্বাচনে অংশ নেওয়া দলের সংখ্যা অনেক বেশি। এবার নির্বাচনে ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।