ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

নাটোরে মধ্যরাতে শেখ হাসিনার পক্ষে স্লোগান

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০১:২৪ পিএম
আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
নাটোরে মধ্যরাতে শেখ হাসিনার পক্ষে স্লোগান
ছবি: খবরের কাগজ

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় মধ্যরাতে শেখ হাসিনার পক্ষে ঝটিকা স্লোগান দিয়ে মোটরসাইকেলে ওই এলাকা ত্যাগ করে কয়েক যুবক।

সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মাধনগর মৃধাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, ‘শেখ হাসিনা আবার ফিরবে’ স্লোগান দিয়ে মুহূর্তেই মেটরসাইকেলে পালিয়ে যায় কয়েকজন যুবক। স্থানীয়রা বের হলেও তাদের ধরতে পারেনি।

গ্রামপুলিশ নাজমুল হাসান জানান, রাতের আঁধারে কে বা কারা মোটরসাইকেল নিয়ে স্লোগান দিয়েছে। তবে স্লোগান দেওয়া কাউকে চেনা যায়নি।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লা আল বাকী সুমন বলেন, ‘স্লোগান দেওয়াদের খোঁজ করা হচ্ছে।’ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ওপরও জোর দেন তিনি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল রহমান বলেন, শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকরা রাতে এসব স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসনের কাছে দাবি, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

কামাল মৃধা/মেহেদী/

সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের ভিত্তি হোক বাংলাদেশ: আমিনুল হক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম
সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের ভিত্তি হোক বাংলাদেশ: আমিনুল হক
বরিশাল আউটার স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একটি সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের ভিত্তি হোক বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল আউটার স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫’ এর বরিশাল বিভাগীয় খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি সুস্থ জাতি গড়ার স্বপ্ন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আমরা কাজ করে চলেছি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন,ফুটবল ক্রিকেটসহ ইন্টারন্যাশনাল যে গেমসগুলো রয়েছে, পাশাপাশি আমাদের দেশীয় যে খেলাগুলো রয়েছে-এই খেলাগুলোকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, এই খেলাগুলোকে সারাবছর খেলার লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি ক্রীড়াঙ্গনের সকল পরিকল্পনা নিয়ে একটি ফাউন্ডেশন তৈরি করতে চায়। যেই ফাউন্ডেশনের চেয়ারম্যান থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বরিশাল লাল দল সবুজ দলের মধ্যকার অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে বরিশাল সবুজ দল জয়ী হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- টুর্নামেন্ট কমিটির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সদস্য সহ-দপ্তর মো. হাসনাইন নাহিয়ান সজীব, সদস্য মো. মোস্তাফিজুর রহমান মামুন, রাশেদ সরকার, লিটন খানসহ টুনার্মেন্ট পরিচালনা কমিটি ও স্থানীয় বিএনপির নেতারা।

এমএ/

জামায়াত নেতার বিরুদ্ধে ওসির চাঁদাবাজির মামলা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম
জামায়াত নেতার বিরুদ্ধে ওসির চাঁদাবাজির মামলা
জামায়াতে ইসলামীর সদ্য বহিষ্কৃত নেতা জাকির হোসেন

ফেনীতে জামায়াতে ইসলামীর সদ্য বহিষ্কৃত নেতা জাকির হোসেনসহ দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ মামলা করেন। মামলার অপর আসামি জাকির হোসেনের ছোট ভাই আমির হোসেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মোতাহের হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

জাকির হোসেন ফেনী জামায়াতে ইসলামীর রুকন ছিলেন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর গজারিয়া গ্রামের জহির আহমেদের ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের পাঠানবাড়ি এলাকায় বসবাস করছেন।

