জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিভক্ত হয়ে গেলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে। ৭ নভেম্বরের শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।’
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
এ সময় জামায়াতের আমির বলেন, ‘৭ নভেম্বর ইতিহাসে তাৎপর্যপূর্ণ। বাকশাল দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। বাকশাল চালু থাকলে আজও দেশে এত গণমাধ্যম থাকত না। বাকশাল প্রতিষ্ঠা করে আওয়ামী বাকশালীরা দেশের গণতন্ত্রের কবর রচনা করেছিল।’
দুর্নীতি সব অপকর্মের মূল। তাই দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের একজন প্রধানমন্ত্রী যদি চোর হয়, তবে তার অনুসারীরাও চোর হবে। দেশ গঠনের প্রথম কাজ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা তারুণ্যসমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামায়াত এমন একটি দেশ গড়তে চায়, যেখানে লেখাপড়া শেষে কেউ বেকার থাকবে না।’
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হেমায়েত হোসাইন, ইয়াছিন আরাফাত, ড. মাওলানা আহসান হাবিব, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার প্রমুখ।