ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

সচিবালয়ে আগুন-আইনশৃঙ্খলার অবনতি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা: এবি পার্টি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম
আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম
সচিবালয়ে আগুন-আইনশৃঙ্খলার অবনতি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা: এবি পার্টি
সচিবালয়ের অগ্নিকাণ্ড পরিদর্শন শেষে সংবাদকর্মীদের সামনে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

সচিবালয়ে আগুন বাংলাদেশের ইতিহাসের বিরল দুঃখজনক ঘটনা। এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়েছে, আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করল, তারপরও সরকার দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি। গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের অগ্নিকাণ্ড পরিদর্শন শেষে ২নং গেটে সংবাদকর্মীদের সামনে এক প্রতিক্রিয়ায় মজিবর রহমান মঞ্জু বলেন, আমরা জেনেছি সরকার এই ঘটনার তদন্তে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহীমকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে বহু ঘটনার তদন্ত কমিটি গঠিত হলেও জনগণ এর রিপোর্ট সম্পর্কে কিছু জানতে পারেনি। এবার ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা জানতে চাই। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এখনই কোনো মন্তব্য করতে চাই না কিন্তু ইতোমধ্যেই আমরা শুনলাম যে মন্ত্রণালয় দুটি অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্থ হয়েছে সেখানে বিগত সরকারের ব্যাপক দুর্নীতির নথিপত্র পাওয়া গিয়েছিল। 

তিনি বলেন, এই ধরনের নাশকতার আশঙ্কা আমরা আরও করছি। আমরা মনে করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসহ পতিত ফ্যাসিবাদের দোসরদের বিচার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে জোরদার করা দরকার। সরকারকে বিপদে ফেলতে এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এখানে এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে। 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মেজর মিনার বলেন, আন্দোলনে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ আগুনে সচিবালয় ৭ ঘণ্টা যাবত পুড়ছে অথচ দেশের নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলোর কাছে কোনো তথ্য থাকবে না এটা হতে পারে না। তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন, সেনাবাহিনী মাঠে থাকতে দেশে এই ধরনের ঘটনা চলতে পারে না। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রোমেল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক শাহজাহান ব্যাপারী, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, শরণ চৌধুরীসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

মাহফুজ/এমএ/

 

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না: আমিনুল হক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম
বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না: আমিনুল হক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বিদেশি প্রভুদের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী দোসরদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের ক্ষতি করতে পারবে না। 

বুধবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর রুপনগরে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষে বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা হাজী মো. রতন মিয়া'র আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্ত এ স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি।

এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে কতিপয় ষড়যন্ত্রকারীরা দুষ্কৃতিকারী আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই অন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা। 

এসময় তিনি বলেন, গত ১৭ বছর পর আমরা প্রথম বারের মতো উন্মুক্তভাবে কোনো খোলা জায়গায় বসে ইফতারির আয়োজন করতে পারছি। ঐ সময়ে আমরা উন্মুক্তভাবে কোনো জায়গায় বসে একত্র হয়ে সভা মিটিং এমনকি দোয়ার অনুষ্ঠানও করতে পারিনি। স্বৈরাচার সরকার আমাদেরকে করতেও দেয়নি। 

বিএনপির এই নেতা এসময়ে আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত। তারা এদেশের জনগণকে ভয় পেত। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা ছিল জনবিচ্ছিন্ন। 

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে চায়।’ তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে এদেশের সকল মানুষের সহযোগিতা কামনা করেন আমিনুল হক। 

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রুপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, আলী আহমেদ রাজু, রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা মো. শাহ আলম মোল্লা, থানা বিএনপির সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রুপনগর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সেলিম, সহসভাপতি ফুতুন মিয়া, থানা যুবদল সিনিয়র সহসভাপতি মো. নাঈম, রুপনগর থানা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, ছাত্রদল রুপনগর থানার সাধারণ সম্পাদক কাওছার মল্লিক প্রমুখ। 

এর আগে দুপুরে রাজধানীর মিরপুর গার্লস এন্ড আইডিয়াল ল্যবরেটরিজ ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্কুল এডহক কমিটির সভাপতি মোকছেদুর রহমান আবির। কলেজ অধ্যক্ষ জিনাত ফারহানা সভাপতিত্ব করেন।

