ঢাকা ২৫ অগ্রহায়ণ ১৪৩১, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
English

আ.লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে: আমীর খসরু

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম
আ.লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে: আমীর খসরু
জাতীয় প্রেসক্লাবে ‘টেক ব্যাক বাংলাদেশ: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: খবরের কাগজ

আওয়ামী লীগকে ক্যানসেল (বাতিল) করতে হলে জনগণের ভোটের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘টেক ব্যাক বাংলাদেশ: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

এ সভার আয়োজন করে ভয়েস অব ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস।

সভায় আমীর খসরু বলেন, ‘আপনি যদি আওয়ামী লীগকে ক্যানসেল করে দিতে চান অন্য কোনোভাবে এগুলো টিকে থাকে না। ফ্যাসিস্টকে ক্যানসেল করবেন ভোটের মাধ্যমে চরমভাবে পরাজিত করে। অন্য কোনোভাবে ক্যানসেল করলে কোনো সুফল বয়ে আনবে না।’ 

তিনি বলেন, ‘বিএনপির জন্য সংস্কার নতুন কিছু নয়। খালেদা জিয়া ২০১৬ সালে ভিশন ২০৩০ সংস্কার প্রস্তাব দিয়েছিল। তারেক রহমানও যুগপৎ আন্দোলনে থাকা সব দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। শুধু সবাইকে নিয়ে নয়, বাস্তবায়নের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে থাকা সব দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে।’ 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের আস্থা নিয়ে সংস্কার করবে হবে। সেটা একমাত্র সম্ভব নির্বাচিত সরকারের মাধ্যমে। অনির্বাচিত কোনো সরকার তাদের নিজস্ব চিন্তাভাবনা ও দর্শনের সেভাবে সংস্কার করতে পারে না। যেসব সংস্কারে ঐকমত্য আছে, সেগুলো বাস্তবায়নে আমাদের কোনো আপত্তি নেই।’

আমীর খসরু বলেন, ‘জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে তা জাতির কাছে গ্রহণযোগ্য নয়। স্বাধীনতার পর শেখ মুজিবের একটা বয়ান ছিল, স্বৈরাচারের একটা ছিল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা বয়ান ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল- উন্নয়নের উপরে গণতন্ত্র। কিন্তু উন্নয়নের সঙ্গে গণতন্ত্র হাতে হাত মিলিয়ে চলতে হয়। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে হবে লুটপাট ও বিদেশে টাকা পাচারের উন্নয়ন। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে হবে পকেটের উন্নয়ন। একমাত্র বয়ান হবে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। এর বাইরে নতুন বয়ান শুনতে চাই না।’

তিনি বলেন, ‘৩১ দফা সংস্কার বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ১৬ বছরে জ্বলে-পুড়ে বিএনপি খাঁটি সোনায় পরিণত হয়েছে। ত্যাগ-জুলুমের মধ্যে দিয়ে নতুন বিএনপিতে পরিণত হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা ত্যাগ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে ও জীবন দিতে শিখেছে। গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াই থেমে থাকবে না।’ 

আমীর খসরু বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। আমরা সমর্থন দিয়ে যাচ্ছি এবং যাব। সবাই মিলে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পক্ষে কাজ করতে হবে। হাসিনা পালানোর পর দেশের মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। যে দল ও ব্যক্তি বুঝতে পারবে না, তাদের রাজনীতি বেশিদূর এগোতে পারবে না।’

তিনি বলেন, ‘বিএনপি শুধু বিপ্লব নয়, বিএনপি সংহতি। বিএনপি জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলছে। আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত করব সেটাই থাকবে। তাই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। স্বাধীন মানবিক বাংলাদেশ গড়তে চাই। দেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক সহকারী অধ্যাপক ড. এম মুজিবুর রহমান।

আয়োজক সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ। 

শফিকুল/পপি/

বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে ভারতের গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে: আমিনুল হক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে ভারতের গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে: আমিনুল হক
রাজধানীর পল্লবীতে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক হক। ছবি: খবরের কাগজ

বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে ভারতের গণমাধ্যম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অপপ্রচার ছড়াচ্ছে, আসলে তাদের উদ্দেশ্য বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করা। এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সর্তক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে রাজধানীর পল্লবীতে বড় মসজিদের সামনের সড়কে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ‘সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মাদক ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ উল্লেখ করে আমিনুল হক বলেন, আমাদের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই-বোনেরা সবাই বাংলাদেশি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। 

তিনি বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে যত মামলা হামলা হয়েছে, সেটা আওয়ামী লীগই করেছিল। বিএনপি কখনোই জড়িত ছিল না। এটা ইতিমধ্যে প্রমানিত হয়েছে। 

