
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ৫৪ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বিচারের সংস্কারকে সামনে রেখে জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে সংগঠিত হতে ৫৪ সদস্য বিশিষ্ট উপজেলা প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়।
দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন ও সংগঠক হাসান আলী এবং সদস্য ইমন সৈয়দ স্বাক্ষরিত কমিটির প্রতিনিধিরা জনকল্যাণ ও নাগরিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করবেন বলে জানা গেছে।
পরিবর্তিত প্রেক্ষাপটে কার্যকর রাজনৈতিক অবস্থা নিশ্চিত করতে নবগঠিত কমিটি 'জনগণের কাছে পৌঁছাবে' বলে আশাবাদী ইমন সৈয়দ।
এই কমিটি ফটিকছড়ি উপজেলার মানুষের ৮ দফা দাবি বাস্তবায়ন করতে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
কমিটির সদস্য মুহাম্মদ একরামুল হক জানান, ফটিকছড়িতে ৫৪ সদস্য বিশিষ্ট উপজেলা প্রতিনিধি কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র আন্দোলনে আহত পরিবারের সদস্যদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
নাইমুর/