
প্রথমবারের মতো কাউন্সিলের মধ্য দিয়ে দলের নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিল ডেকেছে দলটি। এছাড়া ২৪ ও ২৫ ডিসেম্বর পার্টির চেয়ারম্যান নির্বাচনের তারিখ, কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনি তফসিলও ঘোষণা করেছে এবি পার্টি।
রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন পার্টির উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী, আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, উপদেষ্টা পরিষদের সদস্য এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, নির্বাচন পরিচলনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও অন্যতম নির্বাচন কমিশনার সাবেক জেলা জজ আকতারুল আলম প্রমুখ।
নির্বাচনি তফসিল ঘোষণা করে ব্যারিস্টার যোবায়ের জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৮ ডিসেম্বর, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর, ভোট গ্রহণ ২৪-২৫ ডিসেম্বর, ভোট গণনা ও ফলাফল ২৮ ডিসেম্বর।
ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাচনের সিডিউল ঘোষণা করে তিনি জানান, মনোনয়নপত্র জমা ৫-১০ ডিসেম্বর, যাচাই বাছাই ১১-১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৩ ডিসেম্বর, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, ভোট গ্রহণ ১৯-২০ ডিসেম্বর, ফলাফল ঘোষণা ২১ডিসেম্বর।
সাধারণ সম্পাদক নির্বাচনের সিডিউল ঘোষণা করে তিনি বলেন, মনোনয়নপত্র জমা ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৪ ডিসেম্বর, ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর, ফলাফল ২৮ ডিসেম্বর।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, চার বছর আগে করোনাকালীন কঠিন পরিস্থিতিতে এই অফিস থেকেই ‘আমার বাংলাদেশ পার্টির যাত্রা শুরু হয়েছিল। করোনার পর আমরা কয়েকবারই কাউন্সিলের চেষ্টা করেছিলাম। কিন্তু ফ্যাসীবাদী সরকারের নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে আমাদের কাউন্সিল করা সম্ভব হয়নি। আগামী ২৮ ডিসেম্বর শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মেজর মিনার বলেন, এবি পার্টি জন্মলগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতীয় কাউন্সিল উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং পার্টির কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহোযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, গাজীপুরের সদস্য সচিব আমজাদ খান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী আক্তার অপি প্রমুখ।
শফিক/এমএ/