ঢাকা ২৬ অগ্রহায়ণ ১৪৩১, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

সাবেক মন্ত্রী রাজ্জাক, সাবেক এমপি করিম, সাবেক আইজিপি শহীদুল রিমান্ডে

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম
সাবেক মন্ত্রী রাজ্জাক, সাবেক এমপি করিম, সাবেক আইজিপি শহীদুল রিমান্ডে
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক এমপি ফজলে করিম, সাবেক আইজিপি শহীদুল হক। ছবি: সংগৃহিত

দুই সাবেক মন্ত্রী শাজাহান খান ও রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 


এ ছাড়া পৃথক মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদকে (মেহেদী) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার পৃথক মামলায় ঢাকার দুইটি আদালত এসব আদেশ দেন।


এ ছাড়াও চট্টগ্রামে সাবেক এমপি ফজলে করিমকে ৩ দিন, টাঙ্গাইলের সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ১৫ দিন এবং কুমিল্লায় সাবেক আইজিপি শহীদুল হক, সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন তিনটি আদালত।

 
আদালত সূত্র জানায়, যুবলীগ নেতা শামীমকে হত্যার অভিযোগে করা মামলায় গতকাল শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত। 
এর আগে তাদের আদালতে হাজির করে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এদিকে রাজধানীর যাত্রাবাড়ীর মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গতকাল আহমদ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন একই আদালত। 
এ ছাড়া রাজধানীর মিরপুরে দুই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত। 


এদিকে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আলমগীর হোসেন (৩৪) নামে এক বাস চালক। এ মামলায় গতকাল মমতাজ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন।


এর আগে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় এদিন রিমান্ড শুনানি হয়নি।

সাবেক এমপি ফজলে করিমের ৩ দিনের রিমান্ড 
অস্ত্র মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন। 


চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন বলেন, রাউজান থানার অস্ত্র মামলায় ফজলে করিম চৌধুরীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আদালত সূত্রে জানা যায়, রাউজান উপজেলার গহিরায় গত ২৫ সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি থেকে একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এর মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। বাকিগুলো অবৈধ অস্ত্র। এ ঘটনায় রাউজান থানায় মামলা হয়। 

সাবেক মন্ত্রী রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে 
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থীকে হত্যা এবং ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা তিন মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার টাঙ্গাইল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। 


এর আগে সকাল থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলের দিকে রাজ্জাককে আদালতে নেওয়ার সময় তারা ডিম ছুড়ে মারে। 


টাঙ্গাইল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, আজকে (সোমবার) তিনটি মামলায় আব্দুর রাজ্জাককে ১৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তার মধ্যে মধুপুর উপজেলায় গত ৪ আগস্ট হামলার ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা ও অপর দুটি হলো মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা। 

সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার ২ দিনের রিমান্ড
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় শহীদুল হক, গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামের এক ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সকালে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা এই আদেশ দেন। সেলিম কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি ও মামলার বাদী পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু।


২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তবে ৫ আগস্ট অভ্যুত্থানের পর গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় ১৯০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের। 

বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে ভারতের গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে: আমিনুল হক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে ভারতের গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে: আমিনুল হক
রাজধানীর পল্লবীতে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক হক। ছবি: খবরের কাগজ

বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে ভারতের গণমাধ্যম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অপপ্রচার ছড়াচ্ছে, আসলে তাদের উদ্দেশ্য বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করা। এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সর্তক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে রাজধানীর পল্লবীতে বড় মসজিদের সামনের সড়কে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ‘সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মাদক ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ উল্লেখ করে আমিনুল হক বলেন, আমাদের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই-বোনেরা সবাই বাংলাদেশি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। 

তিনি বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে যত মামলা হামলা হয়েছে, সেটা আওয়ামী লীগই করেছিল। বিএনপি কখনোই জড়িত ছিল না। এটা ইতিমধ্যে প্রমানিত হয়েছে। 

সাধারন জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদককে নির্মূল করা হবে মন্তব্য করে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো বিএনপিতে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। আমাদের ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মকে যদি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই, তাহলে অবশ্যই মাদককে নির্মূল করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনপ্রিয়তা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে।

পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ও মোকসেদুর রহমান আবিরের সঞ্চালনা সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুবুল আলম মন্টু, মহানগর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।

শফিকুল ইসলাম/মাহফুজ/এমএ/

ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম
ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি: তারেক রহমান
কুমিল্লায় রাষ্ট্র সংস্কারের ৩১-দফা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। ছবি: খবরের কাগজ

