রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সকাল থেকেই ওই এলাকাসহ আশেপাশে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে প্রথম বারের মতো জিরো পয়েন্টে বিক্ষোভের ঘোষণা দেয় দলটি। আর আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই স্থানে গণজমায়তের ঘোষণা দিয়ে রাত থেকেই জিরো পয়েন্টে অবস্থান নেয়।
পাল্টাপাল্টি এই কর্মসূচি ঘিরে জিরো পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের সঙ্গে টহল দিচ্ছে সেনাবাহিনীও। সার্বিক পরিস্থিতিতে অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশের জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে শহিদ নূর হোসেন দিবসে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তাছাড়া পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনীকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের কর্মী সন্দেহ হলেই মোবাইল চেক করা হচ্ছে। মোবাইলে আওয়ামী লীগের সমপৃক্ততার কোনো প্রমাণ থাকলেই মারধর করে প্রশাসনের হাতে তুলে দিতে দেখা গেছে।
অমিয়/