নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শামীনুর রহমান ওরফে চিকন আলী হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমেছেন এই কৌতুক অভিনেতা।
বুধবার (২০ ডিসেম্বর) হাইকোর্টের এক আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসকের পক্ষে তাকে প্রতীক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা।
চিকন আলীর পক্ষে প্রতীক গ্রহণ করেন তার স্ত্রী বদলগাছী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা। কেতলি প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন তিনি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সমর্থনসূচক ১ শতাংশ ভোটারের সইয়ের গরমিলের কারণে গত ৪ ডিসেম্বর চিকন আলীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক গোলাম মওলা।
প্রার্থিতা ফিরে পেতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে গত ১৩ ডিসেম্বর শুনানি নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন নির্বাচন কমিশনের আপিল বোর্ড। পরে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে চিকন আলী গত ১৪ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে বুধবার হাইকোর্ট তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর চিকন আলী বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। আমার এ যুদ্ধে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। দেশের মানুষ আমাকে ভালোবাসেন। সেই সঙ্গে আমার নির্বাচনি এলাকার মানুষও আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার তাগিতেই নির্বাচনের মাঠে লড়ছি। আশা করছি সবাই আমার পাশে আছেন এবং থাকবেন। জয়ী হলে এলাকার সব সমস্যার সমাধান করে সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
শফিক/পপি/