মাহফুজ/

ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে: তারেক রহমান

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম
ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে, উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এর ফলে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করতে হবে। পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করতে হবে। গণহত্যাকারীদের বিচার করাই হবে বিএনপিসহ গণতন্ত্রের পক্ষে শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত হবে।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য ভাচ্যুর্য়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিল করে বিএনপি। এতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, জাতীয় পার্টি (জাফর)সহ বিভিন্ন রাজনৈতিক দলের র্শীষ নেতারা অংশ নেন। ইফতারকে কেন্দ্র করে ইস্কাটনে রাজনৈতিক দলের নেতাদের মিলন মেলায় পরিণত হয়।  

রাজনীতিবিদদের উদ্দেশে তারেক রহমান বলেন, আমাদের সবার চিন্তা, ভাবনা হয়তো এক নয়। আমাদের মধ্যে ভিন্ন রাজনৈতিক চিন্তা রয়েছে, ভিন্ন দল-মত-দর্শন রয়েছে। তবে মতে ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই একসঙ্গে বসেছি। এটাই আমাদের বাংলাদেশ। এইটি আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের এক অনন্য প্রতিফলন। তবে দুঃখজনকভাবে গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে দেশের শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি এসবকিছুকেই ধ্বংস করে দেয়নি, বরং বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দেয়া হয়েছে। সামাজিক সম্প্রতি ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করে দিয়েছে।  

তিনি বলেন, একটি রাষ্ট্র এবং সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায়, তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্থ, ভঙ্গুর, নিষ্ঠু এবং অমানবিক হয়ে ওঠে। ভঙ্গুর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা উগ্রবাদ আর চরম পন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত। সাম্প্রতিক সময় হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায়, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে। এ বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। 

আগামী দিনগুলোতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরও স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সব সন্দেহের অবসান হবে বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু’একটি রাজনীতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন সুরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি, জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তোর নামে গৌণ ইস্যুকে মুখ্য করে, অকারণে সময়ক্ষেপণের চেষ্টা হলে, সেটি জনমনে ভুল বার্তা পৌঁছাবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হবে। গণতন্ত্র প্রতিষ্ঠারকরণে যাত্রা পথ বিপদ সংকুল হয়ে উঠতে পারে। অপরদিকে এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত পলাতক মাফিয়া চক্রের দোসরদের পুররুদ্ধারের পথকে সুগম করবে। 

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপিসহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে, সংস্কার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন। সুতরাং সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার কোনোই প্রয়োজন নেই। রাজনৈতিক পরিক্রম প্রক্রিয়াকে শক্তিশালী এবং টেকসই কার্যকর রাখতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিকভাবে ক্ষমতাহীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার বুঝে নিতে প্রস্তুত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল অব. অলি আহমদ, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইফতার মাহফিলে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিপ্লবী ওরার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, জেএসডির সিনিয়র সহ সভাপতি তানিয়া রব, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুর রকিব, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক  নাসির উদ্দিন পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ যুগপৎ আন্দোলনের জোট এবং দলগুলোর নেতারাও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী  শামসুর রহমান শিমুল বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ।

শফিকুল ইসলাম/এমএ/

নিজেদের পছন্দসই দলকে পৃষ্ঠপোষকতা করছে সরকার: জি এম কাদের

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম
নিজেদের পছন্দসই দলকে পৃষ্ঠপোষকতা করছে সরকার: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের পক্ষের লোক ও দলকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছেন বলে মন্তব্য করেন জি এম কাদের। তার মতে, নির্বাচন আয়োজন করতে সরকার নিরপেক্ষ অবস্থানে নেই। 

তিনি বলেন, ‘নিজেদের কিছু ফেভারিট মানুষ এবং দলকে তারা (সরকার) বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছেন। সরকারে তারা না থাকার পরেও সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন এবং তারা এভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। সরকারের নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই। এখানে নির্বাচনের নামে প্রহসন হবে। সংস্কারের নামে তারা যা করছেন তার প্রধান উদ্দেশ্য হলো বেশি দিন করে ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি করা, নিজেদের দলকে শক্তিশালী করা।’ 

বুধবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর কচুক্ষেতে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার ঘটনার পরে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। 

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এখনই ক্ষমতা ছেড়ে দেওয়া। এতে দেশের মানুষ ‘রক্ষা পাবে’ বলে মন্তব্য করেন তিনি। 

