ঢাকা ২২ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

সাংবিধানিক সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে: নজরুল ইসলাম খান

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
সাংবিধানিক সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে: নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রে দেশে নানা ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং গণতন্ত্র উত্তরণে নবদিগন্তের সূচনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ১২ দলীয় জোট।

সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা মনে করি, দীর্ঘদিন লড়াই করে বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলনরত সব দল ও সংগঠনের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। আমরা লড়াই করেছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, কিন্তু এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে আশা করছি।’

৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘৭ নভেম্বর দেশের পট পরিবর্তন হয়। সব পরিবর্তন মানুষ মনে রাখে না। কিন্তু ৭ নভেম্বরের অবিনাশী চেতনায় উজ্জীবিত বাংলাদেশ আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে চির জাগ্রত থাকবে। জনগণ জিয়াউর রহমানকে মহানায়ক বানিয়েছে।’

জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, দেশে প্রথম সংস্কার কার্যক্রম প্রয়োজন উপলব্ধি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং ৩১ দফা সংস্কার কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করেছেন। অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার সমাধান করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সভাপতির বক্তব্যে ১২ দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার বলেন, ‘জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য অনেক চক্রান্ত করা হয়েছে কিন্তু আন্দোলনরত দল ও সচেতন জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে।’

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান বলেন, ‘১৫ আগস্ট পরবর্তী ৭ নভেম্বরের বিপ্লবে আমরা রুশ-ভারতের আধিপত্যহীন বাংলাদেশ পেয়েছিলাম। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কল্যাণে শেখ মুজিবের বাকশাল এবং একনায়কতন্ত্রের জাল থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। না হলে আজও কোনো দলের রাজনীতি করার অধিকার থাকতো না।’

মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় পার্টির মহাসচিব হাসান হাবিব লিংকন, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ।

শফিকুল ইসলাম/এমএ/

১০ দিনের মধ্যে চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে: আতাউর রহমান

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
১০ দিনের মধ্যে চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে: আতাউর রহমান
সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত হাতিরঝিল থানার দাবিতে মগবাজারে হাতিরঝিল থানা জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: খবরের কাগজ

আগামী ১০ দিনের মধ্যে হাতিরঝিল এলাকার সব সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করে জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। 

তিনি বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মুখে আওয়ামী-বাকশালীদের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো মগবাজারে সক্রিয় রয়েছে। তারা লাগামহীন সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি অব্যাহত রেখেছে। কিন্তু পতিত স্বৈরাচারীদের এসব অপতৎরতা জনগণ কোনোভাবেই চলতে দেবে। অন্যথায় সচেতন জনতা ঘরে বসে তামাশা দেখবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানা জামায়াত আয়োজিত ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত হাতিরঝিল থানার দাবিতে এবং আওয়ামী লীগের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং হাতিরঝিল পশ্চিম থানা আমীর ইউসুফ আলী মোল্লার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য নুরুল ইসলাম আকন্দ, রাশেদুল ইসলাম, জামায়াত নেতা গোলাম মাওলা, আকতার হোসেন, ড.আনোয়ারুল হক, ছাত্রশিবির নেতা ফজলুর রহমান, সাজ্জাদ শিহাব, নাদিম প্রমুখ।

আতাউর রহমান বলেন, অনেক ত্যাগ ও কোরবানীর মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করলেও আওয়ামী লীগের অপরাজনীতির কারণেই আমরা পুরোপুরি স্বাধীনতার সুফল অর্জন করতে পারিনি। তারা ২০০৮ সালে পাতানো ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে দেশ ও জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছে। তারা গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়ে দেশকে ফ্যাসীবাদী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে। 

শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলটি মগবাজার টিএন্ডটি মসজিদ থেকে শুরু হয়ে নয়াটোলা হয়ে মগবাজার মোড়ে হয়ে ওয়ারলেস রেইল গেইট হয়ে মধুবাগ মাঠ গিয়ে শেষ হয়।

মাহফুজ/

২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না: জোনায়েদ সাকি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম
২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না: জোনায়েদ সাকি
গাজীপুর চৌরাস্তায় গণ-সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোনায়েদ সাকি। ছবি: খবরের কাগজ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সংবিধান সংশোধন করে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এমন আইন করতে হবে। সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী নির্বাচনে নিজস্ব মতামত এবং ভোটিং ব্যবস্থা চালু করতে হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে গাজীপুর চৌরাস্তায় বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণ-সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

গাজীপুর জেলা গণসংহতি আন্দোলনের আহ্বান আমজাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আশরাফুল আলম খোকন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পলাশ প্রধান/মাহফুজ/এমএ/

 

দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে: খেলাফত মজলিস

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম
দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে: খেলাফত মজলিস
খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি। ছবি: সংগৃহীত

দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

তিনি বলেন, ‘তাবেদার ফ্যাসিস্ট হাসিনার পতনে ভারতের নরেন্দ্র মোদি কষ্টে আছেন। ভারত সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না। স্বাধীনভাবে বেঁচে থাকতে দিতে চায় না। কিন্তু আমরা স্বাধীন জাতি। যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, সেভাবে স্বাধীনতা রক্ষা করব।’

