
বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে, নিজেদের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর রুপনগর আবাসিক জনকল্যাণ বাড়ী মালিক সমিতির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিন বলেন, ‘বিএনপি জনগণের দল। সারা দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশের যেকোনো ক্লান্তিলগ্ন ও দুর্যোগের সময়ে বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন। গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার জনগণের পাশে ছিল না, তারা জনগণকে বঞ্চিত করেছে । অন্যদিকে বিএনপি জনগণের পাশে ছিল এবং বর্তমানেও জনগণকে পাশে রেখে কাজ করছে। আগামীতেও করে যাবে।’
আমিনুল হক বলেন, ‘জিয়া পরিবারের দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন মানবিক মানুষ। তার যে মানবিকতার গুণাবলী রয়েছে সেটা তিনি তার বক্তব্যে হয়তো বা পরিপূর্ণভাবে বুঝাতে চান না। কিন্তু তিনি তার কর্ম দিয়ে সেই মানবাধিকারের প্রকাশ সেটা সারা দেশে রেখে চলেছেন।’
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশে সামাজিক, মানবিক ও রাজনৈতিক কার্যক্রমগুলো করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ‘একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আপনার পাশের লোকটি ভালো আছে কিনা? আপনি শুধু নিজে ভালো থাকলেই হবে না। আপনার পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা ভালো আছে কিনা, সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যকটি নাগরিকের কর্তব্য। ইসলাম এটাই বলে। আমরা বিশ্বাস করি, এই মানবিকতা বিএনপির প্রত্যেকটি নেতার রয়েছে।
রুপনগর আবাসিক জনকল্যাণ বাড়ী মালিক সমিতির সভাপতি মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক ও আলী আহমেদ রাজু প্রমুখ।
জাকির হোসেন/সুমন/