ঢাকা ২৪ মাঘ ১৪৩১, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
English
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

রাষ্ট্র সংস্কারের মাধ্যমে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে: নুরুল হক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম
রাষ্ট্র সংস্কারের মাধ্যমে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে: নুরুল হক
বক্তব্য দিচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: খবরের কাগজ

রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে মানবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিমূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’ 

বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজলায় গণঅধিকার পরিষদ আয়োজিত কম্বল বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুর।

তিনি আরও বলেন, ‘এই সরকার কেয়ারটেকার সরকার না, অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার তিন মাসের কোনো দায়িত্বপ্রাপ্ত সরকার না। শত-সহস্র মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে আজকে এই অন্তর্বর্তী সরকার।’ 

গণঅধিকার পরিষদের মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সহসভাপতি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রায় ৫ শতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হবিবুর রহমান রিজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।

সুমন/মাহফুজ/সালমান/

জোড়াতালি দিয়ে ক্ষমতার মৌলিক রূপান্তর সম্ভব নয়: আ স ম রব

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
জোড়াতালি দিয়ে ক্ষমতার মৌলিক রূপান্তর সম্ভব নয়: আ স ম রব
ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘বিদ্যমান ফ্যাসিবাদী শাসনব্যবস্থা অক্ষত রেখে বা জোড়াতালি দিয়ে শাসন ক্ষমতার মৌলিক রূপান্তর সম্ভব হবে না। ফ্যাসিবাদকে সমূলে উচ্ছেদ করতে হলে বিদ্যমান দমনমূলক ও কর্তৃত্বমূলক শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। দলকেন্দ্রিক শাসনব্যবস্থার বিপরীতে শ্রমভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করা গেলে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।’ 

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় উৎপাদন ও বণ্টনে নাগরিকদের অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে এক অভূতপূর্ব জাগরণের সৃষ্টি হবে।’ 

জেএসডি সভাপতি বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হলে জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই। 

সভায় আরও বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মিসেস তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির ও কামাল উদ্দিন পাটোয়ারী। 

 

শেখ হাসিনার উস্কানি সহ্য করবে না দেশের মানুষ: জামায়াতের আমির

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৬ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম
শেখ হাসিনার উস্কানি সহ্য করবে না দেশের মানুষ: জামায়াতের আমির
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: খবরের কাগজ

‘স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ পনেরো বছর দেশের মানুষকে জ্বালাতন করে পালিয়ে গিয়ে এখন উস্কানিমূলক কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের মুক্তিপাগল মানুষ এসব সহ্য করবে না। উস্কানির কারণে দেশে যে পরিবেশ সৃষ্টি হবে তার দায় তাদেরকেই নিতে হবে,’- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত বিশাল জনসভা তিনি এ মন্তব্য করেন। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী এ জনসভায় আয়োজন করে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সাংবিধান ও বিচার বিভাগকে ধ্বংস করেছে। তারা দেশের যত টাকা চুরি-ডাকাতি-লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থানের পরও এখনো যারা চাঁদাবাজী ও অপকর্ম করছে তারা গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু দেশের ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবায়নের জামায়াতে ইসলাম তাদের পাশে থাকবে। ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন জামায়াতের আমির।

শফিকুর রহমান বলেন, ‘গত ৫৪ বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল। আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিল। তারা বিভক্তির শুরু করেন পাহাড়িদের নিয়ে। তারা ঘোষণা দিয়ে বলেন, আমরা সবাই বাঙ্গালী। কিন্তু এটা নিয়ে পাহাড়িরা প্রতিবাদ করেন। তখন থেকে এই যে বিভক্তি শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে। এখনো ওইখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। তারা এখন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে জড়াচ্ছেন। এই বিভক্তি যতদিন থাকবে ততদিন এই জাতির মধ্যে একতা সৃষ্টি হবে না। যা দেশের মানুষ গত ৫৩ বছর প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, দেশের একজন নাগরিকের সব অধিকার পাওয়ার অধিকার আছে। এটাই মুক্তিযুদ্ধের মূল চেতনা। আমাদের এই সমাজ হবে বৈষম্যহীন।’

