ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটিতে আরও ১৭ জন

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:৫৪ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০২:৩৩ পিএম
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটিতে আরও ১৭ জন
বিএনপি

বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটিতে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির তিনজনকে চেয়ারপারসনের উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যের মর্যাদা পাওয়া তিন নেতা হলেন- বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম।

স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে অন্তর্ভুক্ত ১৭ নেতা হলেন- আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, কানাডা), ড. এনামুল হক চৌধুরী (সিলেট), এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, বিএনপি), রাশেদুল হক (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, বিএনপি), নাহিদ খান (সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, বিএনপি), ড. তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া), বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া), ডলি, নাসির (ইতালি), গোলাম ফারুক শাহিন (নিউইয়র্ক), শফিক দেওয়ান (জার্মানি), ড. শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড), মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)। 

২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি গঠিত বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত করে গত ১৫ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে ১১ সদস্যের চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়। দুই ভাগে এর নাম দেওয়া হয়েছে যথাক্রমে ‘বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি’।

শফিকুল ইসলাম/অমিয়/

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪:২৩ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত
খবরের কাগজ গ্রাফিকস

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বেইলী রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে এসব কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, আমাদের প্রস্তাবনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন হতে হবে। সংবিধান ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার পক্ষে মতামত দিয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। 

তিনটি প্রস্তাবের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এমপিদের দলীয় সিদ্ধান্তের পক্ষে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছিল বিএনপি- এ বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জরুরি পরিস্থিতি জরুরিভাবে মোকাবিলা করা হবে। বিএনপির পক্ষ থেকে আমাদের অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে তিনটি প্রস্তাবে তারা একমত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রস্তাবের বিষয়ে তারা নোট অব ডিসেন্ট দেবে। কিন্তু আমরা ৭০ অনুচ্ছেদের তিনটি প্রস্তাবিত বিষয়ে আমরা একমত।

শফিকুল/মেহেদী/

প্রতিবন্ধীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৩:৫১ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৩:৫৩ পিএম
প্রতিবন্ধীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
অভিযুক্ত বিএনপি নেতা বাবর আলী

সিরাজগঞ্জের বেলকুচিতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও ভয় দেখিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে বাবর আলী (৪৫) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

বাবর আলী উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ৭নং ওয়ার্ডের সদস্য।

ভুক্তভোগীর বাবা বলেন, 'আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী গত ৭ মাস আগে বাবর আলী মেম্বার প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। আমি শ্রমিকের কাজ করার জন্য গত ২ মাস মাদারীপুরে ছিলাম। তিনদিন আগে আমার স্ত্রী আমার মেয়ের গর্ভবতী হওয়ার বিষয় আমাকে জানালে আমি তিনদিন পর আসার কথা বলি। এরই মধ্যে গত বৃহস্পতিবার (২৯ মে) বাবর আলী মেম্বার আমার স্ত্রীকে ভয় দেখিয়ে আমার মেয়েকে নিয়ে মাতৃ সদনে গিয়ে গর্ভপাত করান। বাবর আলী মেম্বার এর আগেও অনেক অপকর্ম করেছে অনেক মেয়ের সর্বনাশ করেছে কোনো বিচার হয়নি। আমি আপনাদের মাধ্যমে বাবর আলী মেম্বারের মুখোশ উন্মোচন করতে চাই এবং আইনের মাধ্যমে উপযুক্ত বিচার চাই। তিনি প্রভাবশালী হওয়ায় আইনের আশ্রয় নিতে পারছি না।' 

অভিযুক্ত বাবর আলী বলেন, 'মেয়েটি তার বাড়ির পাশে হাফিজিয়া মাদ্রাসায় আয়ার কাজ করতেন, সেখানে অন্য কারো দ্বারা গর্ভবতী হতে পারে। বৃহস্পতিবার মেয়ের মা আমার কাছে এসে মেয়েটির সম্পর্কে জানায় তখন আমি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যেই গর্ভপাত হয়। আমার প্রতিপক্ষ শত্রুরা আমাকে ফাঁসানোর  জন্য এ মিথ্যা অপবাদ দিচ্ছে।'

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ধর্ষণ ও গর্ভপাত সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী/

তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন চায় বিএনপি: সালাহউদ্দিন

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৩:৪২ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৪:৩৬ পিএম
তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন চায় বিএনপি: সালাহউদ্দিন
ছবি: খবরের কাগজ

বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন রাখার পক্ষে মতামত দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একইসঙ্গে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধুমাত্র জাতীয় নির্বাচন চায় বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের প্রথম দিনের সংলাপের বিরতিতে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তার দল চায় না তত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হোক। এ ছাড়াও তার দল মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়া উচিত নয়। যদিও কমিশন প্রস্তব করেছে যে তত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস হওয়া উচিত।’

তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে তার দল আস্থাভোট, অর্থবিল, সংবিধান সংশোধনসহ তাতে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়টিও অন্তর্ভুক্ত করতে বলেছেন। এর বাইরে সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবে। যদি কোনো সময় যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে যাতে পার্লামেন্ট মেম্বাররা তার জন্য ভোট দিতে পারেন, সেটা ৭০ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা নোট অব ডিসেন্ট দেব।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি মনে করে, সংসদের সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়ার ব্যাপারে তারা একমত নন। কয়েকটি কমিটিতে প্রধান বিরোধী দল থেকে করা যেতে পারে, তবে সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়াকে তারা বাস্তবসম্মত প্রস্তাব মনে করে না।’ তবে তারা এখনও নারী আসন নিয়ে আলোচনা করেনি। 

শফিকুল ইসলাম/

ইশরাক নগর ভবনে আসবেন আজ

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০২:২৫ পিএম
ইশরাক নগর ভবনে আসবেন আজ
ইশরাক হোসেন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার (২ জুন)ও নগর ভবন উত্তাল ছিল। 

গত ১৪ মে রাতে নগর ভবনের সব গেটে দেওয়া তালা সোমবারও খোলা হয়নি। সেই থেকে অচল নগর ভবন।

ইশরাক হোসেনের সমর্থকরা বলছেন, সব রায় ইশরাক হোসেনের পক্ষে আসার পরও তাকে না বসানোর জন্য দিনের পর দিন টালবাহানা করা হচ্ছে। নাগরিকদের দুর্ভোগ বাড়ানো হচ্ছে। যতদিন পর্যন্ত ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে মঙ্গলবার (৩ জুন) বেলা তিনটায় নগর ভবনে আসবেন ইশরাক হোসেন। 

এদিন সকাল ১০টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন ঢাকাবাসী। নগর ভবনে এসে ইশরাক হোসেন নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন। জানা গেছে, আগের তুলনায় আরও কঠোর কর্মসূচি আসতে পারে। 

বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় আশানুরূপ প্রতিফলিত হয়নি,জামায়াতে ইসলামী

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:৫১ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:০৫ পিএম
বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় আশানুরূপ প্রতিফলিত হয়নি,জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেটে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় আশানুরূপভাবে প্রতিফলিত হয়নি। আগের বাজেটগুলোর মতই গতানুগতিক বাজেট হয়েছে। 

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত বাজেটের সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের খুব একটা তফাত পরিলক্ষিত হয়নি। এবার বাজেটে ব্যয় না বাড়লেও তেমন কোনো ব্যয় কমেওনি। এতে কোনো নতুনত্বের ছোঁয়াও পরিলক্ষিত হয়নি। 

এটিএম মাছুম বলেন, ‘এই বাজেটে বড় অঙ্কের ব্যয় মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে। গত (চলতি) অর্থবছরেও এর কাছাকাছি অর্জন করা সম্ভব হয়নি। যা বড় ধরনের চ্যালেঞ্জ বলে আমরা মনে করছি।’ 

তিনি আরও বলেন, ‘বাজেটে বিভিন্ন ধরনের পরোক্ষ কর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ দেখা গেলেও প্রত্যক্ষ কর বৃদ্ধির তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না। পরোক্ষ কর বৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষকে এর ভার বহন করতে হবে। রাজস্ব আয় বাড়ানোর জন্য ভ্যাট ও আমদানি শুল্ক খাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।’ 

তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, বাজেট ঘাটতির বড় অংশ একটি আসবে বৈদেশিক উৎস থেকে। বাজেটে বিদেশনির্ভরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’

স্থানীয় শিল্পের কর অবকাশ ও ভ্যাট অব্যাহতির সুবিধা সংকুচিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে দেশীয় পণ্যের উৎপাদন খরচ বাড়বে। পাশাপাশি এসি, ফ্রিজ, মোবাইল ফোন এবং এলইডির দাম বৃদ্ধি পাওয়ায় ভোক্তার খরচ বৃদ্ধি পাবে। অপরদিকে সুতার আমদানি শুল্ক বৃদ্ধি করায় আরএমজি সেক্টরে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। ফলে তৈরি পোশাক শিল্পের রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

তিনি আরও বলেন, ‘বাজেটে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা প্রদান, সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং আর্থিক সুবিধা নিশ্চিত করার জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, তা প্রশংসার দাবি রাখে। তবে তা আরও বরাদ্দের দাবি রাখে। এ ক্ষেত্রে সুচিকিৎসা অগ্রাধিকার পাওয়া প্রয়োজন। মুদ্রাস্ফীতি কমিয়ে ৬.৫% করার কথা বলা হলেও বাজেটে এ লক্ষ্য অর্জনের সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়নি। যা কিছুটা অস্পষ্টতা তৈরি করেছে।’

বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার ব্যাপারে তিনি বলেন, ‘বিদেশে পাচার করা অর্থ এবং অন্যান্য অবৈধ অর্থ উদ্ধার করে ফিরিয়ে আনার স্পষ্ট কোনো পরিকল্পনা বাজেটে লক্ষ্য করা যায়নি। যা জাতিকে হতাশ করবে। এ ছাড়াও কালো টাকা সাদা করার সুযোগ বৃদ্ধি করা হয়েছে। যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই অপচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন।’