ঢাকা ২৪ কার্তিক ১৪৩১, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

কুচক্রী মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে : ফারুক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম
আপডেট: ১১ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম
কুচক্রী মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে : ফারুক
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’তে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক

প্রশাসনসহ দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকা কিছু কুচক্রী বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’তে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, ‘প্রশাসনসহ দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকা কিছু কুচক্রী বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশকে অস্থির করতে তারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তাদের ব্যাপারে নেতা-কর্মী ও দেশবাসীকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘জনগণ জানতে চায়, এখনো কেন শেখ হাসিনার প্রেতাত্মারা সচিবালয়ে বসে আছে। এখনো কেন শেখ হাসিনার ছাত্রলীগ, যুবলীগ নিষিদ্ধ হলো না। বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকা শেখ হাসিনার পেতাত্মারা এখনো ধরাছোঁয়ার বাইরে কেন?’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘১৬ বছরের নির্যাতন, ১৬ বছরের আয়নাঘরে থাকা, ১৬ বছরের গুম, ১৬ বছরের খুন করা স্বৈরাচার শেখ হাসিনাকে আল্লাহপাক দেশ থেকে বিতাড়িত করেছে। বাবার দেশ হিসেবে তিনি গর্ব করতেন সেই বাবার মৃত্যুর মাসেই তাকে বিদায় দিয়েছে জনগণ।’

তিনি বলেন, ‘এই স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনার মদদপুষ্ট মইনুদ্দিন-ফখরুদ্দিন এই ১১ সেপ্টেম্বরেই তারেক রহমানকে বিদেশে পাঠিয়েছিলেন। আপনারা (অন্তর্বর্তী সরকার) এখনো কেন তারেক রহমানের নামের মিথ্যা মামলা প্রত্যাহার করলেন না? আমরা যখন গ্রামে যাই গ্রামের মানুষ আমাদের জিজ্ঞেস করে তারেক রহমান আসবেন কবে, তার মামলা কবে প্রত্যাহার হবে।’ 

ফারুক বলেন, ‘শেখ হাসিনা যদি ’৪১ সাল পর্যন্ত থাকত, তা হলে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির পায়ের নিচে থাকত। যারা মায়ের বুক খালি করেছে, তারা কীভাবে ভারতে পালিয়ে গেল। তাদের নামের শ্বেতপত্র প্রকাশ করতে হবে এই সরকারকে। যৌক্তিক সময় নিয়ে অবশ্যই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন।’

জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহা. নেসারুল হক, আনোয়ার হোসেন বুলু, ন্যাশনাল পিপুলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কারী আবু তাহের, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস প্রমুখ।

শফিকুল/পপি/

বৈষম্যহীন সমাজ গড়তে চায় জামায়াতে ইসলামী

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম
বৈষম্যহীন সমাজ গড়তে চায় জামায়াতে ইসলামী
ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার নবনির্বাচিত আমিরের শপথ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন সমাজ গড়তে এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াযযাম হোসাইন হেলাল।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার নবনির্বাচিত আমিরের শপথ ও সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ভোলার আদর্শ একাডেমি মাঠে জেলার আমির জাকির হোসাইনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. হারুনুর রশিদ। 

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর, কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য কেন্দ্রীয় মজলিশ উস শূরা সদস্য ও ভোলা জেলার সাবেক আমির, ইসলামী চিন্তাবিদ মাওলানা ফজলুল করিম।

এ সময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জালিম সরকারের পতনের ইতিহাস পৃথিবীর বুকে নজির হিসেবে লেখা থাকবে। এই বিজয়কে স্থায়ী করে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো মানুষের দল ছিল না। এটি মাস্তানি, চাঁদাবাজি আর মানুষের অধিকার হরণের দলে পরিণত হয়েছিল। কিন্তু বাংলাদেশে জামায়াতের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েছে। আগামী দিনে জনগণের ভোটের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জামায়াতে ইসলামীর অনেক অবদান রয়েছে বলে তিনি যোগ করেন। 

আর কোনো দিন এই স্বৈরাচার যেন দেশে আসতে না পারে, সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে ২০২৫-২৬ সেশনের আমির হিসেবে শপথ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস উস শূরার সদস্য মাস্টার মো. জাকির হোসাইন।

জেলা আমিরের শপথের পর নবনির্বাচিত আমিরের তত্ত্বাবধানে রুকনদের প্রত্যক্ষ ভোটে জেলা শূরাহ সদস্য নির্বাচন করা হয়।

তাওফিক/অমিয়/

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক টিম ঘোষণা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক টিম ঘোষণা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মো. আবু হোরায়রাকে সভাপতি (বামে) এবং এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম ঘোষণা করা হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম ঘোষণা করা হয়েছে।

সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর নেতৃত্বে এ নতুন সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। 

এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পরামর্শে এই কমিটি গঠন করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যেই এই টিমের কাজ হবে।

আবু হোরায়রা বলেন, ‘দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের ভূমিকা সুদৃঢ় করতে এবং জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের মতামত ও ভাবনা শোনা হবে। আগামী দিনে তাদের মতামত বাস্তবায়নে অংশীদার করতে এই টিম কার্যকর ভূমিকা পালন করবে।’

সার্বিকভাবে মনিটরিং দায়িত্বে রয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র-সহ সভাপতি, মো. রিসালাত ইসলাম সজীব, সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুন।

