বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠবার্ষিকীর ছাত্র সমাবেশে সংগঠনের সভাপতি রাগীব নাঈম বলেছেন, চরম দুরবস্থার শিকার বাংলাদেশে আজ জনতার একতা প্রয়োজন। গণতান্ত্রিক শিক্ষাঙ্গণ নিশ্চিত করতে হলে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার সংগ্রাম করতে হবে।
দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আয়োজিত ছাত্র সমাবেশে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাগীব নাঈম সভাপতিত্ব করেন।
দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বেলা সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সমাবেশে রাগীব নাঈম আরো বলেন, দেশের বিশ্ববিদ্যালয়ের হলগুলো আজ কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে । এর বিরুদ্ধে কথা বললেই শুরু হয় ছাত্রলীগের হামলা। কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদের উপর দিনে দুপুরে সন্ত্রাসী হামলা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ছাত্র ইউনিয়ন নেতাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এই হামলা-মামলা-বহিষ্কার ছাত্র ইউনিয়নের লড়াই সংগ্রামকে থামাতে পারবে না।
সমাবেশে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু বলেন, আমাদের উপর হামলা হয়েছে। কিন্তু অন্যদের মত আমরা ক্যাম্পাস ছেড়ে যাইনি। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের উপর যতই হামলা হোক, আমরা আমাদের প্রতিবাদ ও লড়াইয়ের জায়গা ছাড়ব না।
কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ, রংপুর জেলা সংসদের সভাপতি মেহেদী হাসান, বগুড়া জেলা সংসদের সভাপতি সাব্বির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ।
আগামীকাল ২৬ এপ্রিল শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে বেলা ১১টায় ঢাবির মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, ফিলিস্তিন, লেবানন, সাইপ্রাস, আয়ারল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, সার্বিয়া, ডেনমার্ক, কম্বোডিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ২০টির বেশি দেশের প্রায় ৩০টি ছাত্র ও যুব সংগঠন এ সেমিনারে অংশগ্রহণ করবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক প্রভাত পাট্টনায়েক।
জয়ন্ত/এমএ/