পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগ বহিঃশক্তির হাতে দেশকে তুলে দিতে মরিয়া ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে সীতাকুণ্ড আলিয়া মাদরাসার হলরুমে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলার সহস্রাধিক সাবেক সাথী ও সদস্য অংশ নেন।
এ সময় মাওলানা মো. শাহজাহান বলেন, ‘৫৩ বছরের ইতিহাসে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কোনো নেতা বাংলাদেশবিরোধী কোনো বাক্য উচ্চারণ করেননি।
তবে বাংলাদেশের জন্মে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি স্বীকৃতি দেওয়া হলেও এই দলের নেতারাই দেশদ্রোহী কর্মকাণ্ডে সবচেয়ে বেশি জড়িত ছিলেন।’
আওয়ামী লীগের শাসনামলে দেশের ৭০ ভাগ ক্ষমতা ভারতের হাতে ছিল মন্তব্য করে তিনি জানান, হাসিনা এখনো ভারতে বসে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করছেন।
শাহজাহান বলেন, ‘আজকের এই নতুন বাংলাদেশ শহিদদের রক্তের ফসল, মজলুমদের চোখের পানির ফসল। এতে আপনার আমার কোনো কৃতিত্ব নেই। সব কৃতিত্ব ওইসব শহিদদের, যারা এই জমিনের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ বিলিয়ে দিয়েছেন।’
পরিবর্তিত প্রেক্ষাপটে দেশকে এগিয়ে নিতে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এটাই ‘দ্বিন প্রতিষ্ঠার’ সবচেয়ে ভালো সুযোগ বলে মন্তব্য করেন তিনি।
সীতাকুণ্ডে প্রায় দুই দশক পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার।
জেলা আমীর তার বক্তব্যে বলেন, ‘১১ শহিদের রক্তস্নাত এই সীতাকুণ্ডের ময়দান। অনেক রক্ত, ত্যাগ, তিতিক্ষা, শ্রম, ঘাম বিনিময়ে আজ আমি এখানে দাঁড়াতে পেরেছি।’
সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাজিদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, সেক্রেটারি আবু তাহের, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি কাজী নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, মিডিয়া বিভাগের সম্পাদক আবুল হোসেন, শিল্প ও বাণিজ্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সম্পাদক শামসুল হুদা, শূরা সদস্য ও কর্মপরিষদ সদস্য মিছবাহুল আলম রাসেল, মাওলানা নুরুল কবির, মিরসরাই জামায়াতের সাবেক আমী নুরুল করিম।
নাইমুর/অমিয়/