শফিকুল ইসলাম/সাদিয়া নাহার/

সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৪২ পিএম
সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: খবরের কাগজ

একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, এই সরকারকে সেই যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ রাহি অডিটোরিয়ামে রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

এ সময় তিনি বলেন, যৌক্তিক সময় বলতে আমরা বুঝিয়েছি যে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, সেই সময়টুকু। সব মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। আর তফসিল ঘোষণা হলেই জামায়াত নির্বাচনের ইশতেহার ঘোষণা করতে প্রস্তুত রয়েছে।

ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অঙ্গ অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল। অপরাধ, খুন, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানির মাস্টারমাইন্ড ছিলেন ফ্যাসিবাদ শাসক শেখ হাসিনা।

জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিবাদের বিদায়ের কেবল তিন মাস হয়েছে। কিন্তু অপরাধপ্রবণতা ১০০ ভাগ বিদায় হয়নি। এখনো অপরাধ হচ্ছে। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। এ বিষয়গুলো আইন-শৃঙ্খলা বাহিনীকে বলেছি। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহতায়ালার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সব ধর্ম-বর্ণের মানুষের কল্যাণ থাকবে। 

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন।

মিলন উল্লাহ/মেহেদী/অমিয়/

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১১:৪৮ এএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১১:৫২ এএম
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি
খবরের কাগজ গ্রাফিকস

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনার করবে বিএনপি। 

আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, যুগপৎ আন্দোলন ও নির্বাচন বর্জন রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্টজনেরা। 

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি সেমিনারের বিষয়ে শুনেছি।

যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৩ সালের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি। 

গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলগুলোর সঙ্গে যুগৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা। 

এর আগে ২০২২ সালের ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করেন। 

২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করেন। 

তবে তার রাজনৈতিক ঘোষণাটি মূলত ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আসে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সেই সম্মেলনে খালেদা জিয়া জানান, ক্ষমতায় এলে তার দল জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নিরসনকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রের এককেন্দ্রিক ক্ষমতা দূর করতে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। 

তিনি জানান, জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। বিএনপির ৩১ দফায় এই সংস্কার প্রস্তাবগুলো রয়েছে।

শফিকুল/পপি/

গোপন বৈঠকের অভিযোগে ১৯ ইউপি সদস্য আটক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৯ এএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম
গোপন বৈঠকের অভিযোগে ১৯ ইউপি সদস্য আটক
হোটেল থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে ইউপি সদস্যদের। ছবি: খবরের কাগজ

কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেল থেকে আওয়ামীপন্থি ১৯ ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৮ নভেম্বর) কক্সবাজার শহরের কলাতলীতে ইউনি রিসোর্টের পঞ্চম তলার হলরুম থেকে তাদের আটক করা হয়।

আটকদের দাবি, জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা চলছিল। এ সময় পুলিশ ও অর্ধশতাধিক কথিত সমন্বয়ক তাদের হলরুম ঘেরাও করে। এরপর পুলিশ ও সমন্বয়ক পরিচয়ধারীরা এসে তল্লাশি শুরু করে।

এ বিষয়ে পুলিশ বলছে, আওয়ামীপন্থি ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিলেন। তবে বাকিদের ছেড়ে দেওয়ার কারণ স্পষ্ট করেনি পুলিশ।

এদিকে, হোটেল ঘেরাও করায় আতঙ্ক সৃষ্টি হয় আশপাশের এলাকায়। এমনকি পর্যটকদের হোটেল থেকে বেরিয়ে যেতেও দেখা যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, ‘আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এখানে অনেক ইউপি সদস্য আছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

তবে পুলিশের অভিযানে অর্ধশতাধিক কথিত সমন্বয়ক কেন? এমন প্রশ্নের জবাব দেননি পুলিশের এই কর্মকর্তা।

আটক টেকনাফ সদর ইউপির সদস্য জহির আহমেদ বলেন, ‘আজ জেলার ইউপি সদস্যের নিয়ে গঠিত সংগঠন ‘মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। আমরা প্রায় ৭০ জন ইউপি সদস্য উপস্থিত ছিলাম। দেশের ক্রান্তিকালে কীভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ পুলিশ ও সমন্বয়ক ঢুকে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আটক করে।’

গোপন বৈঠক হলে সড়কের পাশে হোটেলে ঘটা করে অনুষ্ঠানের আয়োজন করা হতো না দাবি জহিরের। তাদের অকারণে হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশি হেফাজত থেকে ছাড়া পেয়ে মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম জানান, তাদের মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের ব্যক্তিরাই ছিলেন।

পুলিশের অতর্কিত তল্লাশির প্রতি নিন্দা জানান তিনি।

পর্যটক মিরাজ খবরের কাগজকে বলেন, ‘আমি পরিবার নিয়ে এই হোটেলে উঠেছিলাম। হঠাৎ পুলিশ হোটেল ঘেরাও করে। এর কিছুক্ষণ পর ছাত্র পরিচয়ে কিছু লোক হোটেলে ঢুকে পড়েন। আমরা নিজেদের নিরাপদ মনে করছি না। তাই চলে যাচ্ছি।’

এদিকে অভিযানের নিউজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভিডিও ফুটেজ নিতে বাধা দেন সমন্বয়ক পরিচয়ধারী কিছু লোক। একপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে।

মুহিবুল্লাহ/নাইমুর/অমিয়/