
অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার আওতায় রাখতে পারছে না অন্তর্বর্তী সরকার। তারা সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারছে না।’
আমিনুল হক বলেন, ‘গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছিল। এখনও পর্যন্ত সেই আওয়ামী সিন্ডিকেটগুলো দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করছে। দ্রব্যমূল্যের বাজারের এই আওয়ামী সিন্ডিকেট যদি ভাঙা না যায় তাহলে জনগণের দৈনন্দিন জীবনমান আরও দুষ্কর হয়ে যাবে।’
আওয়ামী স্বৈরাচারের সময় গত ১৭ বছরে আমরা বাংলাদেশের পরিপূর্ণ উন্নয়ন দেখিনি উল্লেখ করে তিনি বলেন, ‘এই সময়ে আমরা শুধু স্বৈরাচার শেখ পরিবারের পকেটের উন্নয়ন দেখেছি, চুরির উন্নয়ন দেখেছি,ডাকাতির উন্নয়ন দেখেছি। গত ১৭ বছরে তারা এদেশের জনগণের জন্য কোনো রাজনীতি করে নাই। তারা শুধু রাজনীতি করেছে নিজেদের পকেটের উন্নয়নের জন্য। আর বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। এটাই আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য।’
আমিনুল হক বলেন, ‘কয়েকদিন আগে সংবাদমাধ্যমে দেখেছি শেখ পরিবারের সদস্যরা ২৮ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। তারা যে টাকা পাচার করে নিয়ে গেছে এটা এদেশের জনগণের টাকা। জনগণের টাকা মেরে নিয়ে তারা কানাডার বেগম পাড়ায়, আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম তৈরি করেছে।’
ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে দক্ষিণখানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, আকতার হেসেন ও আফাজ উদ্দিন প্রমুখ।
শফিকুল ইসলাম/সুমন/