ছাত্র-জনতার রক্ত মাড়িয়ে ৫০ বছর আগের কোনো ঘটনার শোক পালন করা যেতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের ইতিহাসে নিকৃষ্টতম পতিত স্বৈরাচার খুনি হাসিনার প্রত্যক্ষ মদদে জুলাই-আগস্ট মাসে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের এই ক্ষত বাংলাদেশের জনগণের হৃদয়ে গেঁথে রয়েছে। আমরা এত রক্ত মাড়িয়ে ৫০ বছর আগের কোনো ঘটনার শোক পালন করতে পারি না।’
বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে সতর্ক করে ববি হাজ্জাত বলেন, ‘এনডিএমের ছাত্র সংগঠনসহ দেশের ক্রিয়াশীল ৩৪টি ছাত্র সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একযোগে ১৫ আগস্ট শোক দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্র-জনতা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট মাঠে থাকবে। সন্ত্রাসবিরোধী অবস্থান কর্মসূচি নিয়ে এনডিএম রাজপথে থাকবে। এদিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা তার পুরো শেখ পরিবার নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে দেশের ভেতরে অরাজকতা তৈরির জন্য হিন্দু সম্প্রদায়কে উসকে দিচ্ছে। জনগণ এসব নাটক অনেক দেখেছে, এখন প্রতিরোধের সময়। আওয়ামী লীগের গণহত্যা, মানবতাবিরোধী সব অপরাধ এবং লুটপাটের বিচার হবেই।’
ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জামায়াতে ইসলামীর ওপর আরোপকৃত নিষেধাজ্ঞার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার দাবি জানিয়ে এনডিএম চেয়ারম্যান বলেন, দেশের মানুষ যাদের গ্রহণ করবে তাদের রাজনীতি এবং নির্বাচন করার পূর্ণ অধিকার আছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, আমরা মনে করি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়া উচিত। পাশাপাশি প্রশাসনের সব স্তর থেকেই ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে হবে। এ জন্য স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদ বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি জানাচ্ছি।
শফিকুল ইসলাম/জোবাইদা/অমিয়/