বিএনপি নেতা-কর্মীদের মুক্তি মিললেও আমরা এখনো পরোক্ষভাবে বন্দি আছি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘খালাস নয়, সাময়িক সময়ের জন্য জামিন পেয়েছি। আমরা এখনো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি না। আমরা এখন খাঁচায় পোষা মুরগির মতো। যখন দরকার, ধরে নিয়ে জবাই করে দেবে।’
সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত শনিবার রাজধানীর নয়াপল্টনে লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া তার বক্তব্য কয়েকটি পত্রিকা ভুলভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। এতে দলের ও দেশের মানুষ বিভ্রান্ত হতে পারেন এবং তা দূর করার জন্যই তিনি এই সংবাদ সম্মেলন করেন বলে জানান।
তিনি বলেন, ‘আমার বক্তব্য ছিল, আওয়ামী লীগ জনগণের কোনো দাবিই মেনে নেয়নি। ফলে বিএনপি নির্বাচনে যায়নি। এই বক্তব্যকে টুইস্ট করেছে বিভিন্ন পত্রিকা।’
আওয়ামী লীগ সরকারের সময় দেশের মানুষ স্বস্তিতে পবিত্র রমজান পালন করতে পারে না বলে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের কোনো একটা সময় আমি দেখি নাই যে এ দেশের মানুষ স্বস্তিতে রমজান পালন করেছে। এবারও জিনিসপত্রের দাম কোনোটাই কম নাই। এখন মানুষ আর বলতে চায় না।’
তিনি বলেন, ‘আমাদের তো এমন বিষয় না যে, কালকেই ক্ষমতায় যেতে হবে। আগে বলছি, এখনো বলছি, এ আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এ আন্দোলন জনগণের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার এবং আমাদের বাঁচার জন্য। এ আন্দোলন চলবে, থেমে থাকবে না। আমরা না পারি আর কেউ করবে, আন্দোলন হবেই।’
সরকার ভয়ে আছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিশ্বব্যাপী পরিচিত, সরকার একটা ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে। দেশটা কিন্তু এখন একটা বিপদের মধ্যে আছে। সরকারের কাছে দেশটা যদিও বা একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়।’