একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান, সবশেষে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে দেশের আপামর জনসাধারণের বিজয়কে অপশক্তি বারবার ছিনতাই করে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়েরবাজারে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘আমরা বিজয়ী হই। কিন্তু আমাদের বিজয় ছিনতাই হয়ে যায়। এর কারণ হলো আমরা ব্যবস্থা বদল করতে পারি না। এবার আমাদের অঙ্গীকার হলো ব্যবস্থা বদল না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। যতক্ষণ পর্যন্ত নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি বাংলাদেশকে পরিবর্তনের কাজ শুরু না করবে, যতক্ষণ পর্যন্ত আমরা কাজ করব।’
প্রিন্স বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরে এখনও অনেক অপশক্তি ঘাঁপটি মেরে আছে। তিনটি অপশক্তি সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি অপশক্তি হল আওয়ামী লীগ, তারা আবার ফিরে আসতে চাইবে। দীর্ঘ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বাধীনতাবিরোধী চক্র মাথাচাড়া দিয়ে ওঠেছে। আরেকটি হলো পাশের আধিপত্যবাদী-সাম্রাজ্যবাদী শক্তি, যারা আমাদের ওপর ভূ-রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে চাইছে আমরা যেন এগোতে না পারি। এই তিন অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে।’
গণতন্ত্রহীনতা ও স্বৈরাচারী ক্ষমতা রক্ষার জন্য বিগত দিনের শাসকরা মুক্তিযুদ্ধকে অপব্যবহার করেছে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থার অবসান ঘটাতে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত তথ্য এবং দেশ-বিদেশের শত্রু মিত্রদের অবস্থান দেশবাসীর সামনে, বিশেষ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি কর্তব্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেন প্রিন্স।
গত ৫ আগস্টের পরে রাজধানীসহ দেশের নানা স্থানে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও স্থাপনা ভাঙচুর ও মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগে প্রিন্স বলেন, ‘গণঅভ্যুত্থানের পরপর কোনো কোনো বিশেষ গোষ্ঠী মুক্তিযুদ্ধের ওপর আক্রমণ শুরু করল। অনেক মুক্তিযুদ্ধের স্থাপনা তারা ধ্বংস করেছে। আমার লক্ষ্য করছি, চার মাস হলো সে ধরনের স্থাপনা এখরো পুনরায় নির্মাণ করেনি। আমি আশা করব, অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও পুনর্নির্মাণের ঘোষণা দেবে।’
শনিবার সকালে সিপিবির শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন সিপিবির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান মাহবুব আলম, প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, সম্পাদক কাজী রুহুল আমীন, লূনা নুর, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাভলু, মানবেন্দ্র দেব, লাকী আক্তার, জাহিদ হোসেন খান, সাদেকুর রহমান শামীম, ঢাকা উত্তরের নেতা মোতালেব হোসেন, ঢাকা দক্ষিণের নেতা সাইফুল ইসলাম সমীর, আখতার হোসেন।
এছাড়া সিপিবির আরেকটি দল ঢাকা উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেলের নেতৃত্বে সকাল ৯টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।
জয়ন্ত সাহা/মাহফুজ/এমএ/