বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন আগামী ১৬ মে থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শনিবার (৬ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় সংসদ এবং জাতীয় পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।
সম্মেলন উপলক্ষে সংগঠনের সহসভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমোকে চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্তকে আহ্বায়ক করে ৫০১ সদস্যবিশিষ্ট ৪২তম জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।
সম্মেলনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ-পরিষদ গঠন করে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা সারা দেশের সভ নেতা-কর্মীকে সম্মেলনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, ‘জাতীয় সম্মেলন (কাউন্সিল) ছাত্র ইউনিয়নের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। আগামী দিনে ছাত্র ইউনিয়নের রাজনৈতিক গতিপথ এবং সাংগঠনিক নীতিমালা সম্মেলনের মধ্য দিয়েই নির্ধারণ করা হবে। একই সঙ্গে সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করবেন।’
ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, ‘বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই আরও বেগবান করার জন্য জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে সারা দেশের নেতা-কর্মীদের আরও সুসংগঠিত করা হবে।’
জয়ন্ত সাহা/সাদিয়া নাহার/অমিয়/