ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩২, শনিবার, ০৭ জুন ২০২৫
English

হরিজনদের উচ্ছেদের নিন্দা সিপিবি'র, পুনর্বাসন দাবি

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৭:৪৭ পিএম
হরিজনদের উচ্ছেদের নিন্দা সিপিবি'র, পুনর্বাসন দাবি

বিকল্প বাসস্থান ছাড়া কয়েকশ’ বছর ধরে পুরান ঢাকার বংশালে বসবাসকারী গরিব হরিজনদের উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতৃবৃন্দ বলেছেন, দক্ষিণ সিটি করপোরেশন তার নিজস্ব এলাকায় বড়লোকদের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করতে পারলেও দরিদ্র সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদ করে ওই এলাকায় বহুতল ভবন নির্মাণ করে বিশেষ গোষ্ঠী ও চাঁদাবাজদের পকেট ভরার সুযোগ করে দিতে চাইছে।

মঙ্গলবার  (১১ জুন ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এসব কথা বলেন। উচ্ছেদকৃতদের স্ব-স্থানে ফিরিয়ে নেওয়া এবং প্রকৃত পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান থেকে ফিরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শহর পরিষ্কার রাখতে এবং শহরের মানুষের দুঃসময় এসব বাসিন্দারাই মানুষকে বাঁচিয়ে রেখেছেন। এরা এই অঞ্চলেই কয়েকশ’ বছর ধরে বাস করছেন। বিকল্প বাসস্থান ছাড়া তাদের উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের ক্ষতিপূরণ দিয়ে স্ব-স্থানে ফিরিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিও আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বিকল্প  কর্মসংস্থান ও বাসস্থান ছাড়া যেকোনো উচ্ছেদের দৃষ্টিভঙ্গি থেকে ফিরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের বয়স অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সবার জন্য সম্মানজনক বাসস্থান নিশ্চিত করা যায়নি। কয়েক পুরুষ ধরে অনেক কষ্টে দরিদ্র জনগোষ্ঠী এক স্থানে মানবেতার জীবন যাপন করে চলেছেন। এদের উচ্ছেদ করে বড়লোক, লুটেরাদের সুযোগ দেওয়ার বিরুদ্ধে সচেতন দেসবাসীকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করায় জামায়াতের সন্তোষ

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১১:১৩ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৫, ১১:১৭ পিএম
নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করায় জামায়াতের সন্তোষ
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার (৬ জুন) রাতে এক বিবৃতিতে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিবৃতিতে জামায়াতের আমীর বলেন, “অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।’ তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে।”

তিনি বলেন, “জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি বিষয়ের ভিত্তিতে এবং ‘জুলাই সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন।”

শফিকুল/পপি/

নির্বাচনের তারিখ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১০:৪৪ পিএম
নির্বাচনের তারিখ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের অধিকাংশ দল ডিসেম্বরের মধ্য নির্বাচন চেয়েছিল।’

এ ছাড়া মানবিক করিডর ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করায় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান তিনি।

এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা এমন সময়ে নির্বাচনের আয়োজনের কথা বলেছেন ওই সময়ে অনেকগুলো পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া সঠিক থাকে না। আমাদের জানামতে ফেব্রুয়ারির ১৬ অথবা ১৮ তারিখের দিকে পবিত্র রমজান শুরু হবে। তাহলে ঈদ হবে মার্চ মাসের শেষআর্ধে। নির্বাচন তফশিল ঘোষণা ক্যাম্পেইনের জন্য যে ৪৫ দিন সময় প্রয়োজন, সেটা তাহলে রমজানের মধ্য পড়ে যাবে। এটা একটা অযোক্তিক সময়। দ্বিতীয়ত, ওই সময় এইচএসসি ও এসএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ 

তিনি বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন না হলে খুব বেশি হলে জানুয়ারি মাসে নির্বাচন হতে পারত। হয়তো এটা সবার কাছে গ্রহণযোগ্য মনে হতো। কিন্তু তিনি (প্রধান উপদেষ্টা) সেটা আমলে নেননি। এ ছাড়া এপ্রিলে নির্বাচন হলে একমাসের মধ্য পরবর্তী অর্থবছরের বাজেট ঘোষণা করতে যা অনেক কঠিন। কারণ আমাদের অনেক বেশি পরিকল্পনা রয়েছে।’

