২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও বিরোধী দলীয় সব নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা, গায়েবি ও বানোয়াট মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দেবে বিএনপি।
আগামী সপ্তাহে সরকারপ্রধান ও তার উপদেষ্টাদের এই চিঠি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে।
দলটির নির্ভরযোগ্য সূত্রমতে, জাতীয়বাদী আইনজীবী ফোরামের সব জেলার কমিটির সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির দেওয়া তথ্যমতে, গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করেছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক ও আব্দুল আউয়াল মিন্টুকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়। তারা শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন। দেশে ব্যবসায়ী পরিবেশ স্বাভাবিক রাখতেও তদরকি করবেন তারা।
সংশ্লিষ্ট সূত্রমতে, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। এ ছাড়া রাষ্ট্র মেরামতে বিএনপিঘোষিত ৩১ দফা রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের জন্য উদ্যোগ নিতে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিশেষ নির্দেশনা দেন।
সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টায় ৩৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষ হয় রাত ১১টার দিকে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী (ভার্চুয়ালি), সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি), ইকবাল হাসান মাহমুদ টুকু (ভার্চুয়ালি) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শফিকুল ইসলাম/সালমান/