
আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম প্রয়োজন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী।
শুক্রবার (১২ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়ায় এবি পার্টির জেলা কার্যালয়ে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এবি পার্টির আসন্ন কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি কার্যক্রমের অংশ হিসেবে দলের কেন্দ্রীয় নেতারা শুক্রবার সকালে কুষ্টিয়ার কার্যালয়ে পৌঁছালে তাদের স্বাগত জানান জেলার স্থানীয় নেতা-কর্মীরা।
সোলায়মান চৌধুরী বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে দেশের জনগণের দুঃখ-দুর্দশা চরমে পৌঁছেছে। জনগণের সমর্থনহীন এই সরকারের পতন না ঘটালে জাতির মুক্তির কোনো পথ নেই। ডামি সরকারের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে প্রয়োজন দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম।’
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জনগণের কল্যাণে নিবেদিত কাজই হলো রাজনীতির মূল উপজীব্য বিষয়। অতএব তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের জনকল্যাণে আত্মনিয়োগ করে সমাজের গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে।’
এবি পার্টির সংগঠকদের দেশ বিনির্মাণের সব চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবিলা করে জনগণের আস্থা অর্জনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এবি পার্টির কুষ্টিয়া জেলা আহ্বায়ক ও খোকসা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ডা. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লে. কর্নেল (অব.) দিদারুল আলম প্রমুখ।
শফিকুল ইসলাম/সাদিয়া নাহার/
শফিকুল ইসলাম/সাদিয়া নাহার/