সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না। বরং এটা দেশের জন্য ক্ষতিকর হবে। কারণ পতিত সরকারের দোসররা দেশে-বিদেশে নানান ষড়যন্ত্র করে চলেছে।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, সংস্কারের কথা অনেক আগেই আমরা চিন্তা ভাবনা করে রেখেছি। বিএনপির যে ৩১ দফা দিয়েছে সেখানেও এই সংস্কারের কথাই বলা হয়েছে। বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। যদি স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোট দিতে পারে তাহলে এটা অবধারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আগামীতে সরকারে আসবে।
উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তী এই সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়। রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি দলীয় সরকার গঠন সারা বাংলাদেশের মানুষের দাবি।
কুমিল্লা নগরীর ধুলিপাড়া এলাকার ফান টাউনে অনুষ্ঠিত এই কর্মশালার প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভাপতিত্ব করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া।
কুমিল্লা বিভাগীয় কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামসহ কুমিল্লার ছয়টি জেলা বিএনপি, মহানগর, পৌরসভর শীর্ষ নেতারা।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহত্রাণ ও পুনর্বাসন-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব।
জহির শান্ত/তাওফিক/অমিয়/