বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।’
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, ‘দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে প্রতিবেশী দেশ ভারতের ফাঁদে পা দিয়েছে। তাদের সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।’
তারেক রহমান বলেন, ‘বিএনপি চায় দেশের প্রতিটি সম্ভাবনাকে বের করে সেগুলোকে কাজে লাগাতে। সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার, জনগণের সরকারই জনগণকে নিয়ে ভাবে। বিএনপির রাজনীতি উৎপাদন, উন্নয়নের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার নৃশংসতা দেখেছে পুরো জাতি। দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। বিএনপি দেশের জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে। বিএনপির রাজনীতি জনগণের জন্য।’
সাতক্ষীরা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জীবন-জীবিকার উন্নয়নের দায়িত্ব নেবে। শুধু সাতক্ষীরা নয়, প্রতিটি জেলাকে নিয়ে কাজ করতে চাই। যেন দেশের জনগণ শান্তিতে থাকতে পারে।’
এর আগে সদ্য কারামুক্ত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম প্রমুখ।