বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ মে) রাত সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সেখানে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তাকে হাসপাতালে ভর্তি করানোর এ সিদ্ধান্ত হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
ডা. জাহিদ হোসেন জানান, রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে। মেডিকেল বোর্ডের বৈঠকে পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়াকে ২-১ দিন হাসপাতালে থাকতে হবে। তবে তার স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি বলে মেডিকেল বোর্ড মতামত দিয়েছে।
এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক জরুরি কিছু পরীক্ষার জন্য বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে সন্ধ্যা ৭টার পর হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।
সর্বশেষ গত ৩১ মার্চ বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলে। দুইদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।
অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন কয়েক বছর ধরে। এজন্য তাকে বিভিন্ন সময়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্টসহ নানা রোগে ভুগছেন।
সবুজ/সালমান/