
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় দুই শতাধিক মানুষের মৃত্যুর পর সরকার ‘গণঅভ্যুত্থানের ভয়ে নির্যাতনের পথ বেছে নিয়েছে’ বলে অভিযোগ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।
বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে দলটির সেন্ট্রাল ওয়ার্কিং টিমের বৈঠক শেষে এ মন্তব্য করেন নেতারা।
জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মুঈনুদ্দীন আহমেদ, হেমন্ত দাষ, কাইয়ুম হোসেন, শামসুল আলম, দীপা মল্লিকসহ আরও অনেকে।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রাখার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে।
দলের নেতারা অভিযোগ করেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ছবি তুলছে ও তাদের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করছে।’
বৈঠকে বলা হয়, ‘আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি। শেখ হাসিনা দেশে যে চরম ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে চলেছেন এ ঘটনা তার নিকৃষ্ট দৃষ্টান্ত।’
বৈঠকে সভা-সমাবেশে পুলিশি বাধা, ‘ব্লক রেইড’ অভিযানেরও নিন্দা জানানো হয়। সভায় সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন বেগবান করার আহ্বান জানানো হয়।
জয়ন্ত সাহা/সালমান/