ঢাকা ২৫ ভাদ্র ১৪৩১, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

প্রার্থিতা ফিরে পেলেন কৌতুক অভিনেতা চিকন আলী

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১২ এএম
প্রার্থিতা ফিরে পেলেন কৌতুক অভিনেতা চিকন আলী
কৌতুক অভিনেতা চিকন আলী। ছবি : সংগৃহীত

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শামীনুর রহমান ওরফে চিকন আলী হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমেছেন এই কৌতুক অভিনেতা।

বুধবার (২০ ডিসেম্বর) হাইকোর্টের এক আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসকের পক্ষে তাকে প্রতীক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা। 

চিকন আলীর পক্ষে প্রতীক গ্রহণ করেন তার স্ত্রী বদলগাছী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা। কেতলি প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন তিনি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সমর্থনসূচক ১ শতাংশ ভোটারের সইয়ের গরমিলের কারণে গত ৪ ডিসেম্বর চিকন আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক গোলাম মওলা।

প্রার্থিতা ফিরে পেতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে গত ১৩ ডিসেম্বর শুনানি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন নির্বাচন কমিশনের আপিল বোর্ড। পরে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে চিকন আলী গত ১৪ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে বুধবার হাইকোর্ট তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।  

প্রার্থিতা ফিরে পাওয়ার পর চিকন আলী বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। আমার এ যুদ্ধে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। দেশের মানুষ আমাকে ভালোবাসেন। সেই সঙ্গে আমার নির্বাচনি এলাকার মানুষও আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার তাগিতেই নির্বাচনের মাঠে লড়ছি। আশা করছি সবাই আমার পাশে আছেন এবং থাকবেন। জয়ী হলে এলাকার সব সমস্যার সমাধান করে সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

শফিক/পপি/

শোভাযাত্রা পরিহারসহ নেতা-কর্মীদের বিশেষ বার্তা বিএনপির

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পিএম
শোভাযাত্রা পরিহারসহ নেতা-কর্মীদের বিশেষ বার্তা বিএনপির
বিএনপি (লোগো)

দেশের চলমান পরিস্থিতিতে মোটরসাইকেল বা যানবাহনের শোভাযাত্রা পরিহারসহ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। 

রবিবার (৮ সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয় নির্বাহী কমিটি ও তৃণমূল পর্যায়ে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ‘বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে। এই সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মীসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়-যা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ দেওয়া হলো।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রং-বেরঙয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতা নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতা-কর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।’

শফিকুল ইসলাম/সালমান/

জনগণের সরকার না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে: তারেক রহমান

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পিএম
জনগণের সরকার না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।’ 

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে উপ‌জেলা ও পৌর বিএন‌পি আ‌য়ো‌জিত জনসভায় ভার্চুয়া‌লি যুক্ত হয়ে প্রধান অতি‌থির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। 

তিনি বলেন, ‘দেশের কিছু রাজ‌নৈ‌তিক দল বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে প্র‌তি‌বেশী দে‌শ ভারতের ফাঁদে পা দি‌য়ে‌ছে। তাদের সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।’ 

তারেক রহমান ব‌লেন, ‘বিএনপি চায় দেশের প্রতিটি সম্ভাবনাকে বের করে সেগুলোকে কাজে লাগাতে। সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার, জনগণের সরকারই জনগণকে নিয়ে ভাবে। বিএনপির রাজনীতি উৎপাদন, উন্নয়নের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার নৃশংসতা দেখেছে পুরো জাতি। দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। বিএনপি দেশের জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে। বিএনপির রাজনীতি জনগণের জন্য।’

সাতক্ষীরা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জীবন-জীবিকার উন্নয়নের দায়িত্ব নেবে। শুধু সাতক্ষীরা নয়, প্রতিটি জেলাকে নিয়ে কাজ করতে চাই। যেন দেশের জনগণ শান্তিতে থাকতে পারে।’

এর আগে সদ্য কারামুক্ত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম প্রমুখ। 

‘ইসলামি জোট’ গঠনের বিষয়ে ইসলামী আন্দোলন-খেলাফত মজলিসের বৈঠক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
‘ইসলামি জোট’ গঠনের বিষয়ে ইসলামী আন্দোলন-খেলাফত মজলিসের বৈঠক
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস (লোগো)

‘ইসলামি জোট’ গঠন বিষয়ে আলোচনার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস বৈঠক করেছে। 

রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টির লক্ষ্যে সবাইকে ময়দানে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ব্যাপারে একমত হয়েছেন দুই দলের শীর্ষ নেতারা।

বৈঠকে অংশ নেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ খন্দকার গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, অ্যাডভোকেট হাছিবুল ইসলাম।

অপরদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা অব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

বৈঠকে নেতারা বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানকে সুসংহত এবং পতিত স্বৈরাচারের অভ্যুত্থানবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। দেশকে অস্থিতিশীল করার নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের ওপর নজর রাখার নির্দেশনাকে সামরিক উসকানি হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কেউ কেউ বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদী ও অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’ বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দুই দলের নেতারা।

দেশের মানুষ খুনি-চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না : ফয়জুল করীম

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম
দেশের মানুষ খুনি-চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না : ফয়জুল করীম
গণসমাবেশে বক্তব্য দিচ্ছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। ছবি : খবরের কাগজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ এখন আর খুনি, ধর্ষক ও চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় সৎ ও দেশপ্রেমিক মানুষ যেন ক্ষমতায় আসে।’

তিনি বলেন, ‘এত বছর ধরে আলেমদের মাথায় বড়ই রেখে খেয়েছেন। কিন্তু আর না। সেই দিন ভুলে যান, আমাদের আর বোকা বানাতে পারবেন না। দেশের মানুষ এখন অনেক সচেতন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ।’

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে পৌরসভা বালুর মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়জুল করীম।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি গণ-বিপ্লবের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়ে গঠিত হয়েছে তাই এ সরকারকে গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐকমত্য রয়েছে তাই দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক জায়গায় নিয়ে আসার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ না নেয় তাহলে হাজারো ছাত্র-জনতার রক্তদান ব্যর্থ হবে।’

শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমাদ কাশেমীর সভাপতিত্বে এবং হা. মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব হা. মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল-আমিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী, অ্যাড. মানিক মিয়া সরদার প্রমুখ।

রাজিব হোসেন/সালমান/

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। ছবি : খবরের কাগজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।

মিজানুর রহমান/সালমান/