ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ এএম
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার বাণী দিয়েছেন। বাণীতে মির্জা ফখরুল বলেন, তার জীবদ্দশায় দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহিদ জিয়া ছিলেন জাতির দিশারি। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 

স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। জাতির মহাসংকটকালে আবারও ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার ঐতিহাসিক বিপ্লবে শহিদ জিয়া রাষ্ট্রক্ষমতার হাল ধরেন। 

ফখরুল আরও বলেন, ‘একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন। ক্ষমতায় এসেই তিনি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। আমি এই মহান রাষ্ট্রনায়কের জন্মবার্ষিকীতে স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা; গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, মানবিক সাম্য, ন্যায়বিচার ফিরিয়ে আনা এবং মানুষের হারানো মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।’

জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এক দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোয় দলীয় পতাকা উত্তোলন করা হবে ও বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দিনটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় ক্রোড়পত্র ও পোস্টারও প্রকাশ করা হবে। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন শিশুদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে। 

শাহরাস্তিতে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৪

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
শাহরাস্তিতে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৪
ছবি: খবরের কাগজ

দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল বের করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জুন সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্তাকে সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়। 

পর রাতে অভিযান চালিয়ে আলীপুর গ্রামের তফাদার বাড়ির মো. ফারুক হোসেন (৪৯), রাড়া গ্রামের মুন্সি বাড়ির সেলিম মুন্সি (৬৫),মেহেদী হাসান (২৬) ও আলীপুর গ্রামের নোয়া বাড়ির মো. দুলাল তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়।  

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী/ 

মব জাস্টিসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:৪৫ পিএম
মব জাস্টিসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী
ছবি: খবরের কাগজ

মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, মব জাস্টিসের নামে কোনো ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না। মব জাস্টিসে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ জুন) শহিদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

রিজভী নেতৃত্বে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটির নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন।

রিজভী বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিন সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি।
 
আদালতে পুলিশের উপস্থিতিতে কীভাবে আসামিরা হেনস্তা হন? এমন প্রশ্নও রাখেন তিনি।

রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।

অভিযোগ করে রিজভী বলেন, দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। তিনি দ্রুত স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, উপদেষ্টা সায়েদুল হক সাঈদসহ সহস্রাধিক নেতা-কর্মী।

শফিকুল ইসলাম/অমিয়/

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:২০ পিএম
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. আসজাদ হোসেন আরজু। ছবি: খবরের কাগজ

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. আসজাদ হোসেন আরজু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) সন্ধ‌্যার দিকে সদর উপজেলার বরাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আসজাদ হোসেন আরজু সদর উপজেলার উড়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।

মঙ্গলবার (২৪ জুন) দুপু‌রে আসামিকে আদাল‌তে পাঠা‌নো হয়েছে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলমান একটি প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। এতে গুলিবিদ্ধ ও মারাত্মক আহত হন জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসেনসহ অনেকে।

এ ঘটনায় খানখানাপুর ইউনিয়নের বেপারীপাড়া এলাকার বাসিন্দা জিসান হোসাইন খান রাজবাড়ী সদর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌মো. মাহমুদুর রহমান বলেন, ‘তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

সুমন/সালমান/

 

আমরা শাসক নয় খাদেম হতে চাই: আতাউর

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:০৭ পিএম
আমরা শাসক নয় খাদেম হতে চাই: আতাউর
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি মো. আতাউর রহমান সরকার বলেন, আমরা শাসক নয় খাদেম হতে চাই।

তিনি বলেন, ‘জনগণের ম্যান্ডেট পেলে বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি, চিকিৎসাসেবার উন্নয়ন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা, মাদক, দখলবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে এ আসনকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপোষহীন থাকব। দীর্ঘ দিন ধরে ক্ষমতাসীনদের মধ্যে চলা রাজা ও প্রজার মতো আচরণ বন্ধ করে জনবান্ধন পরিবেশ তৈরি করা হবে।’

সোমবার (২৩ জুন) রাত ৮টায় কসবা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানীর উপস্থাপনায় স্থানীয় ইসলামী সাংস্কৃতিককেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কসবা পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, প্রচার সম্পাদক কবির আহমেদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা প্রমুখ।

এ সময় মো. আতাউর রহমান সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কসবা-আখাউড়া নিয়ে তার ভাবনা শেয়ার করেন।

একই দিন তিনি কসবা থানার ওসি, কসবা-আখাউড়া উপজেলার আলিয়া মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে এবং মহিলা জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন।

তাছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কসবা উপজেলার সাথী শাখা ও কসবা পশ্চিম থানা শাখার সঙ্গে মতবিনিময় করেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কসবা উপজেলা নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার।

বক্তব্য রাখেন উপজেলা শিবির সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা,আশরাফুল ইসলাম প্রমুখ।

অমিয়/

চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছে: মির্জা ফখরুল

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:১৬ পিএম
চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছে: মির্জা ফখরুল
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে করমর্দন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  ছবি: সংগৃহীত

চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

মঙ্গলবার (২৪ জুন) বেইজিং শহরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান। 

মির্জা ফখরুল বলেন, ‘চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ 

বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখা ও বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

শফিকুল/পপি/