বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার (৩ জুলাই) কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনকালে নাটোর ও পটুয়াখালীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।
নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোরে হামলায় কেন্দ্রীয় নেতাসহ আহত ৭
নাটোর জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে জখম বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আর মোসাদ্দেক হোসেন বুলবুলের হাতে ককটেল লেগে তিনি আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে শহরের আলাইপুর এলাকায় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জেলা যুবলীগকর্মী কোয়েলসহ আওয়ামী লীগ, যুবলীগকে দায়ী করেছে বিএনপি।
বিএনপির দাবি, ঘটনার সময় আওয়ামী লীগ সন্ত্রাসীরা ৫টি ককটেল বিস্ফোরণ ছাড়াও ৮-১০ রাউন্ড গুলি করে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, হামলার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীতে হামলায় আহত ৫
পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা। এতে দলের ৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের স্বনির্ভর সড়কে এ ঘটনা ঘটে। সমাবেশস্থলে যোগ দিতে যাওয়ার সময় এ হামলা চালানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আমাদের সমাবেশে বাধা সৃষ্টি করতে এ হামলা করে। এতে আমাদের ৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি জেলা বিএনপির নেতা-কর্মীরা নিজেরা ঝামেলা পাকিয়ে আমাদের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম বলেন, বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ উত্তেজনা নিরসন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
বাগেরহাটে বিএনপির কেন্দ্রীয় নেতা শামীম অবরুদ্ধ
বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ের অভ্যন্তরে বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ নেতাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করেছে বিএনপি।
পৈশাচিক উন্মত্ততায় মেতে উঠেছে প্রশাসন ও আ.লীগ : মির্জা ফখরুল
এদিকে নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করেছে। এর উদ্দেশ্যই হলো- আওয়ামী অবৈধ শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদ করতে সাহস না পায়।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপিসহ সমমনা দল এবং গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে পৈশাচিক উন্মত্ততায় মেতে উঠেছে। এই ধরনের বর্বরতার বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। নিষ্ঠুরতা, পৈশাচিকতা, বর্বরতা, অমানবিকতার দৃষ্টান্ত হচ্ছে আওয়ামী লীগ।
হামলায় আহত নেতা-কর্মীদের আশু সুস্থতা কামনা করেন। গেপ্তারকৃত নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।