ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ এখন আর খুনি, ধর্ষক ও চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় সৎ ও দেশপ্রেমিক মানুষ যেন ক্ষমতায় আসে।’
তিনি বলেন, ‘এত বছর ধরে আলেমদের মাথায় বড়ই রেখে খেয়েছেন। কিন্তু আর না। সেই দিন ভুলে যান, আমাদের আর বোকা বানাতে পারবেন না। দেশের মানুষ এখন অনেক সচেতন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ।’
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে পৌরসভা বালুর মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়জুল করীম।
তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি গণ-বিপ্লবের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়ে গঠিত হয়েছে তাই এ সরকারকে গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐকমত্য রয়েছে তাই দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক জায়গায় নিয়ে আসার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ না নেয় তাহলে হাজারো ছাত্র-জনতার রক্তদান ব্যর্থ হবে।’
শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমাদ কাশেমীর সভাপতিত্বে এবং হা. মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব হা. মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল-আমিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী, অ্যাড. মানিক মিয়া সরদার প্রমুখ।
রাজিব হোসেন/সালমান/