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে  খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

আহমদ আবদুল কাদের বলেন, ‘স্বাধীনতার প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব কায়েম করতে হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন পালিয়ে গিয়ে ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদির মদদে এদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্রে কাজ হবে না। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সম্প্রীতির দেশ।’

সমাবেশে যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল বলেন, ‘ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করলে ভারতই ভেঙে খান খান হয়ে যাবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অখণ্ড ভারতের দিবা স্বপ্ন দেখছেন। অখণ্ড ভারতের স্বপ্ন দেখে লাভ নেই বরং ভারতের বৈষম্য ও জুলুম নির্যাতনের কারণে পূর্বাঞ্চলের সাত রাজ্য হাত ছাড়া হয়ে যেতে পারে।’ 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক এ কে এম গোলাম আজম, মাওলানা বিএম সিরাজ, মাওলানা এমদাদুল্লাহ খাঁন, মহানগরী দক্ষিণ সহ-সভপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক এইচ এম হুমাযুন কবির আজাদ, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুরুল আলম মনসুর, অফিস সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ, যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি জামিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি র‌্যালি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড়ে এসে শেষ হয়।

শফিকুল ইসলাম/নাবিল/এমএ/

পিআর পদ্ধতিতে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে: চরমোনাই পীর

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
পিআর পদ্ধতিতে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে: চরমোনাই পীর
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: খবরের কাগজ

জাতীয় নির্বাচনের পর পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসনব কথা বলেন।

তিনি বলেন, ‘১৬ বছর ও ৫৩ বছরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে। যারা নির্বাচনের কথা বলে তারা মনে হয় ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়েছে। আমাদের মধ্যে জাতীয় ঐক্য থাকতে হবে। দুর্নীতিবাজ, লুটেরাদের নেতৃত্বে যারা আওয়ামী লীগকে আনতে চায় তারা দেশের শত্রু।’

অতীতের নির্বাচনে ফ্যাসিস্ট তৈরি হয়েছে বলে মন্তব্য করে রেজাউল করিম বলেন, ‘জুলাই-আগস্টের অভ্যুত্থানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে ইসলামি ছাত্র আন্দোলন রাজপথে ব্যানার নিয়ে আন্দোলন করেছে। এই সংগঠনের অনেক ছাত্র শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। ইসলামী আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপত্তি করার পরও ফারুকীকে সরিয়ে দেওয়া হয়নি। আশা করি সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবেন। সন্ত্রাস চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। মানুষের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি।’

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নুরুল বশর আজিজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মুনতাসির আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

সম্মেলনে ইউসুফ আহমদ মানসুরকে সভাপতি, মুহাম্মাদ মুনতাসির আহমদকে সহসভাপতি ও শেখ মুহাম্মদ মাহবুবুর রহমানকে সেক্রেটারি জেনারেল করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে ১৩ দফা উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আহমদ মানসুর। 

দাবিগুলো হলো- পতিত স্বৈরাচারী আওয়ামীলীগ ও তার সব সহযোগী সংগঠনকে বিচারের আওতায় এনে বিগত ১৬ বছরের দুঃশাসনের বিচার করতে হবে, জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী, হামলার নির্দেশদাতা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনতে হবে, ভারতীয় আগ্রাসন প্রতিরোধে শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতের নিকট থেকে নিজেদের সব হিস্যা বুঝে নিতে হবে, প্রচলিত ছাত্র রাজনীতি নয়, বরং জনকল্যাণমুখী ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি চর্চা এবং ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে, আহতদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ইত্যাদি।

শফিকুল ইসলাম/নাবিল/এমএ/

সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার: খন্দকার মোশাররফ

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার: খন্দকার মোশাররফ
ছবি: খবরের কাগজ গ্রাফিকস

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে ছোটখাটো বিষয় নিয়েও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের উদ্যোগে আয়োজিত ‘৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার সরকার ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে গেছে। অবৈধভাবে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সেখান (ভারত) থেকে ষড়যন্ত্র করছে। আজকে এই সরকারকে ব্যর্থ করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে, সবগুলো করা হচ্ছে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। দেশকে রক্ষা করতে হবে।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু আজকে ভারত থেকে শুরু করে আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের কিছু লোক কেন একটা সমস্যার সৃষ্টি করছে? কেন আমাদের সারা বিশ্বে মানহানি করছে? এটার একটাই উদ্দেশ্য, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফসল আজকের এই অন্তর্বর্তী সরকার। এ সরকার নিরপেক্ষ সরকার। এই সরকারকে আমরা সমর্থন করি। এ সরকারকে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার করা উচিত। নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া উচিত।’

সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, ‘আজকে সব পাঠ্যপুস্তকে সব আন্দোলনের পটভূমি সম্পৃক্ত করা প্রয়োজন। সব নেতৃত্বকারীদের নাম সম্পৃক্ত করা প্রয়োজন। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রকে আমাদের ধরে রাখতে হবে। আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়াপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

শফিকুল ইসলাম/সাদিয়া নাহার/