জি এম কাদের বলেন, ‘এখন পুলিশ অকার্যকর। ওনারা পুলিশকে কার্যকর করার কোনো ব্যবস্থা না করে এখন আবার দেশটাকে আগুনের মুখে ঢেলে দিচ্ছেন। আমরা কেউ এখানে সেইফ না। এখন ওনারা যেহেতু এখন পারছেন না, ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত। যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষের একটু রক্ষা পায়।’ 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘একমাত্র আল্লাহর ওপর ভরসা করে মানুষ এখানে বেঁচে আছে। এ অবস্থায় আমি মনে করি, সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে যখন ব্যর্থ হচ্ছেন এবং হয়েই যাচ্ছেন। পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে যাচ্ছেন। মনোবল শূন্য পুলিশ, ঢালাওভাবে তাদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে নানা মামলা মোকাদ্দমা দিয়ে, ট্রান্সফার করে তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ নিজেরাই বুঝতে পারছে না কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ।’

সরকারের নানা সংস্কার কমিটিতে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে ‘কোনোরকম ধারণা’ নেই বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘তারা রাষ্ট্র পরিচালনা কীভাবে হয়, বাংলাদেশের রাজনীতি কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বাস্তব কোনো অভিজ্ঞতা নেই। তারা যেসব প্রপোজাল দেবেন, সেগুলো বাস্তবসম্মত হবে না। এই সরকারের অধীনে রিফর্মস (রাষ্ট্র পুনর্গঠন) সঠিক হবে না। আমরা মনে করি, ওনারা যত তাড়াতাড়ি চলে যায় জাতির জন্য তত মঙ্গল।’ 

উদারপন্থী বিভিন্ন রাজনৈতিক দলকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে রাজনীতি থেকে নির্বাসনের পায়তারা চলছে বলেও মন্তব্য করেন জি এম কাদের। তার ভাষ্যে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের বাদ দেওয়া সম্ভব না। 

জয়ন্ত সাহা/মাহফুজ

স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান হাসনাতের

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:২৪ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৮:৩০ পিএম
স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান হাসনাতের
ছবি: খবরের কাগজ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা হয়ে যাক। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে সেগুলো- ৫/৬টি ধাপে নির্বাচন দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন।

বুধবার (১৯ মার্চ) কুমিল্লার শাসনগাছায় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ’২৪ এর শহীদ ও আহতদের স্মরণে গণইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, গত যে তিনটি নির্বাচন হয়েছে তাতে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটি স্বচ্ছ ও ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করার কোনো দক্ষতা আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসন সংস্কার না করা পর্যন্ত, আমরা যতক্ষণ না নিশ্চিত হই এই প্রশাসন একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করাতে পারে- আমরা ততক্ষণ আশ্বস্ত হচ্ছি না।

নির্বাচনি ফায়দা নিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, আমরা ছাত্র-নাগরিকরা রাস্তায় তাজা রক্ত ঢেলে দিয়ে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই- এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই। একখাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একই একই ভাবে ৫ আগস্ট পরবর্তী সময়ে একই ভাবে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারবে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ৫ আগষ্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিনতি হয়েছে-তাদেরও সে পরিণতি হবে।

জহির শান্ত/সিফাত/

হিন্দুত্ববাদী নীতির সমর্থনে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র: মুক্তি কাউন্সিল

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম
হিন্দুত্ববাদী নীতির সমর্থনে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র: মুক্তি কাউন্সিল

যুক্তরাষ্ট্রের সরকার ‘ভারতের হিন্দুত্ববাদী নীতির সমর্থনে অবস্থান নিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম। বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন। 

বিবৃতিতে বলা হয়, ‘জুলাই গণ-অভ্যুত্থান দমনে পতিত ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকার গুলি করে প্রায় ২ হাজার মানুষকে হত্যা এবং প্রায় ২০ হাজার মানুষকে আহত করেছে। এ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্পূর্ণ নীরব। এতে বোঝার অসুবিধা হয় না যে যুক্তরাষ্ট্রে সরকার দিল্লির চোখে বাংলাদেশকে দেখার নীতি অবলম্বন করেছে।’

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড ‘কোনো নির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই’ মন্তব্য করেছেন বলেও উল্লেখ করেন ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপনা করা হয়েছে।’

বিবৃতিতে ফয়জুল হাকিম বলেন, ‘বাংলাদেশের জুলাইয় গণ-অভ্যুত্থানের পর থেকে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকার ও দেশটির শাসক শ্রেণির মিডিয়া অব্যাহতভাবে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা লাগানোর ষড়যন্ত্র করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড সেই অপপ্রচারের পালে বাতাস দিয়েছেন।’

মাহফুজ/