ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩২, সোমবার, ০৯ জুন ২০২৫
English

ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দিলো ক্যালিফোর্নিয়া বিএনপি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দিলো ক্যালিফোর্নিয়া বিএনপি
চেক হস্তান্তর করছেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মরিরুজ্জামান মনির

দেশের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অর্থ সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে সহায়তার চেক হস্তান্তর করা হয়।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের তত্ত্বাবধানে এবং দলের অন্যান্য নেতাকর্মীদের সহযোগীতায় সংগৃহীত ৫ লাখ ২৫ হাজার ২০ টাকার একটি চেক বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে জমা দেওয়া হয়।

চেকটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির আহ্ববায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের কাছে হস্তান্তর করেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মরিরুজ্জামান মনির।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ।

সাম্প্রতিক বন্যায় দেশের পূর্বাঞ্চলের অনেক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাৎক্ষণিক নির্দেশে পূর্বঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করে ৩১ আগস্ট বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

শফিকুল ইসলাম/অমিয়/

রাজনৈতিক দলগুলোকে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৬:৪১ পিএম
রাজনৈতিক দলগুলোকে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধ করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের সব রাজনৈতিক দলকে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোঁকাবাজির চক্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সব দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বিশেষ করে তাদের সংযুক্ত শাখা, ছাত্র সংগঠনসহ অবিলম্বে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোঁকাবাজির চক্র বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্রদলকে লক্ষ্য করে সাম্প্রতিক ঘটনাটি শুধু অগ্রহণযোগ্য নয় বরং আরও উদ্বেগজনক বিষয় হলো কত দ্রুত কিছু মিডিয়া তথ্য যাচাই না করে এই প্রোপাগাণ্ডাকে প্রসারিত করেছে। এটা সাংবাদিকতা নয়, এটা জটিলতা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে- একটি পরিবর্তনশীল পর্যায় যা প্রতিটি রাজনৈতিক অভিনেতার কাছ থেকে পরিপক্কতা, সংযম এবং অখণ্ডতা দাবি করে। সত্য, জবাবদিহিতা, এবং দায়িত্বশীল নেতৃত্বের জয় অবশ্যই হওয়া উচিত।’

পপি/

এপ্রিলে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে ভাবার আহ্বান শামা ওবায়েদের

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:৩৩ পিএম
এপ্রিলে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে ভাবার আহ্বান শামা ওবায়েদের
ছবি: খবরের কাগজ

অন্তর্বর্তী সরকার আগামী এপ্রিলে যে নির্বাচনের কথা বলেছেন, তা নিয়ে আরও একবার ভাবার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী এপ্রিল মাসে যে নির্বাচনের কথা বলেছেন সে নির্বাচন নিয়ে আপনারা আরও একবার ভাবুন। এপ্রিল মাসের আগেই রোজার মাস রয়েছে। সেই রোজার মাসে ইলেকশনের ক্যাম্পিং করা খুব দুরুহ ব্যাপার। এরপরে রয়েছে ঈদ, আর সেই ঈদের সময় আপনারা নির্বাচন দিচ্ছেন। এছাড়া এপ্রিল মাস ঝড় বৃষ্টির মাস। বিভিন্ন পরীক্ষার মাস এই এপ্রিল মাস। সেই মাসে যে দল সরকার গঠন করুক তাদেরকে বিপদের মধ্যে পড়তে হবে। কদিন পরেই ২০২৬ সালের জুন মাস যে মাসে সরকারি বাজেট ঘোষণা করা লাগবে একটি সরকারকে। বিভিন্নভাবে এবং বাস্তবসম্মত কারণেই এপ্রিল মাসটা বাংলাদেশ জনগণের জন্য, ভোটারদের জন্য, রাজনীতি দলগুলোর জন্য, বিশেষ করে আমাদের মা-বোনদের জন্য এবং ইয়াং জেনারেশনের জন্য এই মাসে নির্বাচন সমীচীন হবে কিনা সেটা এই অন্তর্বর্তী সরকারকে ভেবে দেখা দরকার। এ কারণেই আমরা বলছি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিলে কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না। কারণ বাংলাদেশের মানুষ একটি দ্রুত নির্বাচন দেখতে চায়। কারণ, এরই মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।’

সোমবার (৯ জুন) দুপুরে লস্করদিয়া কে এম আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে নগরকান্দা-সালথা বিএনপির নেতা-কর্মীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, শাহিনুজ্জামান শাহিন, আশরাফ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ, যুব নেতা রবিউল ইসলাম বাবু, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার-সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সঞ্জিব দাস/অমিয়/

ডিসেম্বরের পরে একদিনও নির্বাচন পেছানো যাবে না: আজাদ

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৮:১১ পিএম
ডিসেম্বরের পরে একদিনও নির্বাচন পেছানো যাবে না: আজাদ
বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ছবি: খবরের কাগজ

