বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্যাতন-নিপীড়ন চালিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বর্বরতার ঘৃণ্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে দলদাস পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ নিরীহ শিক্ষার্থীদের ওপর পাক হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল। পুলিশের গুলিতে এক হাজারের মতো ছাত্র-জনতার নির্মম মৃত্যু হয়েছে। কিন্তু সবকিছু উপেক্ষা করে ছাত্র-জনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অভ্যুত্থান সফল হয়েছে এবং স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’
সোমবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন টুকু।
এ সময় টাঙ্গাইলের গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. হিমেলের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে শেখ হাসিনা সরকারের আমলে সব গুম-খুনের পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার করা হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনা হবে ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকার ভেবেছিল ছাত্রসমাজকে নির্যাতন-নিপীড়ন করে দমিয়ে রাখা যাবে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে ছাত্রসমাজ শেখ হাসিনাকে দেশের ক্ষমতায় দেখতে চায় না। সেজন্যই ছাত্রসমাজ দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছে। আগামীতে দেশের মাটিতে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।’ শেখ হাসিনাকে বিদায় করার জন্য ছাত্র-জনতাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান সুলতান সালাউদ্দিন টুকু।
শফিকুল ইসলাম/সালমান/