চলতি বছরের জুলাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার যে চিন্তা অন্তর্বর্তী সরকার করছে, সেটিও খুব সন্দেহের চোখে দেখছেন দলটি। সোমবার (১৩ জানুয়ারি) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।
নির্ভরযোগ্য সূত্রমতে, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা ও প্রয়োজনীয় পণ্যের উপর ট্যাক্স বসানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে একাধিক সদস্য বলেন, সরকারের ভেতর থেকে একটি অংশ জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে তাদের মনোভাবও বোঝা যাচ্ছে না। তাই আগেভাগেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার ব্যাপারে মত দেন কেউ কেউ।
তারা মনে করছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার যে কথা বলা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদ্দিত ও দুরভিসন্ধি। সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার দুরভিসন্ধি থেকে এটি করা হচ্ছে। অতীতে কোনো তত্ত্বাবধায়ক সরকার তো করেনি? এর পেছেনও উদ্দেশ কি? শিগগিরই এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করা হতে পারে।
সূত্র আরও জানায়, স্থায়ী কমিটির বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট–ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়েও আলোচনা হয়। তখন দুজন সদস্য বলেন, এতে জীবনযাত্রার খরচ বাড়বে। মানুষ এমনিতে কষ্টে আছেন। এই সিদ্ধান্ত তাদের আরও দুর্ভোগে ফেলবে।
বৈঠকে লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও আলোচনা হয়। দলের নীতিনির্ধারকদের জানানো হয় খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন। পারিবারিক পরিবেশে আছেন। সোমবার তিনি হাসপাতালের শয্যা থেকে উঠে দাঁড়িয়েছেন, কিছুটা হাঁটার চেষ্টা করেছেন।
এ সময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ বিষয়ক একটা কমিটি গঠন করা হয়। বিস্তারিত আলোচনা হয়। কমিটির প্রধান হলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সদস্য প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামান ও ব্যারিষ্টার কায়সার কামাল। তারা সাইবার সুরক্ষা বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন পেশ করবে। এছাড়া সভায় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ সমন্বয়ে এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। দ্রব্যমূল্যর উধ্বগতি নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবে বিএনপি।
সোমবার সন্ধ্যা ছয়টা ২৫মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষ হয় রাত ৯টা ৫ মিনিটে। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপত্বি করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
শফিকুল ইসলাম/মেহেদী