শফিকুল/পপি/

জুলাইয়ে শহিদ সাইমনের পরিবারকে বিএনপি নেতা মিল্টনের ঈদ উপহার

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৭:০৪ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৫, ০৭:০৪ পিএম
জুলাইয়ে শহিদ সাইমনের পরিবারকে বিএনপি নেতা মিল্টনের ঈদ উপহার
জুলাইয়ে শহিদ সাইমনের পরিবারকে বিএনপি নেতা মিল্টনের ঈদ উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই আন্দোলনে শহিদ সন্দ্বীপের সন্তান সাইমনের পরিবারকে কোরবানির জন্য ছাগল ঈদ উপহার দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

শুক্রবার (৬ জুন) জুমার নামাজের পর তিনি সাইমনের মা রহিমা বেগমের হাতে এ ঈদ উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাঈন উদ্দীন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, যুবনেতা মোবারক হোসেন রাজু, যুবনেতা মোহাম্মদ জুয়েল, ছাত্রনেতা আরফিন, তানভীন ফারুক তামিমসহ অনেকেই। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন,  আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থানে নিহত শহিদ পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে থাকার নির্দেশ দিয়েছেন। তাই আজ আমাদের সন্দ্বীপের সন্তান শহিদ সাইমনের পরিবারের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি। 

শহিদ সাইমন জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাটে নিহত হন। তার বাড়ী সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের সিকদারপাড়ায়।

শফিকুল ইসলাম/অমিয়/

পুশইন ভারতের মাস্টারপ্ল্যানের অংশ: রিজভী

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৬:০২ পিএম
পুশইন ভারতের মাস্টারপ্ল্যানের অংশ: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

পুশইন ভারতের মাস্টারপ্ল্যানের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি শংঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘পুশইন বা জোর করে লোক পাঠানোর বিষয়টি ভারতের মাস্টার প্ল্যানের অংশ।’

শুক্রবার (৬ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘৫ আগস্টের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের এক নতুন বিবর্তন আমরা দেখছি। গত মে মাসে বিএসএফের হাতে ছয়জন বাংলাদেশি নির্মমভাবে নিহত হয়েছেন। পাশাপাশি, অসংখ্য ভারতীয় নাগরিককে বিদেশি পরিচয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে।’

রিজভী অভিযোগ করেন, ‘বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন শত শত মানুষকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি না মেনে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সৎ প্রতিবেশিসুলভ আচরণের পরিপন্থি।’

তিনি আরও বলেন, ‘ভারত কখনোই প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে পুশইনসহ নানা পদক্ষেপ নিচ্ছে। পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা, সীমান্তহত্যা ও জেলেদের সঙ্গে দুর্ব্যবহার - সবকিছু এরই অংশ।’

ভারত বাংলাদেশকে সমমর্যাদার চোখে নয়, বরং আগ্রাসী মনোভাব নিয়ে দেখে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এক সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই এভাবে ভারতীয় নাগরিকদের ‘বিদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করা হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, এবারের ঈদুল আজহা ফ্যাসিস্টমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভয়, আতঙ্ক, গুম-খুন, মিথ্যা মামলায় গ্রেপ্তারের আগ্রাসী থাবা থেকে দেশবাসী অনেকটাই স্বস্তিতে ঈদের উৎসবে সামিল হবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। - বাসস

অমিয়/

মির্জা ফখরুল দেশে ফিরবেন রাতে

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৪:২৪ পিএম
মির্জা ফখরুল দেশে ফিরবেন রাতে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৬ জুন) রাত ১টা ২০ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপির মহাসচিব ঢাকা বিমানবন্দরে রাত ১টা ২০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।

মির্জা ফখরুল ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে বাংলাদেশ সময় রাত ১১টায় থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্য রওনা করবেন।

গত ১২ মে রাতে চোখের অপারেশনের জন্য ব্যাংককে যান বিএনপির মহাসচিব। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

শফিকুল ইসলাম/অমিয়/