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা দেখেছি কীভাবে নিশিরাতে ভোট হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। ভোট ডাকাতি এবং নিশিরাতে ভোট, এসব ভালো কিছু করতে পারে না তা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। আমরা চাই আগামী দিনে বাংলাদেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার ফান টাউন পার্ক মিলনায়তনে রাষ্ট্র সংস্কারের ৩১-দফা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখে, মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে। মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু আমরা আশাবাদী এখনো সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে।

তারেক রহমান বলেন, যখন অনেকেই বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচারের বিদায় হবে, আমরা সেই সময় এসব দফা দিয়ে ছিলাম। সেটা প্রায় দুই বছর আগে। আমরা প্রথমে ২৭ দফা দিয়েছিলাম পরবর্তী সময়ে ৩১ দফা হয়েছে। কারণ আমাদের সঙ্গে অনেক গণতান্ত্রিক দল স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিলেন তাদের মতামত যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে। শিক্ষার্থীদেরকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা হবে। প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলায় উৎসাহিত করা হবে। আমরা চাচ্ছি প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটি নাগরিক একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে। দেশের নাগরিকদেরকে এমনভাবে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে যাতে তারা দেশ-বিদেশে কোথাও গিয়ে না আটকায়। সারা বিশ্বেই যেন সে একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, অবধারিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে। পলাতক সরকারের কিছু লোক ভারতে আশ্রয় নিয়েছে । তারা চেষ্টা করবে দেশে অশান্তির সৃষ্টি করার জন্য। দেশের মানুষ এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে প্রস্তুত। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি জনগণের সঙ্গে আছে। ৩১ দফা আমরা জনগণের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। বিগত ১৬ বছর যাবৎ নানা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর জেলা বিএনপি, মহানগর ও পৌরসভার শীর্ষ নেতারা। এ সময় নেতা-কর্মীরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িত হবে না মর্মে অঙ্গীকার করেন।

জহির শান্ত/মাহফুজ/এমএ/

 

জামায়াতের আমিরের সঙ্গে ইরান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
জামায়াতের আমিরের সঙ্গে ইরান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও উন্নয়নের ধারা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে অভিমত প্রকাশ করা হয়। বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে দলের নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

ইরান রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল সেক্রেটারি জাভেদ আসকারি এবং জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মোয়াযযম হোসাইন হেলাল, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। 

টার্কি ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের সঙ্গে সাক্ষাৎ  

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টার্কিভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রতিনিধিদলে ছিলেন- ড. রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট ও রাসিম আয়তিন। 

সাক্ষাৎকারে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হবে বলে উভয় পক্ষ আশা ব্যক্ত করেন। 

শফিকুল/সালমান/

 

নড়াইলে মাশরাফির বিরুদ্ধে আরেক মামলা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম
নড়াইলে মাশরাফির বিরুদ্ধে আরেক মামলা
মাশরাফি বিন মর্তুজা

নড়াইলের লোহাগড়ায় সাবেক হুইপ ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা শাখার সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় মাশরাফি ও তার বাবা গোলাম মর্তুজা স্বপন ছাড়াও ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, ফয়জুল হক রোম, ফয়জুল আমীর লিটু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নড়াইল জেলার বিভিন্ন এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, অস্ত্রধারী ব্যক্তি। গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়ার সিঅ্যান্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর হামলা করে বেধড়ক মারপিট করে অভিযুক্তরা। বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমানসহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে নড়াইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে সদর থানায় গত ১০ সেপ্টেম্বর মাশরাফীও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। 

শরিফুল ইসলাম/জোবাইদা/অমিয়/

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ নয়: ড. মোশাররফ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ নয়: ড. মোশাররফ
‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা’ উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: খবরের কাগজ

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না। বরং এটা দেশের জন্য ক্ষতিকর হবে। কারণ পতিত সরকারের দোসররা দেশে-বিদেশে নানান ষড়যন্ত্র করে চলেছে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

ড. মোশাররফ বলেন, সংস্কারের কথা অনেক আগেই আমরা চিন্তা ভাবনা করে রেখেছি। বিএনপির যে ৩১ দফা দিয়েছে সেখানেও এই সংস্কারের কথাই বলা হয়েছে। বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। যদি স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোট দিতে পারে তাহলে এটা অবধারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আগামীতে সরকারে আসবে। 

উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তী এই সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়। রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি দলীয় সরকার গঠন সারা বাংলাদেশের মানুষের দাবি।
 
কুমিল্লা নগরীর ধুলিপাড়া এলাকার ফান টাউনে অনুষ্ঠিত এই কর্মশালার প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
সভাপতিত্ব করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া।

কুমিল্লা বিভাগীয় কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামসহ কুমিল্লার ছয়টি জেলা বিএনপি, মহানগর, পৌরসভর শীর্ষ নেতারা।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু,  সহত্রাণ ও পুনর্বাসন-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব।

জহির শান্ত/তাওফিক/অমিয়/ 

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });