ঢাকা ৩ মাঘ ১৪৩১, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

বিএনপির ৩১দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা: মীর হেলাল

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ এএম
বিএনপির ৩১দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা: মীর হেলাল
৩১দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাটহাজারী বাসস্ট্যান্ডে বিকেল চারটায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সংখ্যালঘু ও সাম্প্রদায়িক ব্যানারে আওয়ামী লীগকে পূণর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই ’২৪ বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। 

মীর হেলাল বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে আছে। ছাত্র-জনতার বিপ্লবকে সফল করতে হলে খুব দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি। 

লিফলেট বিতরণ কর্মসূচির পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্যসচিব অহিদুল আলম অহিদু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম এ শুক্কুর মেম্বার, পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাহেদুল আজম সাহেদ, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রিয়াদ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিব, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন সওদাগর, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিল মোহাম্মদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব চৌধুরী, উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সদস্যসচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক শাখাওয়াত শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুল কবির তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জিএম সাইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, জিএম কামরুদ্দিন নাহিদ, পৌরসভা যুবদলের আহ্বায়ক এমদাদ মির্জা, সদস্যসচিব হেলাল উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্যসচিব সাহেব খাঁন, শ্রমিক দলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক কামালসহ হাটহাজারী পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

অমিয়/

দেশের সবচেয়ে বড় মজলুম দল জামায়াত: আমির

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম
দেশের সবচেয়ে বড় মজলুম দল জামায়াত: আমির
চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান। ছবি: খবরের কাগজ

বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল জামায়াত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে চুয়াডাঙ্গা জেলার টাউন মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি-দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী থামবে না উল্লেখ করে তিনি বলেন, 'গত সাড়ে ১৫ বছরে জামায়াতের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, হাজারও নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। হাট-ঘাট, মসজিদ-মাদরাসা এমনকি মন্দিরেও লুটপাট চালিয়েছে আওয়ামী লীগ ও তার দোসররা। কিন্তু ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা চাটিবাটি নিয়ে পালিয়ে গেছে। দুর্নীতিবাজ সবাই পালিয়েছে।'

আওয়ামী লীগের শাসনামলের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, ‘ক্ষমতা টিকিয়ে রাখতে তারা দেশের জ্ঞানী, শিক্ষিত, মার্জিত ও অভিজ্ঞ মানুষদের হত্যা করেছে। হাজারও মানুষকে নির্যাতন করেছে। তারা শত শত মানুষকে গুম-খুন করেছে। মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। উন্নয়নের বুলি শুনিয়ে তারা দেশের সম্পদ লুট করেছে।’

দেশের মানুষের সামনে দাঁড়ানোর মতো সৎ সাহস শেখ হাসিনার ছিল না, যে কারণে তিনিসহ তার দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘পর পর তিন তিনটি নির্বাচনে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জুলাই-আগস্টে আমাদের সন্তানেরা বিপ্লব ঘটিয়ে ২৪-এ স্বাধীনতা এনেছেন। ফলে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা আমাদের সন্তানদের ওপর গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছিল জনগণ তাদেরকে এক দফা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে।'

ছাত্র-জনতার অবদানকে স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার নেতৃত্বে এই জাতি দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। তরুণ-যুব সমাজ চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও পেশীশক্তি মুক্ত নতুন দেশ চায়। আমরাও সাম্যের বাংলাদেশ চাই। এই প্রজন্ম বুকের রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। প্রয়োজনে আমরা রক্ত দিয়ে হলেও এই স্বাধীনতা ধরে রাখব।'

নির্বাচন কেন্দ্রিক ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে উল্লেখ করে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কারো টাকার কাছে নিজেদের ভোট বিক্রি করব না। আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ। কালো টাকা ও পেশীশক্তির কাছে আমরা মাথানত করব না। যারা কালো টাকা দিয়ে ভোটের মাঠে আসবে, তাদেরকে না বলে দিতে হবে।'

আওয়ামী লীগ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ ও তার দোসররা ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এসব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে। আওয়ামী লীগ ও তার দোসরদের খুঁজে এনে ওই কাশিমপুর জেলে পাঠাতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হবে।’

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খন্দকার আলী মোহসিন, যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম, কুষ্টিয়া জেলা আমির মাওলানা অধ্যাপক আবুল হাশেম, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খাঁন, চুয়াডাঙ্গা জেল জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক এবং জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রমুখ।

আফজালুল/নাবিল/সিফাত

তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম
তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে মির্জা ফখরুল। ছবি: খবরের কাগজ

তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুন প্রজন্ম এখন প্রযুক্তির সাথে অনেক বেশি সম্পৃক্ত এবং তারা অনেক বেশি জানে। কিন্তু এই জানাটার কখনো শেষ নাই।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

ঢাকা কলেজের স্মৃতি চারণ করে তিনি বলেন, 'আমি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি। ১৯৬৩-৬৫ ব্যাচের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা-ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য।

ঢাকা কলেজের ছাত্র হিসেবে গর্ব বোধ করেন করে মির্জা ফখরুল। তিনি বলেন, 'কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ছাত্র জীবনে ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতিতে ভালো অভিজ্ঞতা হয়েছে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন ছিল আনন্দময়।

ঢাকা কলেজের সাবেক ভিপি ও রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর।

সুমন/সিফাত/