ডিসেম্বরের পরে একদিনও নির্বাচন পেছানো যাবে না বলে জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

তিনি বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমরাও বলব- ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের একদিন পরও নির্বাচন হওয়া যাবে না।’

রবিবার (৮ জুন) দুপুরে ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখীতে নিজ বাড়িতে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলব- সব প্রকার ষড়যন্ত্র বাদ দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন এবং সেটি ডিসেম্বরের মধ্যেই হতে হবে। দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতে চান এবং তাদের পছন্দের দলকে ক্ষমতায় দেখতে চান।’

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। সেজন্য তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন কোনো রকম চাঁদাবাজি ও দুর্নীতি এবং অন্যায় করা যাবে না। দখলদারি ও মাদকে সম্পৃক্ত হওয়া যাবে না। মাদক নিয়ে সামনে এগোনো যাবে না। সুন্দর বাংলাদেশ গড়তে জনগণের পাশে থেকে ও জনগণকে পাশে রেখে সামনে এগিয়ে যেতে হবে। সুন্দর আয়োজনের মাধ্যমে জনগণকে সঙ্গে রাখতে হবে।’

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে করে যাবো ইনশাআল্লাহ। সেই কাজ করতে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সবার আগে রাজপথে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল, লাবলু, যুগ্ম সদস্য সচিব মনির, থানা যুবদলের আহ্বায়ক সেলিম, সদস্য সচিব খোরশেদ, থানা বিএনপি নেতা মতিউর রহমান মতিনসহ হাজারো নেতা-কর্মী।

শফিকুল/পপি/

নির্বাচন কি ক্ষমতাসীনদের দিকে প্রভাবিত হবে, প্রশ্ন আমীর খসরুর

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৭:৪৯ পিএম
নির্বাচন কি ক্ষমতাসীনদের দিকে প্রভাবিত হবে, প্রশ্ন আমীর খসরুর
আমীর খসরু মাহমুদ চৌধুরী

ক্ষমতাসীনরা কি আগামী নির্বাচন প্রভাবিত করে নিজেদের দিকে নিয়ে যাবে- এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে? কাদের জন্য সুবিধা সৃষ্টি করা হচ্ছে? এতে লাভবান কারা হচ্ছে? তাহলে আগামী নির্বাচনও কি যারা ক্ষমতায় আছে, তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে?’

রবিবার (৮ জুন) দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশলবিনিময় করার সময় আমীর খসরু এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরেই নির্বাচন চায় এবং এ বিষয়ে একটি ঐকমত্য প্রায় গঠিত হয়েছে। বিচারিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা স্বাভাবিক গতিতেই চলবে, সরকার এতে কোনো হস্তক্ষেপ করবে না। যখন এই বিষয়গুলো স্পষ্ট, তখন হঠাৎ করে নির্বাচন এপ্রিলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় বিস্ময় সৃষ্টি হয়েছে। অথচ এর আগেই- সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নানা দিক বিবেচনা করেই সবাই মিলে ডিসেম্বরকে নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় হিসেবে নির্ধারণ করেছিলেন। কারণ, এর পরই শুরু হবে পবিত্র রমজান মাস, যখন নির্বাচন পরিচালনা কঠিন হয়ে পড়ে। তার পরপরই রয়েছে পাবলিক পরীক্ষা, বৈরী আবহাওয়া ও কালবৈশাখীর মতো নানা প্রতিবন্ধকতা। এসব কারণে এপ্রিলে নির্বাচন করার প্রস্তাবের পেছনে বাস্তব কারণ কী- তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।’

পপি/

জুলাইয়ের আত্মত্যাগের উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে অবমুক্ত করা: রিজভী

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৭:২২ পিএম
জুলাইয়ের আত্মত্যাগের উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে অবমুক্ত করা: রিজভী
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

গণতন্ত্রকে অবমুক্ত করা জুলাইয়ের আত্মত্যাগের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জুলাইয়ের আত্মত্যাগের লক্ষ্য ছিল গণতন্ত্রকে অবমুক্ত করা। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয়।’

রবিবার (৮ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘ক্ষমতায় আসলেই সবাই তা চিরস্থায়ী করতে চান। অন্তর্বর্তী সরকারও এ ধারায় পড়েছে কি না তাই প্রশ্ন। সবার সমর্থন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তারপরও টানাপোড়েনে রয়েছে গণতন্ত্র।’

তিনি বলেন, ‘আগামী বছরের এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠিত হলে রমজান মাসের সঙ্গে প্রচার কার্যক্রমের সময় মিলে যাবে, যা জনসাধারণের জন্য ভোগান্তির কারণ হবে। তাই জনগণের সুবিধার কথা বিবেচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।’

পপি/