নতুন বাংলাদেশে প্রত্যেক নাগরিকের সমান ন্যায্যতা ও একটি ফেয়ার শেয়ার (সমঅধিকার) নিশ্চিত করবে বিএনপি। এ মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সঠিক বাস্তবায়ন, বরাদ্দ করা অর্থের পরিমাণ বৃদ্ধি কিংবা সেই অর্থের সুষ্ঠু বণ্টন- যেভাবেই হোক, আমরা চেষ্টা করব আপনাদের (প্রতিবন্ধী) অধিকার ও সুযোগ নিশ্চিত করতে।’ প্রতিবন্ধীরা একা নয়, তাদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি-আরডিইসি ভবন মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদের (পিএনএসপি) সাধারণ সম্পাদক প্রতিবন্ধী সালমা মাহবুব ও প্রতিবন্ধী ইফতেখার মাহবুবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ। মতবিনিময় সভায় সারা দেশ থেকে আসা দেড় শতাধিক প্রতিবন্ধী নাগরিক অংশ নেন।
তারেক রহমান বলেন, ‘১৬ বছর ধরে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার ও স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছিল। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। আপনারাও তার ব্যতিক্রম নন। ফলে আপনাদের জীবনের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা ব্যক্তিগতভাবে আমিও অনুভব করেছি।’
মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানোর জন্য প্রতিবন্ধী নাগরিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, ভাই হিসেবে কথা বলছি। আপনারা আমাদের পরিবার, সমাজ ও দেশের অংশ। আপনাদের সাহস, সংকল্প ও শক্তি আমাদের জন্য প্রেরণার উৎস। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আমাদের সমাজ ও অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে আপনাদের অসাধারণ ভূমিকা রয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘প্রকৃত সক্ষমতা মেধা দিয়ে প্রমাণ হয়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিশ্রুতি দিতে চাই, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।’
পটুয়াখালী ও মৌলভীবাজারের চারজন প্রতিবন্ধীর জীবনের সাফল্য ও সংগ্রামের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “প্রকৃত সক্ষমতা শরীর দিয়ে নয়, মনের জোর, ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে মাপা হয়। তারা আমাদের শিখিয়েছেন, ‘বাধা’ শুধু একটি শব্দ, যা চেষ্টার মাধ্যমে জয় করা সম্ভব।”
একটি স্বতন্ত্র মন্ত্রণালয় ক্ষমতায় গেলে প্রতিষ্ঠার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘২০০১ সালে বিএনপি সরকার রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করলেও আওয়ামী লীগ সেই ভাতাকে নিজেদের নেতা-কর্মীদের মাঝে লুটে নিয়েছেন। প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দিতে চাই। নিবন্ধন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে আমরা সমাজকল্যাণ, স্বাস্থ্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করব, যাতে একজন প্রতিবন্ধীও সামাজিক সুবিধা থেকে বাদ না পড়েন।’
শফিকুল ইসলাম/মাহফুজ/এমএ/