
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলটির নেতারা। এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে এক বিক্ষোভ সমাবেশে এ আলটিমেটাম দেন নেতারা। ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশটির আয়োজন করা হয়। এর আগে গত শনিবার কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে মারধরের শিকার হন ফারুক হাসান।
জানা যায়, গতকাল বিক্ষোভ সমাবেশ শেষে শাহবাগ থানার অভিমুখে একটি মিছিল বের করেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। মিছিলটি শহিদ মিনার-টিএসসি-চারুকলা হয়ে বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৬টার পর শাহবাগ থানার সামনে থেকে সরে যেতে শুরু করেন তারা। অবস্থানকালে নেতা-কর্মীরা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান থানার ভেতরে প্রবেশ করেন। থানায় মিনিট ১০-১৫ অবস্থান শেষে বেরিয়ে আসেন তারা।
পরে সাংবাদিকদের রাশেদ বলেন, ‘আমরা গত শনিবার থেকে আন্তরিকতা ও সৌজন্যতা দেখিয়েছি কিন্তু আমরা কোনো আশানুরূপ সহযোগিতা পাইনি। শাহবাগ থানার ওসির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু তার দেখা পাইনি। তবে রমনা জোনের ডিসির সঙ্গে কথা হয়েছে, আমরা তাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, অনতিবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করা হবে। এর মধ্যে যদি জড়িতদের গ্রেপ্তার না করা হয়, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। শুধু ঘেরাও করেই ক্ষান্ত হব না, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করব।’
এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। আয়োজকদের কথা ছিল যে হামলাটি ছাত্রদল করেছিল, কিন্তু পরে দেখা গেল হামলা করেছেন আন্দোলনে আহতরা। আমাদের দাবি সুস্পষ্ট, হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং অবিলম্বে বিচার নিশ্চিত করা। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তা ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো পদক্ষেপ দেখছি না। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’
গত শনিবার শহিদ মিনারে ‘ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের’ দাবিতে সমাবেশ ডাকে জাতীয় বিপ্লবী পরিষদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। বক্তৃতা দেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের কিছু সমালোচনা করলে উপস্থিত থাকা কিছু ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়।
জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ
গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এ হামলাকে ‘অপরাজনৈতিক তৎপরতার বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়ে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। গতকাল গণমাধ্যমে সংগঠনটির সহ-মুখপাত্র সালেহউদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।