জামায়াতে ইসলাম সম্প্রীতির বাংলাদেশ চায় জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষাব্যবস্থা উন্নতিকরণসহ আর্দশ দেশ গড়তে দেশের মানুষকে পাশে থাকতে হবে। আগামীতে শাসন ক্ষমতায় যারাই যাবে, তাদেরকে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

জনসভায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা অঞ্চল দক্ষিণের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয়সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় অংশ নেয় নেতা-কর্মীরা।

বিল্লাল হোসাইন/মাহফুজ

গোয়াল ঘর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
গোয়াল ঘর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আব্দুস সামাদ

গোয়ালঘর (ছাগলের ঘর) থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আব্দুস সামাদের বাড়ি ঘিরে ফেলে। এটা জানতে পেরে তিনি বাড়ির ভেতরে ছাগলের ঘরে লুকিয়ে পড়েন। পরে পুলিশ সেখানে তল্লাশি করতে গিয়ে  তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ডানহাত হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এর আগে গত ২ সেপ্টেম্বর আব্দুস সামাদ পুঠিয়ায় নিজ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক দিন জেল খাটার পর জামিনে বেরিয়ে আসেন এই নেতা। তিনি জামিনেই ছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ পুঠিয়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন খবরের কাগজকে জানান, সামাদ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সংগঠিত করছিল বেশ কিছুদিন থেকে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এনায়েত করিম/পপি/

চলমান পরিস্থিতিতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিএনপির

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম
চলমান পরিস্থিতিতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিএনপির
খবরের কাগজ গ্রাফিকস

দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই পরামর্শ দেন। 

রিজভী বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, হাজারো শহিদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উসকানিমূলক আচরণ, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ-অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য-মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এর ফলে বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার গত ৬ মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিভাত হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। অথচ জুলাই ছাত্র গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল। বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা ধরনের দাবি-দাওয়া নিয়ে যখন তখন সড়কে ‘মব কালচারের’ মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করছে, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুন্সিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারদের রাষ্ট্রীয় সহযোগিতা এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন, নিন্দিত-ঘৃণিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের দ্রুত বিচার নিশ্চিত করা, পরাজিত ফ্যাসিস্টদের উসকানিমূলক তৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অতি জরুরি অগ্রাধিকার, অথচ এসব বিষয়ে দৃশ্যমান এবং উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এখনো প্রশাসনকে পতিত ফ্যাসিস্ট শাসকের দোসরমুক্ত করা হয়নি, বিচার বিভাগে কর্মরত ফ্যাসিবাদের দোসররা এখনো বিদ্যমান, পুলিশ প্রশাসনে গণ-অভ্যুত্থানবিরোধী সক্রিয় সদস্যরা এখনো কর্মরত। এতে সরকার জন-আকাঙ্ক্ষা পূরণে সফলতা অর্জন করতে পারবে কি না তা যথেষ্ট সন্দেহের উদ্রেক করে।’

শফিকুল/পপি/

ল' পরীক্ষা দিতে আসা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০ পিএম
ল' পরীক্ষা দিতে আসা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
মাহমুদুর রহমান মাসুম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সদরে অবস্থিত ভিক্টোরিয়া কলেজের পাশ থেকে তাকে পুলিশে দেওয়া হয়। 

বর্তমানে কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী মাসুম একটি বিষয়ের পরীক্ষা দিতে ভিক্টোরিয়া কলেজে যাচ্ছিলেন বলে জানা গেছে। কিন্তু পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাকে ধাওয়া করে মারধর করে পুলিশে সোপর্দ করে। সেখান থেকে পুলিশ তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর মাসুমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও সে একাধিক মামলার আসামি।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, 'মাসুমকে পূর্বের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে শিগগিরই আদালতে পাঠানো হবে।'

জহির শান্ত/জোবাইদা/