শেখ মুজিবুর রহমান উপমহাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু তিনি সব দল নিষিদ্ধ করেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
শুক্রবার (১ নভেম্বর) সকালে কক্সবাজারের চকরিয়ায় কোরক বিদ্যাপীঠ মাঠে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ‘শেখ মুজিবুর রহমান উপমহাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু তিনি সব দল নিষিদ্ধ করেছিলেন। যার কারণে মৃত্যুর পর শেখ মুজিবের জানাজা পড়ার লোক পাওয়া যায়নি। তার মেয়ে হাসিনা ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট স্বৈরশাসক। বিগত সাড়ে ১৫ বছর জামায়াত-শিবিরের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুম করা হয়েছে। নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে। জামায়াতের প্রথম সারির সকল নেতাকে হত্যা করা হয়েছে। এ কঠিন পরিস্থিতিতেও জামায়াতে ইসলামী সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।’
তিনি বলেন, ‘সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ সরকার আমাদের প্রকাশ্যে কোনো ধরনের মিটিং-মিছিল করতে দেয়নি। বিগত বছরগুলোতে কেমন ছিল বাংলাদেশ? জামায়াত ও শিবিরসহ এ দেশের জনগণ তার সাক্ষী। হাসিনা সরকার জামায়াতে ইসলামী দলকে নিষিদ্ধ করেছিলেন। এরপর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে পালিয়ে যান।’
তিনি আরও বলেন, ছাত্ররা যে কারণে জীবন দিয়েছে, তার বাস্তবায়ন করবে জামায়াত। এটি আমাদের কর্তব্য। দুর্নীতিমুক্ত দেশ গড়তে দুর্নীতিমুক্ত মানুষ প্রয়োজন। দেশপ্রেমের চেতনায়-নৈতিকতায় উদ্বুদ্ধ হয়ে কাজ করলে সুখী-সমৃদ্ধ দেশ গঠন সম্ভব।
এই কর্মী সম্মেলনে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। জামায়াত আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। তাই জালিম ও বাতিলের কাছে মাথা নত করেনি। সময়ের ব্যবধানে ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু জামায়াত সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।
রাজু দাশ/সুমন/অমিয়/