নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: খবরের কাগজ
‘স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ পনেরো বছর দেশের মানুষকে জ্বালাতন করে পালিয়ে গিয়ে এখন উস্কানিমূলক কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের মুক্তিপাগল মানুষ এসব সহ্য করবে না। উস্কানির কারণে দেশে যে পরিবেশ সৃষ্টি হবে তার দায় তাদেরকেই নিতে হবে,’- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত বিশাল জনসভা তিনি এ মন্তব্য করেন। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী এ জনসভায় আয়োজন করে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সাংবিধান ও বিচার বিভাগকে ধ্বংস করেছে। তারা দেশের যত টাকা চুরি-ডাকাতি-লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
তিনি বলেন, ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থানের পরও এখনো যারা চাঁদাবাজী ও অপকর্ম করছে তারা গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু দেশের ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবায়নের জামায়াতে ইসলাম তাদের পাশে থাকবে। ছাত্র-জনতার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন জামায়াতের আমির।
শফিকুর রহমান বলেন, ‘গত ৫৪ বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল। আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিল। তারা বিভক্তির শুরু করেন পাহাড়িদের নিয়ে। তারা ঘোষণা দিয়ে বলেন, আমরা সবাই বাঙ্গালী। কিন্তু এটা নিয়ে পাহাড়িরা প্রতিবাদ করেন। তখন থেকে এই যে বিভক্তি শুরু হয়েছে তা এখনো চলমান রয়েছে। এখনো ওইখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। তারা এখন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে জড়াচ্ছেন। এই বিভক্তি যতদিন থাকবে ততদিন এই জাতির মধ্যে একতা সৃষ্টি হবে না। যা দেশের মানুষ গত ৫৩ বছর প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, দেশের একজন নাগরিকের সব অধিকার পাওয়ার অধিকার আছে। এটাই মুক্তিযুদ্ধের মূল চেতনা। আমাদের এই সমাজ হবে বৈষম্যহীন।’
জামায়াতে ইসলাম সম্প্রীতির বাংলাদেশ চায় জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষাব্যবস্থা উন্নতিকরণসহ আর্দশ দেশ গড়তে দেশের মানুষকে পাশে থাকতে হবে। আগামীতে শাসন ক্ষমতায় যারাই যাবে, তাদেরকে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
জনসভায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা অঞ্চল দক্ষিণের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয়সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় অংশ নেয় নেতা-কর্মীরা।
বিল্লাল হোসাইন/মাহফুজ