
বিএনপির বরিশাল বিভাগের সকল ইউনিটের কমিটি বাতিল করা হয়েছে। বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বে থাকা দলনেতা আবদুল আউয়াল মিন্টু স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) থেকে সব কমিটি বাতিল বলে গণ্য করা হবে। বিভাগে প্রত্যেক ইউনিট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে ওই চিঠি পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. নাসির উদ্দিন হওলাদার বলেন, ‘উপজেলা ও পৌরসভার অধীনে থাকা কমিটি বাতিল করা হয়েছে, এমন খবর আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত চিঠি হাতে পাইনি।’ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, ‘ইউনিট কমিটির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে সব কমিটি বাতিল করা হয়েছে বলে শুনেছি। চিঠি হাতে পেলে বলা যাবে, ওই চিঠিতে নির্দেশনা কী রয়েছে।’
জেলা বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, গত ১৩ নভেম্বর রাতে নগরীর একটি হোটেলে বরিশালের সাংগঠনিক কমিটির সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত দলনেতা হয়েছেন কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল আউয়াল মিন্টু। ওই সময়ে সব কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুতি ও কমিটি গঠনের জন্য বরিশাল মহানগরসহ সব ইউনিটের কমিটি বাতিলের দাবি তোলা হয়। ওই দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিভাগের সব জেলা, মহানগর, উপজেলার সব ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার কমিটি গঠনের জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশালে টিমের সদস্য আকন কুদ্দুসুর রহমান খবরের কাজকে বলেন, ‘বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে আরও গতিশীল করতে প্রত্যেক ইউনিটের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ২৫ নভেম্বরের পর থেকে এবং এর আগে সাংগঠনিক নিয়মবহির্ভূতভাবে গঠিত বরিশাল বিভাগের সব ইউনিট কমিটি বাতিল করা হয়েছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সব ইউনিটের সম্মেলনের জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হবে।’