গাজীপুর-সাভারে তৈরি পোশাক শিল্পাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা-অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের স্বার্থে তৈরি পোষাক শিল্প খাতে অস্থিরতা বন্ধের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ আহ্বান জানিয়েছেন দলের নেতারা।
বৈঠক নেতারা বলেন, ‘দেশের স্বার্থে তৈরি পোষাক ও ঔষধ শিল্প খাতে অস্থিরতা বন্ধ করতে হবে। গাজীপুর, সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শত শত কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। প্রায় শতাধিক কারখানা বন্ধ রয়েছে। হামলাকারীদের কাউকেই স্থানীয় ও কারখানার শ্রমিকরা চেনেন না। কারখানায় অসন্তোষ দেখা দিলেও শ্রমিকরা কখনোই মেশিন ভাঙচুর করেন না। এর পেছনে একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের ইঙ্গিতও দিয়েছেন মালিকপক্ষ।’
তারা বলেন, ‘দেশের প্রায় ৪০ লাখ লোকের কর্মসংস্থান এই রপ্তানীমুখী শিল্পের সঙ্গে জড়িত। দেশের অন্যতম রপ্তানী আয়ের এই খাতকে যেকোন মূল্যে রক্ষা করতে হবে। পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির সব ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানকে সুসংহত করতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষকরে ছাত্র, রাজনীতিবিদ, সরকারের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
অন্তর্বর্তী সরকারেরর প্রতি আহ্বান জানিয়ে নেতারা আরও বলেন, তাদেরকে অগ্রাধিকারভিত্তিতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার উদ্যোগ নিতে হবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসাকে প্রাধান্য দিতে হবে।
খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন- নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অর্থ সম্পাদক আলহাজ আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতী আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক, মো. জিল্লুর রহমান, অ্যাডভোকেট মো. শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক, আলহাজ নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, মাওলানা মুহাম্মদ আজিজুল হক প্রমুখ।
শফিকুল ইসলাম/ইসরাত চৈতী/অমিয়/