
স্বাস্থ্য খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সংস্কার কমিশনের অফিসে প্রস্তাব জমা দেয় বিএনপির প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ ছাড়া ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. অধ্যাপক রফিক আল কবির লাবু, ডা. পারভেজ রেজা কাকন, সহ-পরিকল্পনাবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপির নার্সিংবিষয়ক সম্পাদক মিসেস জাহানারা খাতুন।
এ সময় ডা. রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির সর্বোচ্চ নীতিমালা ফোরামে আলোচনার মাধ্যমে স্বাস্থ্য খাতে সংস্কারের একটি প্রস্তাব তৈরি করা হয়। সংস্কার কমিশনের কাছে আমরা সে প্রস্তাব জমা দিয়েছি। যেকোনো ধরনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়ায় সংস্কারের কাজ একটি গণতান্ত্রিক সরকারই করতে পারে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে সঠিকভাবে সংস্কারের কাজ সম্পন্ন হয়; কিন্তু অন্যদের দ্বারা সেভাবে না-ও হতে পারে। কমিশনকে বলেছি, যারা হেলথ নিয়ে কাজ করে, তাদের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য খাতে সংস্কার প্রস্তাব পেশ করতে।’