
বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটিতে আরও ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির তিনজনকে চেয়ারপারসনের উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে।
সোমবার (২৪ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যের মর্যাদা পাওয়া তিন নেতা হলেন- বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম।
স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে অন্তর্ভুক্ত ১৭ নেতা হলেন- আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, কানাডা), ড. এনামুল হক চৌধুরী (সিলেট), এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, বিএনপি), রাশেদুল হক (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, বিএনপি), নাহিদ খান (সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, বিএনপি), ড. তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া), বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া), ডলি, নাসির (ইতালি), গোলাম ফারুক শাহিন (নিউইয়র্ক), শফিক দেওয়ান (জার্মানি), ড. শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড), মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)।
২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি গঠিত বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত করে গত ১৫ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে ১১ সদস্যের চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়। দুই ভাগে এর নাম দেওয়া হয়েছে যথাক্রমে ‘বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি’।
শফিকুল ইসলাম/অমিয়/