বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের এক কর্মীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে শাথা ছাত্রশিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে। ক্যাম্পাসের বাইরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত একটি মানববন্ধন পালন করতে গেলে ওই কর্মীকে হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ১০ ডিসেম্বর মুগদা থানায় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সায়মা বিনতে কবির।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ ডিসেম্বর দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সায়মা বিনতে কবিরসহ তার সহপাঠীরা মানববন্ধন করতে গেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মুজাহিদ, সাধারণ সম্পাদক সাদাফ হোসেন জিহাদ, সদস্য আলী রেজা ও মিরাজুল ইসলাম মিরাজ বাধা দেয়। মানববন্ধন পণ্ড করতে অশালীন অঙ্গভঙ্গি ও বিদ্রূপ করতে থাকে অভিযুক্ত ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। তাদের হুমকির মুখে মানববন্ধন কর্মসূচি সংক্ষিপ্তভাবে শেষ করতে বাধ্য হন আয়োজকরা। পরবর্তী সময়ে দুপুর ২টার দিকে গ্রীন ক্যাফে রেস্টুরেন্টের সামনে যাওয়ার সময় ওই অভিযুক্তরা সায়মা বিনতে কবির ও তার সহপাঠীদের উদ্দেশে অশালীন মন্তব্য করে। সায়মা প্রতিবাদ জানালে তারা মানববন্ধনের ব্যানার ছিঁড়ে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে অভিযুক্তরা তাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার হুমকি দেয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সায়মা বিনতে কবির জানান, এই হুমকির পর তিনি অত্যন্ত ভয়ের মধ্যে আছেন এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতের নিরাপত্তের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি বলেন, বিশ্ব মানবাধিকার দিবসে মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা সত্যিই দুঃখজনক এবং নিন্দনীয়। এটি মানবাধিকার চর্চার মৌলিক অধিকারকে হুমকির মুখে ফেলার নামান্তর।
শফিকুল ইসলাম/মাহফুজ/মেহেদী