
অন্তর্বর্তী সরকার শক্ত হাতে দেশ পরিচালনা না করলে জাতি বিপদ পড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের পঞ্চম নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম, ‘অন্তর্বর্তী সরকারকে বুদ্ধিবৃত্তিকের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থাতেই সরকার যদি ভুল কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে ভুলের মধ্যে আমরাও নিমজ্জিত হব, সরকারও নিমজ্জিত হবে এবং দেশও রসাতলে যাবে। আমি মনে করি, সরকারের বুদ্ধি এবং বিবেকের সঙ্গে কাজ করা উচিত। কোনো অবস্থাতেই পেশিশক্তি ব্যবহার করে কাজ করা উচিত হবে না।’
ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ তালুকদারের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও কলকারখানা সম্পাদক এমদাদুল ফেরদৌস, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার।