
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. পার্ক ইয়ং শিক-এর সঙ্গে বৈঠক করেছে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘন্টাব্যাপী এ বৈঠক শুরু হয় সকাল সাড়ে ১০টায়। বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে তিনি বলেন, দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং আগামী দিনে সম্পর্ক আরও কীভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেছি। আশা করি দুই দেশ আগামীতে পরস্পরের শ্রদ্ধা এবং সহমর্মিতার ভিত্তিতে সম্পর্ক আরও বেশি সামনে এগিয়ে যাবে। দুই দেশের সর্ম্পক উন্নয়নের একটা চূঁড়ার দিকে এগোবে।
জামায়াতের আমীর বলেন, বাংলাদেশ কীভাবে দেশের জনগণের উন্নতি নিরাপত্তা অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে পারে, বিশেষ করে বাংলাদেশ ও কোরিয়া এক্ষেত্রে তাদের পার্টনারশিপ আরও কীভাবে উন্নত করতে পারে সেবিষয়ে আমরা আলোচনা করেছি। সম্প্রতি আন্দোলনের যারা আহত হয়ে চোখ হারিয়েছেন, মূল্যবান অঙ্গহানি হয়েছে, কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কী সহযোগিতা করতে পারে সে বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের আশ্বস্ত করেছেন, তারা ভেবেচিন্তে বেশ কিছু সহযোগিতা করতে পারবেন। এ মুহূর্তে আমাদের সহযোগিতাটাই বড়ই প্রয়োজন। নইলে কিছু জীবন আজীবনের জন্য পঙ্গু বা বিপর্যস্ত হয়ে যাবে।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নে কোরিয়ার দক্ষতা কীভাবে আরও বেশি পেতে পারি, কোরিয়াতে প্রবাসী বাংলাদেশিরা সততা ও দক্ষতা দিয়ে আরও কীভাবে বড় অবদান রাখতে পারে এবং দক্ষকর্মী কোরিয়ায় কীভাবে যেতে পারেন সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। আমরা মনে করি, কোরিয়ান রাষ্ট্রদূত কনভিন্সড হয়েছেন। আমাদের সমাজ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছ থেকে এটা স্পষ্ট ধারণা পেয়েছেন।
পরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-শিক সাংবাদিকদের বলেন, কীভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। দেশের গার্মেন্টস শিল্প, ইলেকট্রনিক কনজ্যুমার, ইনফাস্ট্রাকাচার খাত, পিপিপি খাতে কোরিয়া সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক খাতে কোরিয়ার দক্ষতা দিয়ে বাংলাদেশকে আমরা সহযোগিতা করতে চাই। বাংলাদেশের কাঠামোগত উন্নয়ন ও শ্রমিক নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে আরও অংশ নেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান, এএইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, আব্দুর রব, মোবারক সেন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শফিকুল ইসলাম/এমএ/