মামলার এজাহার ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, একটি মামলার চার্জশিট থেকে ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের নাম বাদ দেওয়ার কথা বলে চাঁদা দাবি করেন জাকির হোসেন। এতে ফেনী মডেল থানার ওসির নাম ব্যবহার করে তিনি দুই দফায় ৩ লাখ টাকা চাঁদাও নেন। গত ১০ ফেব্রুয়ারি রাতে এ-সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে শোনা যায়, অধ্যক্ষকে মামলার চার্জশিট থেকে বাদ দেওয়ার জন্য জাকির হোসেন এক দফায় ২ লাখ ও আরেক দফায় ১ লাখ টাকা চাঁদা নিয়েছেন। আর তার ভাই আমির হোসেন অধ্যক্ষের কাছ থেকে চাঁদার ৩ লাখ টাকা নেন।

এদিকে জামায়াত নেতা ও অধ্যক্ষের কথোপকথনের কল রেকর্ড নিয়ে জেলাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ ঘটনার পরের দিন জাকিরকে দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দেয় ফেনী জেলা জামায়াতে ইসলামী। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম। 

এদিকে মামলার বিষয়ে উপপরিদর্শক মো. মোতাহের হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা হলেন প্রকৌশলী সেলিম

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম
‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা হলেন প্রকৌশলী সেলিম
প্রকৌশলী মো. মোস্তাফা-ই-জামান সেলিম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে পেশাজীবী নেতা প্রকৌশলী মো. মোস্তাফা-ই-জামান সেলিমকে। এ ছাড়া আবুল কাশেম নামে আরও একজনকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রকৌশলী সেলিম। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে উদ্দেশে আমাকে এই দায়িত্ব দিয়েছেন তা পালনে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় আমার নির্বাচনি এলাকা নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের গণমানুষের পক্ষ থেকে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই।’

শফিকুল/সালমান/

অপারেশন ডেভিল হান্ট: ধামরাইয়ে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম
অপারেশন ডেভিল হান্ট: ধামরাইয়ে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) সকালে আটক সবাইকে আদালতে পাঠানো হয়েছে । 

গত ২৪ ঘণ্টায় তাদেরকে ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

আসামিরা হলেন- ধামরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আ. সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি  মো. রবিউল করিম, সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারেক চৌধুরী, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াসিম ইকবাল, সূয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ধামরাই উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মো. মনির হোসেন ও আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আ. রাজ্জাক।

এ বিষয়ে ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘আসামিরা গত বছরের ৫ আগষ্ট থানা এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে।’

রুহুল আমিন/সুমন/

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে আরও ৪২৮ জন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ পিএম
জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে আরও ৪২৮ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন ৪২৮ জন। এই কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ২০৪ জন ও সদস্য ২৪৯ জন।

এ নিয়ে মোট ৪৫৫ জনের কমিটি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে বর্ধিত কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, দীর্ঘ ১৭ বছর যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিল, কম-বেশি সবাইকে কমিটিতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচ হতে ১৭তম ব্যাচ পর্যন্ত কমিটিতে পদ পেয়েছে। আমরা এই কমিটিকে নিয়ে একটি সুন্দর নিরাপদ এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৃহত্তম ছাত্রসংগঠন। সংগঠনের কাজ সুন্দরভাবে পরিচালনার জন্য কমিটি পূর্ণাঙ্গ করা হলো। দীর্ঘদিন পরিশ্রমের ভিত্তিতে এ কমিটি গঠন হয়েছে। পরবর্তীতে আরও অনুষদভিত্তিক কমিটি গঠন করা হবে।

গত বছর ২৪ ডিসেম্বর মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর সিন্ডিকেট, পকেট কমিটি, অবমূল্যায়নসহ নানা অভিযোগ তোলে আন্দোলন করেন পদবঞ্চিতরা। 

লাগাতার কর্মসূচির পর শিগগিরই কমিটি বর্ধিত করার মাধ্যমে পদায়ন করে কমিটি ঘোষণা করার শর্তে সদ্য সাবেক নেতাদের নিয়ে গত ২৬ জানুয়ারি ক্যাম্পাসে প্রবেশ করে নতুন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি।

মুজাহিদ বিল্লাহ/অমিয়/