সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে দেশে ১১০ ভাগ মানুষ বিএনপির সমর্থক হয়ে গেছে বলে মন্তব্য করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে নগরীর টাউন হলে শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
ওয়াহাব আকন্দ বলেন, ‘গত ৫ আগস্টের আগে দেশে ৯০ ভাগ মানুষ আওয়ামী লীগ ছিল। আর ৫ আগস্টের পর ১১০ ভাগ মানুষ বিএনপি হয়ে গেছে। এটা খুবই চিন্তার কারণ। গত ১৭ বছর যারা জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছেন, তাদের বাইরে নতুন বিএনপির দরকার নেই।’
তিনি বলেন, ‘দেশের মানুষের স্বাধীনতা নস্যাৎকারী কোনো ব্যক্তির মৃত্যু বা জন্মদিন আর বাংলাদেশে পালন করা হবে না। আগামী ১৭ আগস্ট পর্যন্ত সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলবে। রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে।’
দুঃসময়ের নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘যারা এতদিন আমাদের দেখে টিপ্পনি কেটে বলত- ওই যে যাচ্ছে এতিমের টাকা খাওয়া নেত্রীর নেতারা। তাদের মতো কোনো খালাতো, মামাতো ভাই নিয়ে কেউ আমাদের সামনে আসবেন না। আগে দুঃসময়ের নেতা-কর্মীদের সুযোগ মতো মূল্যায়ন করা হবে।’
এ সময় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক লিটন আকন্দ, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আলম খসরু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/ইসরাত চৈতী/অমিয়/