সাধারন জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদককে নির্মূল করা হবে মন্তব্য করে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো বিএনপিতে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। আমাদের ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মকে যদি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই, তাহলে অবশ্যই মাদককে নির্মূল করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনপ্রিয়তা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে।

পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ও মোকসেদুর রহমান আবিরের সঞ্চালনা সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুবুল আলম মন্টু, মহানগর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।

শফিকুল ইসলাম/মাহফুজ/এমএ/

ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম
ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি: তারেক রহমান
কুমিল্লায় রাষ্ট্র সংস্কারের ৩১-দফা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। ছবি: খবরের কাগজ

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা দেখেছি কীভাবে নিশিরাতে ভোট হয়েছে, ভোট ডাকাতি হয়েছে। ভোট ডাকাতি এবং নিশিরাতে ভোট, এসব ভালো কিছু করতে পারে না তা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। আমরা চাই আগামী দিনে বাংলাদেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার ফান টাউন পার্ক মিলনায়তনে রাষ্ট্র সংস্কারের ৩১-দফা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখে, মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে। মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু আমরা আশাবাদী এখনো সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে।

তারেক রহমান বলেন, যখন অনেকেই বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচারের বিদায় হবে, আমরা সেই সময় এসব দফা দিয়ে ছিলাম। সেটা প্রায় দুই বছর আগে। আমরা প্রথমে ২৭ দফা দিয়েছিলাম পরবর্তী সময়ে ৩১ দফা হয়েছে। কারণ আমাদের সঙ্গে অনেক গণতান্ত্রিক দল স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিলেন তাদের মতামত যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে। শিক্ষার্থীদেরকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা হবে। প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলায় উৎসাহিত করা হবে। আমরা চাচ্ছি প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটি নাগরিক একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে। দেশের নাগরিকদেরকে এমনভাবে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে যাতে তারা দেশ-বিদেশে কোথাও গিয়ে না আটকায়। সারা বিশ্বেই যেন সে একজন দক্ষ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, অবধারিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে। পলাতক সরকারের কিছু লোক ভারতে আশ্রয় নিয়েছে । তারা চেষ্টা করবে দেশে অশান্তির সৃষ্টি করার জন্য। দেশের মানুষ এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে প্রস্তুত। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি জনগণের সঙ্গে আছে। ৩১ দফা আমরা জনগণের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। বিগত ১৬ বছর যাবৎ নানা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর জেলা বিএনপি, মহানগর ও পৌরসভার শীর্ষ নেতারা। এ সময় নেতা-কর্মীরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িত হবে না মর্মে অঙ্গীকার করেন।

জহির শান্ত/মাহফুজ/এমএ/

 

জামায়াতের আমিরের সঙ্গে ইরান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
জামায়াতের আমিরের সঙ্গে ইরান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও উন্নয়নের ধারা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে অভিমত প্রকাশ করা হয়। বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে দলের নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

ইরান রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল সেক্রেটারি জাভেদ আসকারি এবং জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মোয়াযযম হোসাইন হেলাল, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। 

টার্কি ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের সঙ্গে সাক্ষাৎ  

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টার্কিভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রতিনিধিদলে ছিলেন- ড. রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট ও রাসিম আয়তিন। 

সাক্ষাৎকারে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হবে বলে উভয় পক্ষ আশা ব্যক্ত করেন। 

শফিকুল/সালমান/

 

নড়াইলে মাশরাফির বিরুদ্ধে আরেক মামলা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম
নড়াইলে মাশরাফির বিরুদ্ধে আরেক মামলা
মাশরাফি বিন মর্তুজা

নড়াইলের লোহাগড়ায় সাবেক হুইপ ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা শাখার সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় মাশরাফি ও তার বাবা গোলাম মর্তুজা স্বপন ছাড়াও ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, ফয়জুল হক রোম, ফয়জুল আমীর লিটু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নড়াইল জেলার বিভিন্ন এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, অস্ত্রধারী ব্যক্তি। গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়ার সিঅ্যান্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর হামলা করে বেধড়ক মারপিট করে অভিযুক্তরা। বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমানসহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে নড়াইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে সদর থানায় গত ১০ সেপ্টেম্বর মাশরাফীও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। 

শরিফুল ইসলাম/জোবাইদা/অমিয়/

আরও ৩ মামলায় গ্রেপ্তার ফজলে করিম

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম
আরও ৩ মামলায় গ্রেপ্তার ফজলে করিম
রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। সংগৃহীত

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ আরও তিনটি মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে তাকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট
ভবনে আনা হয়। 

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন,  রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ তিন মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। পরে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

তিনি আরও বলেন, রাউজান থানার আরেকটি মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হলেও মামলার নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় মামলাটির শুনানি হয়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে আত্মগোপনে যান রাউজানের এ সাবেক সংসদ সদস্য। এরপর ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় তাকে। 

মেহেদী

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });